টুকরো খবর |
জেল হেফাজতে সেই ভূদেব-পিন্টু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
‘আহত’ মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতোর চিকিৎসা করেছেন সন্দেহে ধৃত হাতুড়ে ভূদেব মাহাতো এবং মাওবাদী নেত্রীকে পালাতে ‘সাহায্য’ করার অভিযোগে ধৃত পিন্টু টুডুকে ৭ দিনের সিআইডি হেফাজতের মেয়াদ শেষে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আদালত। মঙ্গলবার ওই দু’জনকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হয়। জামবনির বেনাশুলির বাসিন্দা ভূদেববাবু এবং সরাকাটার পিন্টুকে গত ২৯ নভেম্বর গ্রেফতার করেছিল সিআইডি।
এ দিন এই দু’জনকে আর নিজেদের হেফাজতে চায়নি সিআইডি। তাঁদের জেল হেফাজতে পাঠানোরই আর্জি জানান সরকারি কৌঁসুলি। অভিযুক্তদের আইনজীবী দেবনাথ চৌধুরী অবশ্য ভূদেববাবু ও পিন্টুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, পুলিশের উপর হামলা, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখার ধারা প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। ২৪ নভেম্বর বুড়িশোলের জঙ্গলে নিহত হন কিষেণজি। ওই ঘটনা নিয়ে পর দিন, ২৫ নভেম্বর জামবনি থানায় পুলিশের পক্ষ থেকে যে মামলা রুজু করা হয়েছিল তার সূত্রেই ধরা হয়েছে ভূদেববাবু ও পিন্টুকে। অভিযুক্তদের আইনজীবী এ দিন দু’জনেরই জামিনের আবেদন করেন। সরকারি কৌঁসুলি এই আবেদনের বিরোধিতা করেন। শেষ পর্যন্ত ভূদেব-পিন্টুকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত এসিজেএম রোহন সিংহ। ২০ ডিসেম্বর এই মামলার সিডি-ও তলব করেছেন বিচারক।
|
ঝাড়গ্রামেও নতুন সম্পাদক সিপিএমে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রামে সিপিএমের দলীয় সংগঠন ঢেলে সাজতে অপেক্ষাকৃত ‘তরুণ’ নেতাকেই দলের শহর জোনাল কমিটির সম্পাদকের দায়িত্ব দেওয়া হল। মঙ্গলবার দলের শহর জোনাল কার্যালয়ে প্রায় ৪ ঘন্টা ধরে চলা সম্মেলনে নতুন জোনাল সম্পাদক হলেন দলের সর্বক্ষণের কর্মী এবং ঝাড়গ্রামের পুরপ্রধান প্রদীপ সরকার। প্রদীপবাবু ২০০৫ সালে জোনাল কমিটির সদস্য হয়েছিলেন। আর ১৯৯৯ থেকে ঝাড়গ্রামের পুরপ্রধান। জোনাল সম্পাদক হিসাবে প্রদীপবাবু শিবনাথ গুহের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০০৮ সালে জোনাল সম্পাদক হয়েছিলেন শিবনাথবাবু। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। যে কোনও স্তরের সম্পাদক হতে গেলে সর্বক্ষণের কর্মী হতে হবে বলে দলের কেন্দ্রীয় কমিটির সর্বশেষ নির্দেশের প্রেক্ষিতেই শিবনাথবাবুকে সরানো হয়েছে বলে দলীয় সূত্রের ব্যাখ্যা। ৯ জনের নতুন জোনাল কমিটিতে শিবনাথবাবু ও প্রদীপবাবু-সহ পুরনো ৫ জন সদস্য রয়েছেন। আগের জোনাল কমিটি ছিল ৭ জনের। তার মধ্যে এক জন সদস্য নিষ্ক্রিয় হয়ে যান। আর এক মহিলা-সদস্য ‘ব্যক্তিগত কারণে’ জোনাল সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। এ বার ৯ জনের কমিটিতে তাই নতুন সদস্য ৪ জন। জোনাল সম্মেলনে উপস্থিত ছিলেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ডহরেশ্বর সেন ও বিশ্বনাথ দাস। দীপকবাবু, ডহরেশ্বরবাবুদের নেতৃত্বে সম্মেলনের আগে মিছিলও হয় শহরে। হয় প্রকাশ্য সমাবেশ।
