মাটির তলা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার ভোরে কাটোয়ার কড়ুই পঞ্চায়েতের নতুনগ্রামের ঘটনা। ওই যুবককে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাবমার্সিবল পাম্প বসানোর জন্য বিদ্যুতের লাইন নিয়ে নতুনগ্রামের বাসিন্দা হামিদ শেখ ও কায়েমউদ্দিন শেখের (৩৩) মধ্যে বিবাদ ছিল। গত মঙ্গলবার গ্রামেরই বাসিন্দা কুতুব খান কায়েমউদ্দিনকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।পুলিশ জানায়, কায়েমউদ্দিনের মোবাইল ফোনটি বাড়িতে রয়ে গিয়েছিল। তাঁর পরিবারের লোকজন সেটি ঘেঁটে দেখেন, নিখোঁজ হওয়ার আগে কায়েমউদ্দিনকে শেষ ফোন করেছিলেন কুতুব। শনিবার তাঁরা ফোনে কুতুবের সঙ্গে যোগাযোগ করেন। কুতুব এ ব্যাপারে হামিদের কাছে খোঁজ নিতে বলে। এর পরে ওই রাতেই হামিদ ও কুতুবকে ডাকেন গ্রামের বাসিন্দারা। তাঁদের জেরার মুখে পড়ে কুতুব জানায়, কায়েমউদ্দিনকে খুন করে গ্রাম থেকে দু’কিলোমিটার দূরে লেলেখালের পাড়ে পুঁতে দেওয়া হয়েছে।
এর পরেই রবিবার ভোরে পুলিশ দেহটি উদ্ধার করে। কুতুব ও হামিদকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় কুতুব জানিয়েছে, এই কাজ করার জন্য হামিদ তাকে টাকা দিয়েছিল। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
নদীতে মিলল নিখোঁজের দেহ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী ও বর্ধমান |
নিখোঁজ কেরোসিন তেল ডিপোর কর্মী অখিল ঘোষের (৫০) দেহ মিলল ভাগীরথীতে। রবিবার পূর্বস্থলীর কোমলনগর ও নদিয়ায় নাকাশিপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় নদীতে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় নাকাশিপাড়া ও পূর্বস্থলী থানায়। নাকাশিপাড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে। শনাক্ত করেন অখিলবাবুর বাড়ির লোকজন। শক্তিনগর হাসপাতালে মৃতদেহের ময়না-তদন্ত হয়। পূর্বস্থলী ১ ব্লকের নসরৎপুর পঞ্চায়েতের পারুলডাঙা এলাকার বাসিন্দা অখিলবাবুকে মঙ্গলবার কয়েক জন একটি গাড়িতে চাপিয়ে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। পূর্বস্থলী থানায় অভিযোগ জানান অখিলবাবুর বাড়ির লোকজন। বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ‘‘অখিল ঘোষ ১৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। রবিবার তাঁর দেহ মেলে। এই ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েক জন জড়িত রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।” পূর্বস্থলী থানার আইসি রঞ্জন সিংহ জানান, এই ঘটনার তদন্তে নেমে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা সুকু শেখকে পূর্বস্থলী থেকে গ্রেফতার করা হয় শুক্রবার। তাকে জেরা করে পুলিশ জানতে পারে, বিবাহ-বহির্ভূত সর্ম্পকের জেরে অখিলবাবুকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। পরে দেহের সঙ্গে বালির বস্তা বেঁধে ফেলা দেওয়া হয় ভাগীরথীতে। এ কথা জানার পরেই খোঁজ শুরু হয়।
|
কেতুগ্রামে বাস উল্টে জখম ২৭
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বাস উল্টে জখম হলেন ২৭ জন যাত্রী। রবিবার সকালে কেতুগ্রামের ভুলকুড়ি গ্রামে কাটোয়া-বোলপুর রাস্তায় এই ঘটনা ঘটে। কাটোয়া-বহরমপুর রুটের একটি বাস উল্টে যায়। তাতে ছিলেন প্রায় ৩০ জন যাত্রী। জখম হন ২৭ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত হন দু’জন। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বাসের যাত্রী ও স্থানীয় বাসিন্দারা জানান, ঘন কুয়াশা ও খারাপ রাস্তার জন্যই নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পরে সেটি কাটোয়া-বোলপুর রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে যায় পুলিশ।
|
গাছের গুঁড়ি পড়ে মৃত্যু পূর্বস্থলীতে
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
নারকেল গাছের গুঁড়ি মাথায় পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। রবিবার কালনার রামকৃষ্ণপল্লি এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম অধীর ঘোষ (৪৪)। বাড়ি কালনার মোল্লাপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই অধীরবাবুর গাছ কাটার ব্যবসা ছিল। এ দিন সকালে তিনি লোকজন নিয়ে একটি বাড়িতে গাছ কাটার কাজ করাচ্ছিলেন। তিনি নীচে দাঁড়িয়েছিলেন। আচমকা একটি গুঁড়ি তাঁর মাথায় পড়ে। অচৈতন্য অবস্থায় তাঁকে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। বিকেলে কালনা মহকুমা হাসপাতালে তাঁর দেহের ময়না-তদন্ত হয়। |