আগে কখনও চেলসি এত গোল নষ্ট করেনি
প্রশ্ন: এটাই কি চেলসির সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ এ মরসুমে?
টেরি: আমাদের কাছে সব টুর্নামেন্টেই ডিসেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ। দুটো বিরাট বড় ম্যাচ এ সপ্তাহেই আছে আমাদের। সপ্তাহের গোড়ায় ভালেন্সিয়ার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াই। তার পর সপ্তাহান্তে ম্যাঞ্চেস্টার সিটি-র বিরুদ্ধে প্রিমিয়ার লিগ টেবিলে আমাদের উঠে আসার লড়াই। আমাদের এখন দরকার বড় মঞ্চে সফল হওয়ার মানসিকতা দেখানো, ছন্দ ধরে রাখা আর যাবতীয় অ্যাডভান্টেজের ফায়দা তোলা। ঠিকঠাক রেজাল্ট পেলে দু’টো টুর্নামেন্টেই আমরা দারুণ জায়গায় পৌঁছে যাব। তার পর আমাদের আরও এগনোর জন্য আর কোনও মোটিভেশনের দরকার পড়বে বলে মনে হয় না আমার।

প্র: চেলসির এ বার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপে কঠিন অবস্থায় পড়ার কারণ কী?
টেরি: আমিও ঠিক জানি না। এখনও পর্যন্ত আমরা কখনও এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে সমস্যায় পড়িনি। প্রতি বার নকআউটে কোয়ালিফাই করেছি। এ বার সেটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি তাতাচ্ছে। আমরা বদ্ধপরিকর সেই রেকর্ড অক্ষুন্ন রাখতে।

প্র: চ্যাম্পিয়ন্স লিগ জেতাই কি আপনার ফুটবলজীবনের আপাতত এক নম্বর লক্ষ্য?
টেরি: হ্যাঁ, কিন্ত এর পাশাপাশি ইংল্যান্ডের হয়েও বিশ্বকাপ জিততে চাই। এই দুটোই আমার ফুটবলজীবনের চূড়ান্ত স্বপ্ন। এই মুহূর্তে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি। চেলসি কখনও ইউরোপ সেরা হয়নি। ইউরোপিয়ান কাপ জেতার গুরুত্বটা তাই আমাদের যে কতটা, সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন।
প্র: নতুন ম্যানেজার আন্দ্রে ভিয়াস-বোয়াসের নতুন ফুটবল স্টাইলের সঙ্গে রপ্ত হয়ে সেই কাজে সফল হতে পারাটা কতটা কষ্টসাধ্য বলে মনে করেন?
টেরি: শেখার শেষ নেই। আমরাও শিখছি এবং উন্নতিও করছি। ভিয়াস-বোয়াস একটু উঁচু খেলাতে চাইছেন আমাদের। আমরা বেশ কিছু গোল মিস করছি। যেটার সঙ্গে আমরা ঠিক পরিচিত নই। এটা আমাদের বন্ধ করতে হবে।

প্র: আপনার নিজের ফর্ম নিয়ে কী ভাবছেন? বিশেষ করে এ মরসুমে আপনাকে নিয়ে মাঠের বাইরে এত কাণ্ডকারখানা ঘটার পরে!
টেরি: একটা কথা অন্তত বলতে পারি যে, মানসিক ভাবে আমি দারুণ জায়গায় আছি। ফুটবলের প্রতি সম্পূর্ণ ফোকাসড। খুব কঠিন ট্রেনিংও করছি। নিজের ফর্মে আমি খুশি। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ গোল করেছি এ মরসুমেও।

প্র: কিন্তু বিশেষ করে ইল্যান্ডের নেতৃত্ব হারানো আর বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে তৈরি প্রবল বিতর্কের মাঝে কী ভাবে নিজের খেলায় মনোনিবেশ করেছেন?
টেরি: ফুটবল খেলাটাই এ রকম! মাঠের ভেতর থাকলে আর নিজের সেরা ভালবাসার ব্যাপারটাকে ভালবাসা ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করার অবকাশই থাকে না। আর ফুটবলকেই আমি খুব ছোটবেলা থেকে ভালবেসে এসেছি। সেটা কোনও দিন এক বিন্দু কমেনি আজ পর্যন্ত।

প্র: চেলসির হয়ে পাঁচশো ম্যাচ এ মরসুমের গোড়ায় খেলে ফেলেছেন। আরও কত দিন আপনার প্রিয় ক্লাবকে সার্ভিস দিতে পারবেন বলে মনে করেন?
টেরি: আশা করি আরও অনেক অনেক দিন। মোটে তিরিশ বছর বয়স আমার। আরও অনেক ফুটবল আছে আমার মধ্যে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.