|
|
|
|
দ্রাবিড়ের সঙ্গে তুলনা পন্টিংয়ের |
সংবাদসংস্থা • মেলবোর্ন |
হারিয়ে যাওয়া ফর্ম কি ফিরে পাবেন ৩৭ ছুঁইছুঁই রিকি পন্টিং? প্রাক্তন তারকারা আশা রাখছেন পন্টিংয়ের ব্যাটে। তুলে ধরছেন রাহুল দ্রাবিড়ের উদাহরণ।
প্রাক্তনদের দলে রয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যালান বর্ডার, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি এবং এক সময়ে পন্টিংয়ের সতীর্থ গ্রেগ ব্লিউয়েট। শেষ পাঁচ টেস্টে পন্টিং পঞ্চাশের কোটা পার করেছেন দু’বার। শেষ দু’টি টেস্টে। একটি জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দ্বিতীয়টি, ৭৮ রানের ইনিংস ব্রিসবেনে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে।
শেষ দু’টি ইনিংস দেখার পর ব্লিউয়েটের মন্তব্য, “আমার মনে হয়েছে, ও খারাপ সময় পেরিয়ে এসেছে। ৩৬ বছর পেরিয়ে একটা খারাপ সময় আসা মানেই কেরিয়ার শেষ হয়ে যাবে সেটা হতে পারে না।” সেই সঙ্গেই ব্লিউয়েট টেনে আনেন দ্রাবিড়ের দৃষ্টান্ত, “রাহুল দ্রাবিড় সে রকমটাই দেখিয়েছে। প্রায় কুড়িটা টেস্টে একটি মাত্র সেঞ্চুরি। আর তার পরই কী অসাধারণ ক্রিকেটটা খেলে গেল গোটা বছর। রিকি কেন সেটা পারবে না?” বর্ডার আবার বলছেন, “নির্বাচক হিসাবে আমার খাতায় পন্টিংয়ের নামের পাশে বেশ কিছু পয়েন্ট আছে। এই মুহূর্তে ওর থেকে ভাল কোনও ক্রিকেটার তো আমার চোখেও পড়ছে না।” প্রাক্তন নিউজিল্যান্ড অলরাউন্ডার হ্যাডলি মনে করেন, পন্টিংয়ের অভিজ্ঞতা এখনও অস্ট্রেলীয় ব্যাটিংয়ের ভরসা। |
|
|
|
|
|