কম্পিউটার প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
আদিবাসী তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু হল। উদ্যোক্তা সিআরপিএফ। বান্দোয়ানের গুড়পানা শিবিরে মঙ্গলবার থেকে এলাকার ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। একটি সংস্থা থেকে প্রশিক্ষক আসছেন। জওয়ানেরা জানিয়েছেন, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে তিনটি কম্পিউটার দেওয়া হবে। ওই কম্পিউটার গ্রামে নিয়ে গিয়ে তাঁরা অন্যদের প্রশিক্ষণ দেবেন। পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরী বলেন, “জঙ্গলমহলের ছেলে-মেয়েদের স্বাবলম্বী করতে এই প্রশিক্ষণ। সিআরপিএফ উদ্যোগী হয়েছে।” |
ভ্যান উল্টে জখম চার পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • তালড্যাংরা |
টহলদার পুলিশের ভ্যান উল্টে জখম হলেন চার জন পুলিশ কর্মী। এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে তালড্যাংরা থানার খুল্যামুড়ির জঙ্গলে। চাকা ফেটে ঘটনাটি ঘটে। জেলা পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “জখম চার জনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
|
আদিবাসী গাঁওতার দাবি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বেআইনি পাথর কারবারিদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি তুলল বীরভূম জেলা আদিবাসী গাঁওতা। এই দাবিতে আগামী ১৬ ডিসেম্বর তারা রামপুরহাট মহকুমা প্রশাসনিক ভবন ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে মঙ্গলবার গাঁওতা নেতৃত্বে রামপুরহাট থানার তুম্বনিতে একটি সভা করে। সংগঠনের জেলা সম্পাদক রবীন সোরেন বলেন, “বুধবার রামপুরহাট থানায় এ ব্যাপারে জানানো হবে।” তাঁর দাবি, “পাথর শিল্পাঞ্চল এলাকায় কত লোক কাজ করেন তার সঠিক তথ্য প্রশাসনের কাছে নেই। তাই কর্মসংস্থানের প্রশ্নে অবৈধ ক্রাশার, খাদান চালু থাকবে এটা সংগঠন মেনে নেবে না। আপাতত পাথর ব্যবসায়ীদের ডাকা বন্ধের দিকে নজর রাখা হবে। এখন কোনও বন্ধ বা আন্দোলনের পথে যাওয়া হবে না।” প্রসঙ্গত, পাথর শিল্পাঞ্চলে দূষণ নিয়ন্ত্রণে পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বৈঠক করে বন্ধের ডাক গিয়েছিল আদিবাসী গাঁওতা। রবিবার সেই বৈঠক থেকে ফেরার পথে আদিবাসী গাঁওতার সদস্যেরা পাথর ব্যবসায়ী ও কর্মীদের উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছিল। তাই নিরাপত্তার দাবি তুলে সোমবার অনির্দিষ্টকালের জন্য সমস্ত ক্রাসার ও খাদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রামপুরহাটের বারমেসিয়া, বড়পাহাড়ি, ধরমপাহাড়ি ও দিঘলপাহাড়ি এলাকার পাথর ব্যবসায়ী মালিক সমিতি। |