|
|
|
|
রাস্তা সংস্কারের দাবি, আন্দোলন এগরায় |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
মহকুমা জুড়ে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামল এগরার পরিবহণ শ্রমিক সংগঠন। সোমবার বৈঠক করে ইনটাকের ওই শাখা সিদ্ধান্ত নেয়, আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা মেরামতের কাজ শুরু না হলে কর্মবিরতিতে নামবে তারা। আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সিটুও। এগরা-বাজকুল, এগরা-সোলপাট্টা, এগরা-ইটাবেড়িয়া, এগরা-বালিচক এগরা-দিঘার মতো প্রধান রাস্তা ছাড়াও আলংগিরি-কসবাগোলা, ভবানীচক-পাহাড়পুর, ভগবানপুর-গোয়ালাপুকুর, তাজপুর-খাগদা, টেপরপাড়া-পাথরঘাটা, প্রতাপদিঘি-কালীনগর প্রভৃতি রাস্তাগুলি খানাখন্দে ভরা। পিচ উঠে বেরিয়ে এসেছে তলার বোল্ডার-ইট। বিশেষ করে রাস্তার দু’ধার বসে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে সরু রাস্তার প্রস্থ আরও কমে গিয়েছে। অথচ, এই সব রাস্তা দিয়ে আন্তঃজেলা ও আন্তঃরাজ্য বাস-ট্রেকার-লরি মিলিয়ে প্রতি দিন হাজার তিনেক যান চলাচল করে। ইনটাকের এগরা মহকুমা সভাপতি চন্দ্রশেখর রায় ও সম্পাদক শেখ সাজাহান বলেন, “রাস্তা এত বেশি খারাপ থাকার জন্য ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয় পরিবহণ কর্মীদের। ক্ষতি হয় গাড়ির যন্ত্রাংশেরও। এ ভাবে চলতে পারে না। দ্রুত রাস্তা মেরামত না হলে আমরা কড়া পদক্ষেপ করব। সব ক’টি শ্রমিক সংগঠনকে এক সঙ্গে নিয়ে যৌথ আন্দোলনে নামার কথা ভাবা হচ্ছে।” সিটুর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত পণ্ডাও প্রয়োজনে যৌথ আন্দোলনে নামার কথা জানিয়েছেন। রাস্তার হাল যে খারাপ তা মেনে নিয়ে এগরার মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “পুজোর আগে রাস্তার কিছু কাজ হয়েছে। এখনও হচ্ছে। নতুন কিছু প্রকল্পও নেওয়া হয়েছে। আর্থিক সমস্যা রয়েছে। একসঙ্গে সব কাজ করা সম্ভব নয়। এটা শ্রমিক সংগঠনকে বুঝতে হবে।” |
|
|
|
|
|