খেলার টুকরো খবর
(পুরুলিয়া-বাঁকুড়া)

খাতড়ায় ক্রীড়া প্রতিযোগিতা
খাতড়া মহকুমা ক্রীড়া কমিটির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। শুক্রবার খাতড়ার সিধু-কানহু স্টেডিয়ামে প্রতিযোগিতাটি হয়। খাতড়া মহকুমার প্রাথমিক, নিম্নবুনিয়াদি, মাদ্রাসা, শিশুশিক্ষাকেন্দ্রের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রিঙ্কু বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে হাজির ছিলেন মহকুমাশাসক (খাতড়া) দেবপ্রিয় বিশ্বাস, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক যশোদানন্দন মিশ্র, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দেবপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রতিযোগিতা শুরুর পর্বে অনুষ্ঠান মঞ্চেক সামনে লাঠি থেলা, ঝুমুর গান ও আদিবাসী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

পুরুলিয়ায় ক্রিকেট লিগ
মানভূম ক্রীড়া সংস্থার পরিচালিত বি ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে পুরুলিয়াতে। ২ ডিসেম্বর থেকে পুরুলিয়া শহরের হিলভিউ ও গোর্খা ময়দানে খেলা শুরু হয়েছে। রঘুনাথপুর মহকুমা বাদে জেলার অপর দুই মহকুমা পুরুলিয়া সদর ও পুরুলিয়া পশ্চিম-এর ৫২টি দল এই লিগে অংশ নিয়েছে। দলগুলিকে ১৭টি গ্রুপে ভাগ করা হয়েছে। দু’টি ময়দানে দিনে দু’টি করে খেলা হচ্ছে। প্রতিটি খেলা হচ্ছে ৩০ ওভার করে। মানভূম ক্রীড়া সংস্থার পক্ষে হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় জানান, প্রথম পর্বে লিগ পর্যায়ের পরে নকআউট খেলা হবে।

যোগাসন প্রতিযোগিতা
ঝিলিক ও তনয়। —নিজস্ব চিত্র
মানভূম ক্রীড়া সংস্থার পরিচালনায় জেলাস্তরের যোগাসন প্রতিযোগিতা হয়েছে পুরুলিয়াতে। রবিবার শহরের নীলকুঠি ডাঙা ক্লাবে এই প্রতিযোগিতা হয়। জেলার বিভিন্ন স্কুল ও ক্রীড়া সংস্থার সদসদ্যেরা অংশ নিয়েছিল। তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়। সার্বিক ভাবে জেলার ‘যোগকুমার’ (অনুর্ধ্ব ২০) সম্মান পায় পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র তনয় দত্ত। ‘যোগকুমারী’ (অনুর্ধ্ব ১৬) সম্মান পায় কোরক নামের একটি সংস্থার ঝিলিক নন্দী।

বিষ্ণুপুরে স্কুল-ক্রীড়া
বিষ্ণুপুরে ক্রীড়া প্রতিযোগিতা। নিজস্ব চিত্র
বিষ্ণুপুর মহকুমার ১২টি সার্কেলের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে বিষ্ণুপুর স্টেডিয়ামে। শনিবার এই খেলায় ২৮টি ইভেন্টে সাধারণ ও প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে মোট ৩০০ জন যোগ দিয়েছিল। ক্রীড়া কমিটির সদস্য তন্ময় দাস জানান, মহকুমা স্তর থেকে সাধারণ ৫০ জন পড়ুয়া ও ৫৬ জন প্রতিবন্ধী পড়ুয়া জেলা স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রিঙ্কু বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক সুশান্ত চক্রবর্তী, বিষ্ণুপুর পুরসভার উপপুরপ্রধান বুদ্ধদেব মুখোপাধ্যায়।

শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
শহিদ স্মৃতি ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল কাশীপুর ব্লকের বেকো গ্রাম পঞ্চায়েতে। আয়োজন করেছিল যুব তৃণমূল কংগ্রেসের বেকো অঞ্চল কমিটি। গত ১৯ নভেম্বর থেকে বেকো হাইস্কুলের মাঠে খেলা শুরু হয়েছিল। অংশ নিয়েছিল কাশীপুর ব্লক এলাকার ১৬টি দল। সোমবার ফাইনাল খেলায় বেকো জনকল্যাণ সমিতিকে তিন গোলে হারিয়েছে দলদলি চিতা ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দলদলির গুরুপদ সিং সর্দার। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে দলদলিরই সঞ্জীব বাউরি।

সংক্ষেপে
বরাবাজারের বামনিডি গ্রামের মাঠে ৪ ডিসেম্বর হয়ে গেল এক দিনের ফুটবল প্রতিযোগিতা। ৮ বছর পা দেওয়া এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে বরাবাজারের বিক্রম টুডু মেমোরিয়াল কলেজ। রানার্স হয়েছে ওই থানারই আমলাবেড়া জুয়ান গাঁওতা। নির্ধারিত সময়ে খেলার ফল শূন্য ছিল। টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয়েছে বিক্রম টুডু মেমোরিয়াল কলেজ।
৩ ডিসেম্বর বরাবাজারের ইন্দটাঁড় ময়দানে প্রাথমিক স্তরের প্রতিবন্ধী পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে।
পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের উদ্যোগে ২৫-২৭ ডিসেম্বর পুঞ্চা থানার টাটাডি-কেন্দাডি স্কুলের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.