ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী নায়েব আলির (টেপু) জন্মবার্ষিকী উদযাপনকে সামনে রেখে দুই বাংলার শিল্পীদের মিলন মঞ্চ হয়ে উঠছে কোচবিহার। আগামী ২৬-২৭ ডিসেম্বর সদর মহকুমার জিরানপুরে দু’বাংলার শিল্পী সমন্বয়ে ভাওয়াইয়া সঙ্গীতের আসর বসবে। এখন চলছে তার প্রস্তুতি। নায়েব আলির (টেপু) স্মরণ সমিতির সভাপতি তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে আছেন। ভাওয়াইয়া সঙ্গীতের প্রবাদ পুরুষ আব্বাসউদ্দিনের সমসাময়িক এই শিল্পীর বহু গান এখনও লোকের মুখে ফেরে। আব্বাসউদ্দিনের মতোই তিনিও ভাওয়াইয়া গানের রেকর্ড করেছিলেন। কিন্তু সঙ্গীত শিল্পী হিসাবে আব্বাসউদ্দিন প্রাপ্য সম্মান পেলেও নায়েব আলি টেপুকে সেই সম্মান দেওয়া হয়নি বলে তাঁর ভক্তদের মধ্যে ক্ষোভ রয়েছে। অভিযোগ, বহু বার বিভিন্ন মহল থেকে অনুরোধ জানানোর পরেও এই ব্যাপারে উদ্যোগী হয়নি রাজ্যের পূর্বতন বাম সরকার। তৃণমূলের কোচবিহারের জেলা সভাপতি তথা নাটাবাড়ির বিধায়কই ঘটনাটি জানার পরে নায়েব আলি টেপুর জন্মশতবার্ষিকী পালনে উদ্যোগী হন। রাজ্যে পালা বদলের পরে এ বার নায়েব আলির জন্মবার্ষিকী উদযাপন নিয়ে জেলার ভাওয়াইয়া শিল্পী মহলেও উৎসাহের সৃষ্টি হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য স্মরণ সমিতির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। এ ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ রাজ্য মন্ত্রিসভার প্রত্যেক সদস্য ও দলমত নির্বিশেষে সব বিধায়ক। রবীন্দ্রনাথবাবু বলেন, “খ্যাতনামা ওই ভাওয়াইয়া শিল্পীর জন্মশতবর্ষ বামফ্রন্ট সরকার পালন করেনি। তিন বছর আগে কয়েকজন নায়েব আলি ভক্তকে নিয়ে সমিতি গড়ে প্রথম অনুষ্ঠান করা হয়। এর পরে মানুষের উৎসাহ দেখে জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত হয়।” |