সংস্কৃতি যেখানে যেমন

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পোলবায়
পোলবার সুদর্শন ঈদ মিলন উৎসব কমিটির ১৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি হয়ে গেল। সুদর্শন গ্রামের ফুটবল খেলার মাঠে ওই অনুষ্ঠান হয়। আশপাশের ৪টি গ্রামের বিভিন্ন বয়সের মানুষ অনুষ্ঠানে যোগ দেন। ১০০ এবং ৪০০ মিটার দৌড়, লংজাম্প, হাইজাম্প থেকে শুরু করে ক্যুইজ, আবৃত্তি, নৃত্য, অঙ্কন-সহ বিভিন্ন প্রতিযোগিতায় জমজমাট হয়ে ওঠে গোটা গ্রাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাদ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নকুল সরেন, প্রাক্তন শিক্ষক আলহাজ নুরুল হক প্রমুখ। শিক্ষা, সম্প্রীতি ও শিশু দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কমিটির সভাপতি হাবিবুর রহমান। প্রতিযোগীতায় বিজয়ীদের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় এলাকার কৃতি ছাত্রছাত্রীদেরও পুরস্কৃত করা হয়।

প্রেরণা’র চতুর্থ বার্ষিক অনুষ্ঠান
গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত হল সমাজসেবী সংগঠন উত্তরপাড়া প্রেরণা-র চতুর্থ বার্ষিক অনুষ্ঠান। উত্তরপাড়া গণভবনে ওই অনুষ্ঠান হয়। অভাবী-মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনোয় সহায়তা করাই এই সংগঠনের লক্ষ। এই মূহূর্তে রাজ্যের প্রায় ১৫০ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে পঠনপাঠনের ক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণরুপে সাহায্য করছে প্রেরণা। এ দিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে একাদশ শ্রেণির ছাত্রী পাপিয়া মণ্ডল। এর পরে পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান ‘আলোর পথযাত্রী’। পাঁচ জন অভাবী পড়ুয়ার হাতে প্রেরণার মেধাবৃত্তি প্রদান করা হয়।

জয়পুরে শান্তি মেলা
দু’দিন ব্যাপী ‘পিস ফেয়ার’ বা শান্তি মেলা-র উদ্বোধন হল মঙ্গলবার। হাওড়ার জয়পুরের অমরাগড়ি ফুটবল মাঠে আয়োজিত এই মেলায় ১১টি স্টল হয়েছে। প্রতিটিই বইয়ের। এ ছাড়া আয়োজন করা হয়েছে ‘শান্তি’-এর উপরে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘কলকাতা পিস মুভমেন্ট’ এবং স্থানীয় ‘পিস স্কুল’-এর যৌথ উদ্যোগে আয়োজিত মেলার উদ্দেশ্য শান্তির বার্তা সর্বত্র পৌঁছে দেওয়া। উদ্যোক্তাদের পক্ষে শাহাজাদ ফিরদৌস বলেন, “চারিদিকে অশান্তির যে বাতাবরণ তৈরি হয়েছে তাতে শান্তির বার্তা দেওয়া খুব জরুরি। ওই বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের মেলার বিকল্প নেই।”

ক্রীড়া প্রতিযোগিতা
হাওড়ার শ্যামপুর-১ পঞ্চায়েত সমিতির (পাইকা) উদ্যোগে শ্যামপুর হাইস্কুল ময়দানে শুক্র ও শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। প্রতিযোগিতায় ফুটবল, কবাডি, লং জাম্প, হাইজাম্প, ১০০ ও ২০০ মিটার দৌড়-সহ ১২টি ইভেন্টে ৫০০ প্রতিযোগী যোগ দেয়। কবাডিতে বালক ও বালিকা বিভাগে বাণেশ্বরপুর-২ পঞ্চায়েত এবং ফুটবলে বেলাড়ি-১ পঞ্চায়েত চ্যাম্পিয়ন হয়। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় এবং হাইজাম্পে প্রথম হয় পারমিতা মণ্ডল। উপস্থিত ছিলেন বিধায়ক কালীপদ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু অধিকারী, জেলা পরিষদ সদস্য বিমলপ্রসাদ কয়াল প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.