টুকরো খবর |
গ্যালাক্সির জার্সিতে হয়তো শেষ ম্যাচ খেললেন বেকহ্যাম |
সংবাদসংস্থা • মেলবোর্ন |
|
মেলবোর্নে ম্যাচের সেরা বেকহ্যাম। মঙ্গলবার। ছবি: এপি। |
ডেভিড বেকহ্যাম সম্ভবত লস এঞ্জেলস গ্যালাক্সির হয়ে শেষ ম্যাচটি খেলে ফেললেন মঙ্গলবার। তবে আমেরিকায় নয়, অস্ট্রেলিয়ায়। আর ৮৭ মিনিট মাঠে থেকে ম্যাচের সেরার পুরস্কারও জিতে নিলেন। গোল না করলেও খেললেন যেন দশ বছর আগের পুরনো বেকহ্যাম। গ্যালাক্সির জার্সি হায়ে এই ম্যাচকেই তাঁর শেষ ম্যাচ ধরা হচ্ছে দুটি কারণে। গ্যালাক্সির পাঁচ বছরের চুক্তি শেষ হলেও নতুন চুক্তির খবর নেই। আর ফুটবল মহলে জোর জল্পনা, বেকহ্যামের পরের গন্তব্য প্যারিস। হেভিয়ার পাস্তোরে, দিয়েগো লুগানোদের সঙ্গে তাঁকে নাকি আগামী বছর খেলতে দেখা যাবে প্যারিস সাঁ জাঁয়। গ্যালাক্সির প্রতিদ্বন্দী ছিল মেলবোর্ন ভিকট্রি। নির্ধারিত সময়ে ২-২ থাকার পর টাইব্রেকারে যাদের ৪-৩ হারাল গ্যালাক্সি। মাঠে হাজির ছিলেন ৩৪ হাজার দর্শক। যাঁরা বেকহ্যামের প্রতিটা মুভের সঙ্গে চিৎকার করছিলেন। মেলবোর্নেও ছিল লস এঞ্জেলস বা ম্যাঞ্চেস্টারের আবহ। ১৫ বছর আগের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্মৃতিও প্রায় ফিরিয়ে এনেছিলেন বেকহ্যাম। নিজেদের অর্ধ থেকে লব তুলেছিলেন বিপক্ষ গোল লক্ষ্য করে। একটুর জন্য যা গোলে ঢোকেনি। ১৯৯৬-এ ম্যান ইউ জার্সিতে উইম্বলডনের বিরুদ্ধে ৭০ গজের এই রকম গোলেই সবাই চিনে ছিল বেকসকে। মেলবোর্ন ভিকট্রির বিরুদ্ধে ম্যাচের দু’টি গোলই করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক্তন তারকা রবি কিন। দু’টিই পেনাল্টি থেকে। যার একটি বেকহ্যামকে ফাউল করার জন্যই দেওয়া হয়। সব মিলিয়ে গ্যালাক্সির জার্সি গায়ে বেকহ্যামের ‘শেষ’ ম্যাচটিও হয়ে থাকল বেকহ্যাম-ময়।
|
এএফসিতে কঠিন লড়াইয়ে ইস্টবেঙ্গল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ট্রেভর মর্গ্যান দল নিয়ে গোয়া থেকে ফেরার আগে মঙ্গলবার এসে গেল ইস্টবেঙ্গলের এএফসি কাপের সূচি। আই লিগ চ্যাম্পিয়ন সালগাওকরও খেলবে এএফসি কাপে। খেলা মার্চ থেকে। ইস্টবেঙ্গলের গ্রুপ ‘বি’ মোটেই সহজ নয়। বরং বেশ কঠিনই। বাকি তিনটি দলই পশ্চিম এশিয়ার। ইরাকের আরবিল স্পোর্টস ক্লাব। কুয়েতের কাজমা স্পোর্টিং ক্লাব। এবং ইয়েমেনের আল ওরুবা। কাজমা দু’বছর আগের এএফসি কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তার আগের বছর শেষ আট পর্যন্ত উঠেছিল আরবিল। আরবিল ইরাকের প্রথম সারির ক্লাবগুলির মধ্যে না এলেও অঘটন ঘটানোর জন্য প্রসিদ্ধ। ইরাকের ইতিহাসে তারাই প্রথম ক্লাব, যারা বিদেশি ফুটবলার এনেছিল। কুয়েতের কাজমা আবার নিজেদের ক্লাবের পঁয়তাল্লিশ বছর পূর্তিতে ২০০৯-এ বার্সেলোনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল নিজেদের মাঠে। সেই ম্যাচ মেসি-অঁরি-ইব্রাহিমোভিচরা খেলেননি। কাজমা কিন্তু ড্র রেখেছিল বার্সেলোনা ম্যাচ। ইয়েমেনের ক্লাব আল ওরুবার এটাই প্রথম এএফসি কাপ। কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে ইয়েমেন বেশ এগিয়ে ভারতের থেকে।
|
২০ কিলোমিটার সাঁতারে চ্যাম্পিয়ন শানু |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
|
--নিজস্ব চিত্র। |
শ্রীরামপুরের ইকল্যাট সুইমিং ক্লাবের চব্বিশ তম ২০ কিলোমিটার সারা বাংলা সাঁতার প্রতিযোগিতা মঙ্গলবার অনুষ্ঠিত হল। দুপুর ১টা ৪২ মিনিটে চন্দননগরের গঙ্গার রানীঘাটে প্রতিযোগিতা আরম্ভ হয়। উদ্বোধন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিধায়ক অশোক সাউ। ফিনিশিং পয়েন্ট ছিল ইকল্যাট সুইমিং ক্লাবের ঘাট। উদ্যোক্তারা জানান, হুগলি ছাড়াও হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলা থেকে মোট ২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এঁদের মধ্যে মেয়েদের বিভাগে ছিলেন ১০ জন।
ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হন মধ্যমগ্রামের অন্নপূর্ণা সুইমিং সেন্টারের শানু দেবনাথ। ১ ঘণ্টা ৫০ মিনিটে তিনি ফিনিশিং পয়েন্টে পৌঁছন। তাঁর থেকে ২ মিনিট বেশি সময় করে দ্বিতীয় হন রিষড়া সুইমিং ক্লাবের সায়ন্তন স্বস্তিক। তৃতীয় ক্যানিং রিক্রিয়েশন ক্লাবের জিসান ঢালি। সময় নেন ১ ঘণ্টা ৫৪ মিনিট। ১ ঘণ্টা ৫৯ মিনিট সময় করে মেয়েদের বিভাগে জয়ী হন রিষড়া সুইমিং ক্লাবের ত্রিপর্ণা পাল। সময় দেখেই বোঝা যাচ্ছে, ছেলেদের সঙ্গে রীতিমতো টক্কর দিয়েছেন তিনি। দ্বিতীয় উলুবেড়িয়া অ্যামেচার ক্লাবের তাহরিনা নাসরিনের সময় ২ ঘণ্টা ১ মিনিট। এই বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন মধ্যমগ্রামের অন্নপূর্ণা সুইমিং ক্লাবের প্রিয়াঙ্কা কর্মকার। তিনি ফিনিশিং পয়েন্টে পৌঁছন ২ ঘণ্টা ৩ মিনিট সময়ে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাঁতারু ইলা পাল, বিধায়ক সুদীপ্ত রায়, চিকিৎসক কাঞ্চন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
|
সতর্কিত হলেন কোহলি |
সংবাদসংস্থা • আমদাবাদ |
আইসিসি-র আচরণবিধি ভাঙার জন্য সতর্কিত বিরাট কোহলি। সোমবারের তৃতীয় একদিনের ম্যাচে এলবিডব্লিউ হওয়ার পর সঙ্গে সঙ্গে ক্রিজ ছেড়ে যাননি বিরাট। প্যাভিলিয়নে ফেরার সময়ে তাঁকে অসন্তোষ প্রকাশ করতেও দেখা যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মাঠের দুই আম্পায়ার সুধীর আসনানি, টনি হিল এবং তৃতীয় আম্পায়ার বিনীত কুলকার্নি। আইসিসির নিয়ম অনুযায়ী এটি লেভেল ওয়ান অফেন্স। ম্যাচ রেফারি ডেভিড বুনের কথায়, “আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেওয়াটা ক্রিকেটেরই অঙ্গ। বিরাটকে আউট দেওয়ার পরও অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে।” বিরাট তাঁর দোষ মেনে নেওয়ায় কোনও সরকারি শুনানিরও দরকার পড়ছে না এ ক্ষেত্রে।
|
টেলিগ্রাফ দাবায় হ্যাটট্রিক সায়ন্তনের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দ্য টেলিগ্রাফ স্কুল দাবা টুর্নামেন্টের ২৩ বছরের ইতিহাসে প্রথম বার হ্যাটট্রিক করল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সায়ন্তন দাস। গত দু’বারের মতো এ বারও সায়ন্তন চ্যাম্পিয়ন হল দশম রাউন্ডে শুভঙ্কর মাইতিকে হারিয়ে। চূড়ান্ত রাউন্ডের শেষে সাউথ পয়েন্টের দীপ্তায়ন ঘোষও সায়ন্তনের সঙ্গে একই পয়েন্টে (৯) ছিল। টাইব্রেক করার জন্য ফিডের বাকহোলজ সিস্টেমের সাহায্য নেওয়া হয়। দীপ্তায়ন এ দিন হারায় শুভ্রদীপ্ত দাসকে। বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে বুধবার বিকাল ৫টায় গোর্কি সদনে।
|
শেষ হল মেয়রস কাপ সাঁতার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হেদুয়ায় শেষ হল মেয়রস কাপ সাঁতার। শেষ দিন বারোটি ইভন্টের পর পুরুষ ও মহিলাদের চ্যাম্পিয়ন হয়েছে ইয়ং মেন ক্রিশ্চান অ্যাসোসিয়েশন ও সেন্ট্রাল সুইমিং ক্লাব। মঙ্গলবার বিভিন্ন বিভাগে প্রথম হন সুনন্দা দত্ত, অভিলাষ চক্রবর্তী, সম্রাট মণ্ডল, নয়ন পাল, চন্দ্রিমা নন্দী, নিবেদিতা প্রধান, মারুফা খাতুন, অভিজিৎ দে, কথাকলি দাস, কুনাল বসাক, সৌম্যজিৎ দাস ও কুন্তল পারিহাল।
|
মহমেডানে জাপানি ফুটবলার |
কোরিয়ান হ্যান উককে বাতিল করার পর এক জন জাপানি ফুটবলারের ট্রায়াল নিতে চলেছে মহমেডান। মঙ্গলবারই ওই ফুটবলার শহরে এসে গিয়েছেন। কোচ অলোক মুখোপাধ্যায় অবশ্য আজ, বুধবার জাপানি ফুটবলারকে প্র্যাক্টিসে প্রথম দেখবেন। বৃহস্পতিবারই কলকাতা লিগে মহমেডান-মোহনবাগান ম্যাচ।
|
অন্য খেলায় |
সারা বাংলা ভেটারেন্স টেবল টেনিস টুর্নামেন্টের আয়োজন করছে ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি। রবীন্দ্র সরোবরে সংস্থার প্রাঙ্গনে টুর্নামেন্ট ১০ এবং ১১ ডিসেম্বর। |
|