টুকরো খবর |
কুড়িয়ে পাওয়া শিশুকে হোমে পাঠাল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • ফ্রেজারগঞ্জ |
কুড়িয়ে পাওয়া এক শিশুকন্যাকে উদ্ধার করে হোমে পাঠাল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় পাতিবুনিয়া গ্রামের বাসিন্দা দুই পুত্রসন্তানের জননী আমিনা বিবি গত ৭ নভেম্বর মাছ ধরতে যাওয়ার সময় বকখালির সমুদ্র সৈকতে কাপড় জড়ানো অবস্থায় এক সদ্যোজাতকে দেখতে পান। তিনি তাকে বাড়িতে নিয়ে আসেন। গত সোমবার আমিনাবিবি ওই শিশুকন্যাকে নিয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হাজির হন। পুলিশকে জানান, তিনি ওই শিশুকন্যাকে লালন-পালন করতে চান। কিন্তু তাঁকে বোঝানো হয়, সরকারি নিয়মমতো এ সব ক্ষেত্রে উদ্ধার হওয়া কাউকে হোমে পাঠানো হয়। সেই কারণে ওই শিশুকন্যাকেও দেখভালের জন্য হোমে পাঠাতে হবে। সেইমতোই শিশুটিকে পুলিশ হোমে পাঠিয়ে দেয়।
|
কর্মীদের বেঁধে লুঠপাট কারখানায়
নিজস্ব সংবাদদাতা • আমডাঙা |
আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের হাত-পা বেঁধে উত্তর ২৪ পরগনার আমডাঙার মিরহাটি এলাকার একটি বেসরকারি লোহার তার তৈরির কারখানায় লক্ষাধিক টাকার মালপত্র লুুঠ করে পালাল দুষ্কৃতীরা। সোমবার রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ ও কারখানা সূত্রে জানা গিয়েছে, ৮ জন দুষ্কৃতী একটি ম্যাটাডর নিয়ে আসে। সেই সময়ে কারখানায় কাজ করছিলেন জনা দশেক কর্মী। তাঁদের হাত-পা বেঁধে নগদ কয়েক হাজার টাকা ও কয়েক টন তার লুঠ করে দুষ্কৃতীরা। কারখানায় এক জন নিরাপত্তা রক্ষী ছিলেন। তিনি দুষ্কৃতীদের বাধা দিতে সাহস করেননি। কারখানার কর্মীরা রাতেই আমডাঙা থানায় ফোন করেন। পুলিশ তদন্তে আসে। পুলিশ জানায়, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
|
বসিরহাট মেলা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে গত শুক্রবার থেকে শুরু হয়েছে বসিরহাট মেলা। মেলার উদ্বোধন করেন সাহিত্যিক পরেশ ভট্টাচায। উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা, মিহির বসু, বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়, টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় প্রমুখ। মেলা উপলক্ষে এর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এ বার সরকারি ও বেসরকারি মিলিয়ে মেলায় ১২০টি স্টল রয়েছে। রয়েছে শিশুদের বিনোদনের নানা ব্যবস্থা।
উদ্যোক্তাদের তরফে অমিত মজুমদার জানান, মেলা উপলক্ষে এক মাস আগে থেকে শিশু-কিশোরদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সফল প্রতিযোগীদের মেলায় পুরস্কৃত করা হবে। এ ছাড়া মেলায় নাচ, গান, আবৃত্তি-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। শেষ দিনের আকর্ষণ আতস বাজির প্রদর্শনী। মেলা শেষ হবে ১১ ডিসেম্বর।
|
বড়জোড়ার কারখানায় ডাকাতিতে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাঁকুড়ার বড়জোড়ায় একটি কারখানায় ডাকাতির অভিযোগে বসিরহাট থেকে গ্রেফতার করা হল এক জনকে। মোবাইল ফোনের সূত্র ধরে সোমবার রাতে বসিরহাটের গৌরীভোজ গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা নাসির মণ্ডল নামে ওই যুবককে ধরা হয়। গত ১ অক্টোবর বড়জোড়ার ওই কারখানায় ডাকাতি হয়। তদন্তে নেমে পুলিশ কারখানায় দুষ্কৃতীদের ফেলে যাওয়া কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধার করা মোবাইলের ‘সিমকার্ড’ পরীক্ষা করে দেখা যায়, সেটি বসিরহাটের নাসির মণ্ডলের নামে কেনা। বাঁকুড়া থেকে পুলিশের একটি দল সোমবার বসিরহাটে আসে। স্থানীয় থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বাড়ি থেকে গ্রেফতার করা হয় নাসিরকে।
|
প্রতারণা, ধৃত দুই হিঙ্গলগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ |
