তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল সিপিআই (এমএল) কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে অন্ডালের ইসিএলের গুলমোহর ক্লাবে। তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি তথা আইএনটিটিইউসি নেতা নরেন চক্রবর্তী জানান, সরকার নির্ধারিত ন্যূনতম বেতন-সহ নানা দাবিতে ৯ ডিসেম্বর ইসিএলের ঠিকা শ্রমিক ও কর্মচারী সংগঠন বন্ধের ডাক দিয়েছে। এ নিয়ে মঙ্গলবার ঠিকা মালিক সংস্থা একটি বৈঠক ডাকে। সেখানে হাজির ছিলেন ওই সংগঠনের প্রতিনিধি। নরেনবাবু জানান, আলোচনায় ৯ তারিখের বন্ধে আমাদের সমর্থন নেই বলে জানিয়ে দেন তাঁরা। এর পরেই নকশাল নেতা সোমনাথ চট্টোপাধ্যায় এবং সদ্য সিটু ছেড়ে ওই ঠিকা শ্রমিক ও কর্মচারী সংগঠনে যোগ দেওয়া দুর্গাদাস মজুমদার, দেবু বাদ্যকরদের নেতৃত্বে প্রায় কুড়ি জন দুষ্কৃতী তৃণমূল কর্মীদের উপরে চড়াও হন। নরেনবাবু বলেন, “মার খেয়ে সাহেব দত্ত নামে আমাদের কর্মী জখম হন। তাঁকে খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।” তাঁর ক্ষোভ, “বিধানসভা ভোটের সময়ে ওরা আমাদের সঙ্গে ছিল। এখন কেন এমন করল বুঝতে পারছি না।” সাহেব দত্ত অন্ডাল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি। অভিযুক্ত নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের দাবি, “মারামারি হয়নি। তা সত্ত্বেও কেন ওঁরা এমন অভিযোগ করছেন, জানা নেই।” পুলিশ জানায় তদন্ত চলছে।
|
খনি গর্ভে বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবাদে এজেন্টকে ঘিরে প্রতিকারের দাবিতে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার কেন্দা এরিয়ার ওয়েস্ট কেঁদা ওসিপিতে। তৃণমূল নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সোমবার তাঁরা এ ব্যাপারে বিক্ষোভ দেখিয়েছিলেন। এজেন্ট আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার পরেও ২৪ ঘণ্টার মধ্যে ফের একই ঘটনা ঘটে। এ দিন তাঁরা এজেন্টকে জানিয়ে দেন, প্রয়োজনে আইনের পথে যাবেন তাঁরা। এজেন্ট সোমনাথ সিংহ জানান, এক সঙ্গে অতিরিক্ত বিস্ফোরণের ফলেই এমন হয়েছে বলে মনে হচ্ছে। এর পর থেকে পরিমাপ অনুযায়ী বিস্ফোরণ ঘটানো হবে।
|
সাত মাস পর বন্ধ হয়ে থাকার পরে পরাশিয়া ৬ ও ৭ নম্বর ইনক্লাইন চালু হল মঙ্গলবার। ৪ এপ্রিল কোলিয়ারি সংলগ্ন ধাণ্ডাডিহি গ্রামে এক যুবকের মৃত্যু হয়। মৃতদেহ দাহ করার জন্য প্রয়োজনের অতিরিক্ত কয়লা চাইলে খনির ম্যানেজার তা দিতে চাননি। তার জেরে গ্রামবাসীরা ম্যানেজারকে গ্রামে নিয়ে গিয়ে আটকে রাখেন বলে অভিযোগ। সিআইএসএফ ও খনি আধিকারিকরা গিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে আসেন। ৮ এপ্রিল থেকে খনি অধিকর্তারা নিরাপত্তার কারণে ওই খনিতে কাজ না করায় খনিটি বন্ধ হয়ে যায়। মাসখানেক আগে খনি চালু করার দাবিতে তৃণমূলের নেতৃত্বে খনিকর্মীরা লাগাতার অনশনে বসেছিলেন। খনি কর্তৃপক্ষ জানান, উৎপাদন চালু হয়েছে।
|
ইসিএলের দখল করে রাখা আবাসনগুলির বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে শুরু করেছে ইসিএল। মঙ্গলবার সোদপুর এরিয়ার চিনাকুড়ির একাধিক আবাসনের বিদ্যুৎ কাটা হয়েছে। সংস্থার সোদপুর এরিয়ার মুখ্য নিরাপত্তা আধিকারিক একে বন্দ্যোপাধ্যায় জানান, আধিকারিকদের নির্দেশেই বিদ্যুতের লাইন কাটা শুরু হয়েছে। ইসিএল সূত্রে জানানো হয়েছে, প্রায় ২০০ আবাসনের বিদ্যুৎ ছিন্ন করা হয়েছে। এর ফলে প্রতি মাসে ইসিএলের ২০ হাজার টাকা সাশ্রয় হবে।
|
চুরি রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে মার খেলেন তিন খনিকর্মী। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের আমকোলা কোলিয়ারির বয়লারের কাছে। খনি কর্তৃপক্ষ জানান, সোমবার রাতে একদল দুষ্কৃতী বয়লারের কাছে কয়লা চুরি করতে ঢোকে। তাদের আটকাতে গিয়ে তিন খনিকর্মী প্রহৃত হন। রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
জামুড়িয়ায় তৃণমূলের নিউ কেন্দা শাখা কার্যালয়ের উদ্বোধন হল মঙ্গলবার। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস চক্রবর্তী অফিসটির উদ্বোধন করেন। |