টুকরো খবর |
পথবাতির দাবি শেরপুরে |
নিজস্ব সংবাদদাতা • খড়গ্রাম |
খড়গ্রামের সব থেকে বড় বাজার বসে শেরপুরে। সব মিলিয়ে প্রায় ২৩০টা দোকানও রয়েছে। তবে সন্ধ্যা নামলেই বাজার ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। পথ বাতি নেই, ফলে সন্ধ্যার পরে কেনা কাটা করতে বাজারে যেতে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। একই সমস্যা বিক্রেতাদেরও। অন্ধকার বাজারে ব্যবসা করতে নিরাপত্তার প্রশ্নও তুলেছেন ব্যবসায়ীরা। তাঁরা জানালেন, এলাকার বিধায়ক তহবিলের টাকায় বাজারে পাঁচটি সৌরবাতি লাগানো হয়েছিল। তর একটা ইতিমধ্যেই বিকল। আর বাকীগুলো টিমটিম করে জ্বললেও রাত বাড়তেই তাও নিভে যায়। ব্যবসায়ীদের তরফে মিলন আলি, সারফুল ইসলামেরা জানালেন, এই বাজারে শুধু স্থানীয়রাই নন, কেনাকাটা করতে আসেন আশে পাশের গ্রামের মানুষও। পথবাতি নেই বলে সকালটুকুই শুধু ভরসা। সন্ধ্যার পরে কেউ বাজারে আসতেই চান না। খড়গ্রামের বিধায়ক কংগ্রেসের আশিস মার্জিতের আশ্বাস, “পথবাতি মেরামত এবং নতুন পথবাতির ব্যবস্থা করব।”
|
পথ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দৌলতাবাদের চৌদ্দমাইলে বহরমপুর-ইসলামপুর রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। মৃত দুই যুবকের নাম সুজাউদ্দিন মণ্ডল (২৪) ও রানা ইসলাম (১৯)। রানার বাড়ি রানিনগরের গোধনপাড়া গ্রামে। সুজাউদ্দিনের বাড়ি রানিনগরে। পুলিশ জানায়, এ দিন দুপুর দু’টো নাগাদ তাঁরা দু’জনে একটি মোটর বাইকে চেপে লালবাগের হাজারদুয়ারি যাচ্ছিলেন। সামনের একটি লছিমনকে ‘ওভার টেক’ করতে গিয়ে বিপরীত দিকের একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরবাইকের। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। চালক পলাতক।
|
প্রহৃত শিক্ষক নেতা |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ধানতলার আড়ংঘাটায় তৃণমূলের এক শিক্ষক-নেতাকে রবিবার রাতে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রানাঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিমান ঘোষ এবং ওই পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য প্রদীপ চক্রবর্তী। পুলিশ জানায়, দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধর ও ভয় দেখানোর অভিযোগ করেছে। তৃণমূলের শিক্ষা সেলের নেতা চিন্ময় বিশ্বাস বলেন, “বিমান ঘোষ-সহ অন্যরা আমাকে মারধর করেছে।” বিমানবাবুর অবশ্য দাবি, “মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” |
তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রবিবার রাতে নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটায় তৃণমূলের শিক্ষা সেলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে রানাঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিমান ঘোষ এবং ওই পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে স্থানীয় দলীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানিয়েছে, দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধর ও ভয় দেখানোর অভিযোগ করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূলের শিক্ষা সেলের ওই নেতা চিন্ময় বিশ্বাস বলেন, “ওই দিন রাত দশটা নাগাদ বাড়ি ফিরছিলাম। সেই সময় বাসস্ট্যান্ডে বিমান ঘোষ-সহ অন্যরা আমাকে মারধর করেছে।” বিমানবাবুর অবশ্য দাবি, “মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” প্রদীপবাবু বলেন, “আমরা কিছুই করিনি। তবে চিন্ময়বাবুর লোকজন আমার বাড়িতে চড়াও হয়ে আমাকে না পেয়ে আমার দাদাকে মারধর করেছেন।”
|
মেলায় বোমাবাজি |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মহরমের মেলায় তাজিয়া নিয়ে যাওয়া নিয়ে মঙ্গলবার বিকেলে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও ব্যপক বোমাবাজি হয় রঘুনাথগঞ্জের সুজাপুর গ্রামে। এই ঘটনায় ৪ জন মহিলা-সহ ৫ জন জখম হন। মেলার মধ্যে হঠাৎ বোমাবাজি শুরু হয়ে যাওয়ায় তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে গরম তেলের কড়াই উল্টে দগ্ধ হন চার মহিলা। তাঁদের বাড়ি পাঁচগ্রাম ও নয়াগ্রামে। তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ছাত্রীর। মৃতার নাম প্রণতি বাগদি (১৫)। বড়ঞার নবদুর্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি কুমরাই গ্রামে। কীটনাশক খেয়ে ওই কিশোরী আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। সোমবার সন্ধ্যায় কীটনাশক খেলে তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
|
ফের ভাঙন শান্তিপুরে |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ফের ভাঙন শুরু হয়েছে শান্তিপুরের স্টিমারঘাটে। রবিবার ওই এলাকায় ভাঙন রোধের কাজ চলার সময়ে ফের নদীগর্ভে তলিয়ে যায় প্রায় ১০ মিটার এলাকা। জেলা সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, ভাগীরথীর ভাঙনের হাত থেকে স্টীমারঘাট এলাকার একটি প্রাথমিক স্কুলকে রক্ষা করতে ২৫০ মিটার এলাকা জুড়ে ভাঙন রোধের কাজ চলছিল। রবিবার হঠাৎ সেখানেই ফের ভাঙন শুরু হয়। রানাঘাট মহকুমার সেচ আধিকারিক অলোক নাথ বলেন, ‘‘ওই এলাকায় অস্থায়ী ভাবে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ চলছিল। হঠাৎ জলের তোড়ে ১০ মিটার এলাকা ভেঙে যায়। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মেরামতের কাজ শুরু হয়েছে।’’
|
খেতে মিলল মহিলার দেহ |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম রিঙ্কু মণ্ডল (২৬)। বাড়ি কোতয়ালির কৃষ্ণপুর গ্রামে। মঙ্গলবার দুপুরে ধানখেত থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধানখেতের মধ্যে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকার মানুষ। পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, ‘‘ওই মহিলার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দেহ মিলেছে। পুলিশ তদন্ত করছে।’’ মহিলার সাইকেল উদ্ধার হয়েছে।
|
ঝুলন্ত দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
এক স্কুল ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম বিজয় দেবনাথ (১৮)। বাড়ি কোতয়ালির দিগনগরে। মঙ্গলবার সকালে বিজয়কে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন বাড়ির লোকজন। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছে সে। |
|