বহরমপুর রবীন্দ্রসদনে শুরু হচ্ছে নাট্যোৎসব। শুক্রবার সন্ধ্যায় বহরমপুরের নাট্যসংস্থা ‘ঋত্বিক’ আয়োজিত ১৫ দিনের ওই ‘দেশ বিদেশের নাট্যমেলা’র উদ্বোধন করবেন বাংলাদেশের সিনেমা ও নাট্য পরিচালক নাসিরুদ্দিন ইউসুফ। ৯ ডিসেম্বর থেকে শুরু করে ওই নাট্যমেলা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ‘ঋত্বিক’-এর সম্পাদক মোহিতবন্ধু অধিকারী বলেন, “বাংলাদেশ, নেপাল, দিল্লি, কলকাতা ও রাজ্যের বিভিন্ন এলাকার ১৫টি নাট্যদল মোট ১৭টি নাটক মঞ্চস্থ করবে। রাজ্যের কোথাও এর আগে টানা ১৫দিন ধরে নাট্যোৎসব হয়নি। সেই নিরিখে এই নাট্যমেলা ঐতিহাসিকও বটে।” কয়েক মাস আগে প্রয়াত হয়েছেন ‘ঋত্বিক’-এর প্রাণপুরুষ গৌতম রায়চৌধুরী। ৯ ডিসেম্বর ‘ঋত্বিক’-এর একাদশতম ‘দেশ বিদেশের নাট্যমেলা’র উদ্বোধনী সন্ধ্যায় বিশিষ্ট নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে, পর দিন বিশিষ্ট নাট্যকর্মী স্বপন দাসকে ও তৃতীয় দিনের সন্ধ্যায় নাট্যদল ‘শান্তিপুর সাংস্কৃতিক’-কে ‘গৌতম রায়চৌধুরী স্মৃতি সম্মান’ প্রদান করা হবে। নাট্যোৎসব চলাকালীন আগামী ১৮ ডিসেম্বর রবীন্দ্রসদনে বাংলাদেশের নাট্যসংস্থা ‘প্রাঙনে মোর’-এর কণর্ধার অনন্ত হিরা রবীন্দ্রনাথের নাটকের উপর আলোচনা করবেন। ১৮-১৯ ডিসেম্বর দু’দিন ধরে ‘ঋত্বিক’-এর মহলা ঘরে বাংলাদেশের নাট্যসংস্থা ‘প্রাঙনে মোর’-এর পরিচালক নিনা আফরোজ নাট্য প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ নেবেন ‘ঋত্বিক’ ও নাট্যসংস্থার কুশীলবরা। উদ্বোধনী সন্ধ্যায় পরিবেশন করা হবে প্রয়াত গৌতম রায়চৌধুরীর নাটক ‘শেষ অধ্যায়’।
|
রবিবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে বার্ষিক সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করে কৃষ্ণনগর অ্যাকাডেমির প্রাথমিক বিভাগ। ওই স্কুলের কচিকাঁচারা নাচগান পরিবেশন করে। একটি ইংরেজি নাটকও তারা মঞ্চস্থ করে।
|
মঙ্গলবার বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠানে যোগ দিলেন বধির শিল্পীরা। তাঁরা নাচলেন, নাটক করলেন। মুর্শিদাবাদ জেলা বধির সঙ্ঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ দিনের অনুষ্ঠান। দর্শকদের অনেকেই বধির। রেকর্ড করা গান বাজিয়ে সেই গানের তালে তাঁরা নাচ পরিবেশন করেন।
|