নগদ টাকা ও গয়না মিলিয়ে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকার মালপত্র ফিরিয়ে দিলেন এক ট্যাক্সিচালক। তাঁর নাম বাবলু ঘোষ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসতে।
আগরতলা থেকে কলকাতা বিমানবন্দরে নেমে বাড়ি ফেরার জন্য শুক্রবার রাতে একটি ট্যাক্সি ভাড়া করেন বারাসতের মধুমুরালির বাসিন্দা জিশু দে ও তাঁর পরিবার। রাত ৮ টা নাগাদ তিনি বাড়িতে নেমে যান। পরে খেয়াল হয়, গাড়ির মধ্যে তাঁর স্ত্রী তৃপ্তিদেবীর হাতব্যাগটি পড়ে রয়েছে, যার মধ্যে নগদ ৪০ হাজার টাকা ও প্রায় দশ লক্ষ টাকার গয়না রয়েছে। এর পরেই তিনি এয়ারপোর্টের দিকে রওনা হন। |
এ দিকে এয়ারপোর্টে ফিরে ট্যাক্সিচালক বাবলু পিছনের সিটে ব্যাগটি লক্ষ করেন। সেটি খুলে তিনি টাকা ও গয়না দেখতে পেয়ে ট্যাক্সি চালিয়ে ফিরে আসেন বারাসতের ওই বাড়িতে। খবর পেয়ে বাড়ি ফিরে আসেন জিশুবাবু। তিনি বলেন, “এক আত্মীয়ের বিয়েতে আগরতলা গিয়েছিলাম। তাই এত গয়না সঙ্গে ছিল। ব্যাগ হারিয়ে আমরা কী করব বুঝে উঠতে পারছিলাম না।” এয়ারপোর্ট ১ নম্বর গেটের বাসিন্দা ওই ট্যাক্সিচালক বলেন, “গাড়িতে পড়ে থাকা মোবাইল ও অন্য ব্যাগ অনেক সময়েই ফেরত দিই। কিন্তু এত টাকার সম্পদ ফেরানোর পরে ওঁদের আনন্দ দেখে খুব ভাল লাগছে।” |