স্কুল ও সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত পুরুলিয়ায়। রবিবার বোরো থানার আঁকোরা হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরাই ৬টি আসনে জয়ী হয়েছেন। আগে ওই পরিচালন সমিতি সিপিএমের দখলে ছিল। স্কুল সূত্রের খবর, ভোটার ছিলেন ১০৮৬ জন। ভোট পড়েছে ৯০৬টি। মানবাজার ২ ব্লক তৃণমূল সভাপতি প্রভাস মণ্ডলের অভিযোগ, “সিপিএম দীর্ঘদিন ওই স্কুলে স্বচ্ছভাবে ভোট হতে দেয়নি। ক্ষমতা দখল করে রেখেছিল।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৃষ্ণপ্রসাদ সিংহদেও বলেন, “পরিবর্তনের হাওয়াতেই আমরা আঁকরো স্কুলের ক্ষমতা হারিয়েছি।”
রবিবারই বোরোর চন্দনপুর হাইস্কুলে পরিচালন সমিতির ভোটে জিতেছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। অভিভাবক প্রতিনিধির ৬টি আসনেই তাঁরা জিতেছেন। প্রভাসবাবুর দাবি, “ওখানে আমাদের প্রার্থী বাছাই ঠিকমতো হয়নি। তাই সিপিএম ফের ক্ষমতা দখলে রাখতে পারল।” বরাবাজারের ধেলাৎবামু অঞ্চলের গডডি-লাগুডি হাইস্কুলের নির্বাচনে অবশ্য ৬-০ ফলে ক্ষমতা আরও একবার ধরে রাখতে পেরেছে তৃণমূল। অন্য দিকে, পুঞ্চায় পাড়ুই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১১-০ ফলে জিতে তৃণমূল পরিচালন সমিতির ক্ষমতা দখলে রেখেছে। পুঞ্চা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে রবিবার তৃণমূল প্রার্থীরা ৮-৩ আসনে জয় লাভ করেছেন। পুঞ্চা ব্লক তৃণমূল সভাপতি কৃষ্ণপদ মাহাতো বলেন, “ওই দু’টি সমিতিতে সিপিএম প্রার্থী দেয়নি। নির্দল প্রার্থীরা লড়াই করেছিলেন।” সিপিএমের পুঞ্চা জোনাল কমিটির সম্পাদক বিপদতারণ শেখরবাবু বলেন, “ওই দু’টি সমিতিতে আমাদের সমর্থক কোনও সদস্য নেই। তাই নির্বাচনে আমরা প্রার্থী দেব না বলে আগেই জানিয়ে দিয়েছিলাম।” |