টুকরো খবর |
দার্জিলিঙে জমায়েতে
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
|
ছবি: রবিন রাই। |
দীর্ঘদিন পর ফের খুকরি সজ্জিত সুবজ পতাকা উড়ল দার্জিলিং পাহাড়ে। মঙ্গলবার সকালে দার্জিলিং শহর লাগোয়া ‘রক গার্ডেনে’ ষষ্ঠ তফশিল চুক্তির সই দিবস হিসাবে পালন করলেন কয়েকশো জিএনএলএফ কর্মীরা। ওই এলাকায় তাঁরা দিনভর নাচগান, প্রার্থনা, পিকনিক করে কাটান। তবে জিএনএলএফের প্রথম সারির কোনও নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিরাট পুলিশি বন্দোবস্ত করা হয়। তবে কোনও গোলমাল হয়নি। গোর্খা জনমুক্তি মোর্চার তরফে বিষয়টি এড়িয়ে যাওয়ার নীতি নেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “ষষ্ঠ তফসিলের বিষয়টি এখন মৃত বিষয়। কয়েকজন কোথায় কী করল তা নিয়ে আমরা ভাবছি না। পাহাড়ের মানুষ মোর্চার সঙ্গেই আছেন।” ২০০৫ সালের ৬ ডিসেম্বর জিএনএলএফ প্রধান সুবাস ঘিসিং কেন্দ্র ও রাজ্যের সঙ্গে ষষ্ঠ তফসিলের চুক্তি সই করেন। তার পরে ২ বছরে বিমল গুরুঙ্গের উত্থানের ডেরে পাহাড় ছাড়া হন জিএনএলএফ। বিধানসভা ভোটে লড়াই করে পাহাড়ে ৫০ হাজারের মত ভোটও পায় সুবাস ঘিসিঙের দল। তবে মোর্চার সঙ্গে রাজ্য ও কেন্দ্রের ‘জিটিএ’ চুক্তির পর জিএনএলএফ পাহাড়ে আরও কোনঠাসা হয়ে পড়ে। এদিন বরবটে, সিরুবাড়ি, ডালি, ধুপচারি থেকে দলীয় কর্মীরা রক গার্ডেনে এসে উৎসব করেন। একই ভাবে রিম্বিক, লোধামা, পুলবাজার, বিজনবাড়িতে ছোট ছোট একই ধরণের অনুষ্ঠান করেছেন জিএনএলএফ। দলের বরবটে এলাকার সভাপতি মোহন সুব্বা বলেন, “দলীয় নেতাদের নির্দেশে অনুষ্ঠান হয়েছে। ষষ্ঠ তফসিল এখনও রাজ্যসভা এবং লোকসভায় ‘পেন্ডিং’ রয়েছে। মোর্চা নেতারা ষষ্ঠ তফসিল বিল বাতিল হয়েছে বলে অপপ্রচার করছে। মানুষকে তা জানানোর জন্যই এই অনুষ্ঠান।”
|
ফের পেনশন চালু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
১৯৬৮ সালে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি মেডিক্যাল কলেজ হিসাবে শুরু হয়েছিল। ১৯৭৮ সালে রাজ্য সরকার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল হিসাবে তা গড়ে তোলে। কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি মেডিক্যাল কলেজের অধীনে যাঁরা কাজে যোগ দিয়েছিলেন অবসরের পর তাঁরা পেনশন অন্যান্য সুবিধা পেতেন না। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, ২০০৪-২০০৫ সালে সঙ্গীতা ভট্টাচার্য অধ্যক্ষ থাকার সময় তাঁদের পেনশন চালু করার ব্যবস্থা করেন। পরে ২০০৬ সাল থেকে তা ফের বন্ধ হয়ে যায়। শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্যের উদ্যোগে ফের ওই কর্মীদের পেনশন চালু হল। সোমবার মেডিক্যাল কলেজ হাসপাতালে রুদ্রবাবু একথা ঘোষণা করেন। তিনি বলেন, “শুরু থেকে ১৯৭৮ সালে আগে পর্যন্ত যে সমস্ত কর্মীরা হাসপাতালে যোগ দিয়েছিলেন তাঁরা পেনশন পেতেন না। মাঝে একবার তা চালু হলে সেই সময়ের মধ্যে যাঁরা অবসর নিয়েছিলেন তারা পেনশন পান। ফের তা বন্ধ হয়ে যায়। ফের ওই কর্মীদের পেনশন এবং অন্যান্য সুবিধা মিলবে। সরকারি ভাবে এ ব্যাপারে নির্দেশ এসে পৌঁছেছে। এমনকী ওই কর্মীরা মারা গেলে তাঁদের পরিবারকেও ‘ফ্যামিলি পেনশন’ দেওয়া হবে।”
|
এএসপিকে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সংগঠনের রাজ্য কমিটির সদস্যের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুলে মঙ্গলবার শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপারকে স্মারকলিপি দিল ডিওয়াইএফ। তাদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর ফাঁসিদেওয়ার লিউচিপাকুড়িতে একটি পিকআপভ্যানের ধাক্কায় মৃত্যু হয় ডিওয়াইএফের রাজ্য কমিটির সদস্য সুজিত রায়ের (৩৫)। তিনি ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাও ছিলেন। ঘটনার পর প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য সুজিতবাবুকে খুন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। ডিওয়াইএফআইয়ের দার্জিলিং জেলার সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, “মৃত্যুর পরে ১২ দিন কেটে গেলেও এখনও পিকআপভ্যানটিকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামব।” শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে। ওই পিকআপভ্যান ধরতে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত পিকআপভ্যানটিকে চিহ্নিত করতে পারব বলে আশা করছি।” এদিকে, দাগাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় যে গাড়িটিকে আটক করা হয়েছিল, সেটি যে পরিবহণ সংস্থার তার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে দেশবন্ধুপাড়া থেকে ওই সংস্থার মালিক অরুণ অগ্রবালকে গ্রেফতার করে পুলিশ।
