টুকরো খবর |
পথ দুর্ঘটনায় মৃত তিন জন
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মোটর সাইকেল দুর্ঘটনায় জখম হয়ে দুই যুবক মালদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জখম আত্মীয়দের দেখতে যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারলে ট্যাক্সির চালক-সহ তিনজনের মৃত্যু হল। সোমবার রাত ১২টা নাগাদ ইংরেজবাজার থানার মালদহ শহরের মহানন্দাপল্লির কাছে এই দুঘর্টনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম, এজাবুল আলি (১৪), নিয়ামত আলি (২৪) ও আজমির আলি (৩৮)। মৃত এজাবুল আলি ও নিয়ামত আলি দুই ভাই। আজমির গাড়ির চালক ছিলেন। এ ছাড়া জখম হয়ে পরিবারের আরও ৭ জন মালদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। জেলার পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ট্যাক্সিটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারলে চালক-সহ ওই তিন জনের মৃত্যু হয়।” পুলিশ জানিয়েছে, বেপরোয়া ভাবে ট্যাক্সি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্যাক্সি দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে গিয়েছে। সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ রতুয়ার আনসারুল আলি ও তাঁর বন্ধু নাসিম শেখ একটি মোটর সাইকেলে চড়ে রতুয়া থেকে মানিকচক যাচ্ছিলেন। নাজিরপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি রাস্তায় উল্টে যায়। মারাত্মক ভাবে জখম হন আনসারুল ও তাঁর বন্ধু নাসিম। নাজিরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জখম দুই বন্ধুকে উদ্ধার করে মালদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে মোটর সাইকেল দুর্ঘটনার খবর পেয়ে আনসারুল ও নাসিম শেখের পরিবারের ১১জন সদস্য রাতেই ট্যাক্সিতে চড়ে মালদহ সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঘটনাস্থলেই নুরপুর হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এজাবুলের মৃত্যু হয়। দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ট্যাক্সির ধাক্কার প্রচন্ড শব্দে আশেপাশে এলাকার বাসিন্দারা ছুটে যান।
|
শিশুকে খুনে গ্রেফতার মা
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
পাঁচ বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে মঙ্গলবার মা জরিনা বিবিকে গ্রেফতার করল পুলিশ। মৃত্যুর এক সপ্তাহ বাদে এ দিন ময়নাতদন্তের জন্য কবর থেকেও তোলা হল শিশুর দেহ। সোমবারই নিজের স্ত্রীর বিরুদ্ধে ৫ বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তেরও দাবি জানান মালদহের রতুয়ার রামচন্দ্রপুরের এসরাফুল হক নামে এক ব্যক্তি। মা জরিনা বিবির অবৈধ সম্পর্কের কথা ওই শিশু তাকে বলে দেওয়াতেই এই খুন বলে দাবি এসরাফুলের। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অবৈধ সম্পর্কে খুন কী না তা তদন্ত সাপেক্ষ। খতিয়ে দেখা হচ্ছে।” ২৮ নভেম্বর জরিনা বিবি ফাঁকা বাড়িতে শ্বাসরোধ করে মেয়েকে খুন করে বলে অভিযোগ। গুজব। মৃত ব্যক্তির মাথা উদ্ধারের গুজবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে শহরের খরমুজা ঘাট রোড এলাকায়। এদিন সন্ধ্যায় গুজব রটে খরমুজা ঘাট রোডে একটি মাঠে গর্তের ভেতর থেকে এক মৃত ব্যক্তির মাথা বার হয়ে রয়েছে। আলো জ্বালিয়ে তল্লাশির পর ছাগলের মাথা বার হলে স্বস্তির শ্বাস ফেলে পুলিশ।
|
বিয়ে থেকে বাঁচল ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার খাসকোল গ্রামে। ওই গ্রামের বেচন চৌধুরি তাঁর মেয়ে কেয়ার বিয়ে ঠিক করেছিল সাট্টারির এক যুবকের সঙ্গে। কেয়া দ্বিগুন বয়সী ছেলের সঙ্গে বিয়েতে আপত্তি জানায়। বাবা মা আপত্তি মানতে চাননি বলে অভিযোগ। তা গ্রামবাসীর কানে যায়। এরপর এক বাসিন্দা জেলার ইউনিসেফের এক কর্তাকে টেলিফোন করে কেয়ার আপত্তির কথা জানান। ইউনিসেফের আধিকারিক জেলা পুলিশকে জানান। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নাবালিকার বিয়ে বন্ধ করে।” জেলা সমাজকল্যাণ আধিকারিক সুতপা মুখোপাধ্যায় বলেন, “এ নিয়ে সমাজকল্যাণ দফতর কাজ করছে। নাবালিকা বিয়ে রুখতে হেলপ লাইন খোলা হয়েছে। অক্টোবর পর্যন্ত ১৩৪ টি বালবিবাহ বন্ধ করা হয়েছে।”