|
দাঁতনে মুকুল
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
জামবনির সভা সেরে সোমবার দাঁতন ভট্টর কলেজে বার্ষিক অনুষ্ঠানে এলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা প্রমুখ। মুকুল রায় কলেজের একটি সেমিনার হলের উদ্বোধন করেন এ দিন। কলেজের তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য সাংসদ তহবিল থেকে দশ লক্ষ টাকা অনুদান করার কথা ঘোষণা করেন। ব্যক্তিগত ভাবে পাঁচ লক্ষ টাকা কলেজের উন্নয়নের জন্য দান করার প্রতিশ্রুতি দেন রজতবাবু। কলেজের অধ্যক্ষ পবিত্র মিশ্র ও কলেজ পরিচালন সমিতির সভাপতি বিক্রম প্রধান জানান, ওই পাঁচ লক্ষ টাকা হস্টেল নির্মাণেই ব্যয় করা হবে।
|
ছাত্রীর ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
এক স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বেলপাহাড়িতে। সোমবার সন্ধ্যায় বেলপাহাড়ির দক্ষিণপাড়ায় শ্রেয়সী মহন্ত ওরফে অলি (১২)-কে বাড়ির একটি ঘরের সিলিং থেকে গলায় কাপড়ের ফাঁসে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পরিজনেরা বেলপাহাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে অলিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অলি সোমবার সন্ধ্যায় টিভিতে অপরাধমূলক ঘটনা নিয়ে তৈরি একটি সিরিয়াল দেখছিল বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান গলায় ফাঁস দেওয়া নকল করতে গিয়েই অলির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়।
|
ঝাড়গ্রামে রেলিং চুরি
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম শহরের জুবিলি বাজার মোড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিটি দীর্ঘ কয়েক দশক যাবৎ অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। দোকানঘরের আড়ালে ঢাকা পড়েছেন কথাশিল্পী। সোমবার রাতে সেই মূর্তিটির চারধারের রেলিং ভেঙে চুরি করে নিয়ে গেল কে বা কারা। আশির দশকে ঝাড়গ্রামের তৎকালীন মহকুমাশাসক শ্যামাপদ নন্দীর উদ্যোগে শরৎচন্দ্রের আবক্ষ মূর্তিটি বসানো হয়। সাড়ে তিন দশক ধরে মূর্তিটির অবস্থা সম্পর্কে কেউই খোঁজ রাখেনি। তবে তৃণমূল থেকে বহিষ্কৃত গৌরাঙ্গ প্রধানের উদ্যোগে গঠিত সংগঠন ‘দুরন্ত’র পক্ষ থেকে মঙ্গলবার পুলিশ-প্রশাসনিক মহলে স্মারকলিপি দিয়ে মূর্তিটির যথাযথ রক্ষণাবেক্ষণের দাবি করা হয়।
|
প্রয়াত কাউন্সিলর
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলার মৃগেন্দ্রনাথ মাইতি (৮১) মারা গেলেন। সোমবার হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। কাঁথি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ৩৩ বছর প্রধানশিক্ষক ছিলেন তিনি। কাঁথি পুরসভায় টানা তিন দফায় (১৯৮১-১৯৯৫) ১৫ বছর কাউন্সিলর ছিলেন।
|
আলোচনাসভা |
বি আর অম্বেডকরের ৫৫তম প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার দুর্গাচক মুক্তমঞ্চে ভারতীয় সমাজ-সংস্কৃতি-রাজনীতি ও বৃহদাংশের ভূমিকা শীর্ষক একটি আলোচনাসভা হয়। |
|