টুকরো খবর
জেলা বইমেলা এ বার খড়্গপুরে
দশম ‘পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা’ হতে চলেছে খড়্গপুরে। এর আগে ২০০২ সালে, প্রথম জেলা বইমেলা হয়েছিল রেলশহরে। দশ বছর পরে আবার। ইতিমধ্যেই শুরু হয়েছে যাবতীয় প্রস্তুতি। এ বার মেলায় ১০০টির মতো স্টল থাকবে। সেই মতো মেলা-প্রাঙ্গণ সাজানো-গোছানোর কাজ চলছে। শহরের ট্রাফিক মাঠে ২৩ ডিসেম্বর শুরু হবে মেলা। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরি বলেন, “মেলা উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।” শুধু বইমেলাই নয়, একই সঙ্গে ট্রাফিক-মাঠে চলবে ‘জেলা সবলা মেলা’। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে এই মেলা। জেলার বিভিন্ন এলাকার স্ব-সহায়ক দলগুলি সবলা মেলায় যোগ দেবে। স্ব-সহায়ক দলের কর্মীরা সাধারণ মানুষের সামনে তাঁদের তৈরি নানা সরঞ্জাম তুলে ধরবেন। ‘সবলা মেলা’ও চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। একই সঙ্গে দু’টি মেলা ঘিরে রেলশহর উৎসবে মাতবে বলেই মনে করা হচ্ছে। মেলা সফল করতে কয়েক দফা বৈঠক করেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা। মেলায় ৪০ লক্ষ টাকার বই বিক্রি হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। খড়্গপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌম্য হালদার বলেন, “বেশ কয়েকটি নামী প্রকাশন সংস্থার স্টল থাকবে এ বারের বইমেলায়।”

মূর্তির উন্মোচন
প্রয়াত প্রাক্তন কাউন্সিলর সৌমিত্র পালের আবক্ষ মূর্তি বসল মেদিনীপুর শহরে। বৃহস্পতিবার ১৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দিরচকে মূর্তির আবরণ উন্মোচন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। বুধবারই মেদিনীপুরের পালবাড়ি মাঠে শুরু হয়েছে ‘সৌমিত্র পাল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টে’রও। শহরের ‘মহাতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থা’ এর উদ্যোক্তা।

ক্রিকেট টুর্নামেন্ট
খড়্গপুর গ্রামীণ থানার উত্তর তালবাগিচায় শুরু হয়েছে ক্রিকেট প্রতিযোগিতা। তালবাগিচা হাইস্কুল মাঠে দেশবন্ধু ক্লাব আয়োজিত এক মাস ব্যাপী এই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছে। প্রথম খেলায় শীতলা স্পোর্টিং ক্লাব হীরাডিহি ক্লাবকে পরাজিত করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.