এক বছরে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি বেসরকারি সংস্থার দুই এজেন্টকে গ্রেফতার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের বাসিন্দা প্রণব গাইন এবং চন্দন মণ্ডল নামে ওই দু’জনকে ধরা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সংস্থাটি ওই লোভ দেখিয়ে গ্রামবাসীদের থেকে টাকা তুলতে শুরু করে। বাঁকড়া গ্রামের পরিমল বিশ্বাস এক লক্ষ চার হাজার টাকা এবং দীপ্তি মণ্ডল ২০ হাজার টাকা প্রণব ও চন্দনকে দেন বলে অভিযোগ। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও টাকা দ্বিগুণ না হওয়ায় এবং আসল টাকা ফেরত না পাওয়ায় দিন কয়েক আগে তাঁরা পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই এলাকার বহু মানুষ ওই সংস্থার ফাঁদে পড়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের সাবধান করা হচ্ছে। পাশাপাশি, ঠিক কত টাকা ওই সংস্থা হাতিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
|
ক্যানিংয়ে অস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ধুমকাটি এলাকায়। ধৃতদের নাম রুহুল আমিন মোল্লা ও গিয়াসুদ্দিন মোল্লা। তাদের বাড়ি খালকুমড়োখালির বেনেপাড়ায়। ধৃতদের কাছ থেকে একটি পাইপাগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি জেরায় ধৃতেরা স্বীকার করেছে, তারা ডাকাতির উদ্দেশ্যেই সেখানে জড়ো হয়েছিল। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।
অন্যদিকে, জীবনতলা থানার পুলিশ সোমবার রাতেই এক খুনের অভিযুক্তের বাড়ি থেকে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত ২৯ জুলাই মেছোভেড়ি পাহারা দেওয়ার সময় খুন হন কচিমনি জমাদার। ওই খুনের ঘটনায় জনিত থাকার অভিযোগে মৌখালির বাসিন্দা সাত্তার মণ্ডলকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে তার বাড়ি থেকেই মেলে অস্ত্র।
|
কাকদ্বীপে দুর্ঘটনায় শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
ম্যাটাডর চাপা পড়ে মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কে নারায়ণপুর বাসমোড়ের কাছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম দেবকুমার পাত্র (৪)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ দেবকুমার রাস্তার পাশে খেলছিল। সেই সময় নামখানাগামী একটি খালি ম্যাটাডর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় দেবকুমার। ম্যাটাডর ও চালককে আটক করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে।
|
ট্রেন চলাচল ব্যাহত
নিজস্ব সংবাদদাতা • শ্যামনগর |
লরির ধাক্কায় একটি রেলগেট ভেঙে যাওয়ায় মঙ্গলবার সকালে ঘণ্টাখানেক ট্রেন চলাচল ব্যাহত হল পূর্ব রেলের শিয়ালদহ-রানাঘাট শাখায়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সকাল সওয়া ৮টা নাগাদ শ্যামনগরের ২৩ নম্বর রেলগেটটি বন্ধ ছিল। সেই সময়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গেটটির উপরে আছড়ে পড়ে। রেলগেট ভেঙে যাওয়ায় দাঁড় করিয়ে দেওয়া হয় আপ ও ডাউন লাইনের ট্রেন। সাড়ে ৯টার মধ্যেই গেটটি সারিয়ে ফেলেন রেলকর্মীরা। এই সময়ের মধ্যে দশটি ট্রেন গড়ে ১৫ মিনিট দেরিতে চলাচল করেছে।
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা |
উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপার চারাবাগানে একটি চণ্ডীমন্দিরের দরজার তালা ভেঙে লক্ষাধিক টাকার অলঙ্কার চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে চুরির বিষয়টি প্রথমে পূজারির নজরে আসে। তিনি দেখেন নগদ কয়েক হাজার টাকাও খোয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ জানিয়ছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
|