|
চাঁদা নিয়ে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ক্লাবের চাঁদা তোলাকে কেন্দ্র করে নকশালবাড়িতে তৃণমূল-সিপিএমের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এক সময়ে সিপিএমের নিয়ন্ত্রণে থাকা ওই ক্লাবটি তৃণমূলের দখলে। ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি এলাকার এক বাসিন্দার কাছে চাঁদা দাবি করা হলে সিপিএম কর্মীরা হুমকি দেন বলে অভিযোগ। দু’দলের পক্ষ থেকে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করা ছাড়াও অভিযুক্তদের গ্রেফতার দাবি করে মিছিল হয়। সোমবার রাতেও সুজয় দাস নামে এক তৃণমূল কর্মীকে এক সিপিএম সমর্থক হুমকি দেন বলে অভিযোগ। তৃণমূলের নকশালবাড়ি অঞ্চল কমিটির সভাপতি তপন কুণ্ডু বলেন, “ক্লাবের চাঁদা তোলাকে কেন্দ্র করে আমাদের সমর্থকদের হুমকি দেওয়া মেনে নেওয়া যায় না। পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজনে লাগাতার আন্দোলনে নামা হবে।” এলাকার সিপিএম নেতা গৌতম ঘোষ পাল্টা নালিশ করেন, “তৃণমূল এলাকায় তোলাবাজি চালু করতে চাইছে। আমরাও পুলিশকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।”
|
নিরাপত্তায় ক্যামেরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা গড়তে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৭ জায়গায় ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর জন্য চিহ্নিত করল পুলিশ প্রশাসন। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হাসপাতাল পরিদর্শন করেন পুলিশ আধিকারিকেরা। নিরাপত্তার স্বার্থে কোথায় ক্যামেরা বসানো যেতে পারে খতিয়ে দেখে জায়গাগুলি চিহ্নিত করেছেন। এ ছাড়াও মর্গ, গার্লস হস্টেল, স্টাফ কোয়ার্টারেও ক্যামেরা বসানোর প্রস্তাব দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সুপার সব্যসাচী দাস বলেন, “আরও কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে।” জরুরি বিভাগ, রিকভারি ইউনিট, প্রসূতি বিভাগ-সহ যে বেশ কিছু জায়গায় গোলমালের আশঙ্কা রয়েছে তা বিচার করে জায়গাগুলি ঠিক হয়।
|
প্রতারক ধরতে চিঠি নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রতারণা মামলায় হস্তক্ষেপ চেয়ে রাজ্য আইনি পরিষেবা সমিতিকে চিঠি দিল দার্জিলিং জেলা লিগাল এড ফোরাম। প্রতারণার ঘটনায় এখনও বেশ কয়েকজন অপরাধী গা ঢাকা দিয়ে রয়েছেন। মামলা চালানোর খরচের জোগাড় করতে না-পেরে বেশ কিছু লগ্নিকারী ফোরামের সাহায্য চেয়েছেন। তার পরেই ফোরামের পক্ষ থেকে রাজ্য আইনি পরিষেবা সমিতির সাহায্য চাওয়া হয়েছে। ফোরামের সম্পাদক অমিত সরকার বলেন, “কয়েকশো লোক প্রতারিত হয়েছেন। ইন্টারনেটের মাধ্যমে মুম্বই থেকে প্রতারণা হয়েছে। শিলিগুড়ির কিছু লোকও জড়িত। এই পরিস্থিতিতে রাজ্য আইনি পরিষেবার হস্তক্ষেপ প্রয়োজন বলে আমরা মনে করছি।”
|
লিটল ম্যাগাজিন মেলা |
সপ্তম উত্তরবঙ্গ লিটল ম্যাগাজিন মেলা ১৫-১৭ ডিসেম্বর হবে আলিপুরদুয়ারে। মঙ্গলবার কমিটির যুগ্ম সম্পাদক দিলীপ রায় জানান, পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির উদ্যোগে মেলা হবে পুরসভা হলে। উত্তরবঙ্গের ৬ জেলার শতাধিক কবি ও সাহিত্যিক অংশ নেবেন। আলোচনা, কবিতা পাঠ ও সাহিত্য চর্চা হবে। লিটল ম্যাগাজিনের প্রায় আশিটি স্টল থাকবে। উদ্বোধন করবেন সাহিত্যিক স্বপনময় চক্রবর্তী। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় উপস্থিত ছিলেন।
|
দম্পতি জখম |
বাসের ধাক্কায় জখম হল স্বামী-স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে ফাঁসিদেওয়া থানার তেঁতুলতলায়। পুলিশ জখমদের নাম, আয়না সরকার ও সুনীল সরকার। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাস ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। |
|