|
লুটেরার খোঁজ চলছে
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
হলদিবাড়ির সেন্ট্রাল ব্যাঙ্কের টাকা লুটের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। অভিযুক্তের বাড়ি হলদিবাড়িতেই। তদন্তে ব্যাঙ্কের ক্যাশিয়ার সমরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। সমরেশবাবু নির্দোষ বলে দাবি করেছেন স্ত্রী মালা দেবী। তিনি বলেন, “আমার স্বামীকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।” সমরেশবাবু যে বাড়িতে ভাড়া থাকতেন তার উল্টো দিকের বাড়িতে থাকেন কংগ্রেস নেতা সীতাংশু ভট্টাচার্য। তিনি বলেন, “সমরেশবাবু কারও সঙ্গে মিশতেন না।” এদিকে, সমরেশবাবু ও ব্যাঙ্ক নিরাপত্তা কর্মী চন্দ্রমোহন রায়ের গ্রেফতারের বিষয়ে সেন্ট্রাল ব্যাঙ্ক হলদিবাড়ি শাখা কর্তৃপক্ষকে কিছুই জানায়নি পুলিশ। ওই শাখার আধিকারিক সুবীর চক্রবর্তী বলেন, “পুলিশ কিছু জানায়নি। তাদের অবস্থান ও কী ব্যবস্থা নেওয়া হল জানতে পুলিশকে চিঠি দেওয়া হয়।”
|
স্ত্রী খুনে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • মাথাভাঙা |
সন্দেহের বশে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটে মাথাভাঙা থানার গোপালপুর এলাকায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতের নাম শ্যামলী বর্মন (২৫)। এদিন সকালে তাঁর স্বামী প্রেমচাঁদ বর্মন ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করে শ্যামলীকে। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে প্রেমচাঁদকে ধরে আটক করে রাখেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে সন্দেহ করা নিয়ে বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে বচসা চলছিল। তা থেকেই এদিন ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
|
যৌথ বৈঠকে সিদ্ধান্ত
নিজস্ব সংবাদদাতা • বানারহাট |
মূল সংগঠনের পরে এবার দুই দলের শ্রমিক সংগঠনও মিলিত ভাবে সমতলে কাজ করবে বলে বৈঠকে ঠিক করল মোর্চা এবং শোকজ হওয়া আদিবাসী বিকাশ পরিষদ নেতৃত্ব। আগামী ১০ নভেম্বর জিএটিএ-র দাবিতে দুই দলের শ্রমিক সংগঠন প্রতিটি ব্লকে মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ডুয়ার্সের বানারহাট ধর্মশালায় মোর্চার হয়ে গোবিন্দ প্রধান ও শোকজ হওয়া আদিবাসী বিকাশ পরিষদ শ্রমিক নেতা শুক্রা মুন্ডা, জন বার্লারা দীর্ঘক্ষণ বৈঠক করেন। শোকজ হওয়া আদিবাসী বিকাশ পরিষদের শ্রমিক সংগঠনের সভাপতি শুক্রা মুন্ডা বলেন, “এ বার থেকে দুপক্ষ দাবি আদায়ের জন্য লড়ব। শ্রমিকদের কাছে জিএটিএ গঠনের পক্ষে বোঝানো হবে।”
|
দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
পেট্রোলের পাম্পে ডাকাতির ছক কষার অভিযোগে সশস্ত্র দুই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা উপবাজার চত্বর থেকে সোমবার গভীর রাতে ওই দুই দুষ্কৃতীকে ধরা হয়। ধৃতদের কাছ থেকে গুলি ভর্তি দুটি রিভলবার পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায়, তাদের নাম মহম্মদ সাগর, শাহ আলম। সাগর হরিশ্চন্দ্রপুর বজনাথপুর ও আলম শক্তোলের বাসিন্দা।
|
পিছু হঠল পুরসভা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বিক্ষোভের মুখে পড়ে সব্জি বাজারে বেআইনি ভাবে রাস্তা দখল করে থাকা দোকান উচ্ছেদ অভিযান থেকে পিছু হটলেন বালুরঘাট পুর কর্তৃপক্ষ। পাশাপাশি শহরের প্রধান রাস্তার দুপাশে জবর দখলকারীদের হটানোর প্রক্রিয়ায় পূর্ত দফতরের উপর দায় চাপান তাঁরা। বাসিন্দাদের যানজট মুক্ত শহরের স্বাচ্ছ্বন্দ্যের বিষয়ে প্রশ্নের মুখে পড়ল আরএসপি পরিচালিত বালুরঘাট পুরসভা। |
|