খেলার টুকরো খবর

জয় পেল বর্ধমান
বর্ধমানের মোহনবাগান মাঠে হল অজয় ঘোষ ট্রফির খেলা। ছবি: উদিত সিংহ।
অজয় ঘোষ ট্রফির ম্যাচে বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে কলকাতা বিশ্ববিদ্যালয় ৮৮ রানে হারিয়েছে রবীন্দ্রভারতীকে। মঙ্গলবার প্রথমে ব্যাট করে কলকাতা ৩৮ ওভারে করে ২০৪-৮। দলের অভিরূপ সরকার ৭১, স্বর্ণেন্দু পাল ৪৬ ও অলভিন ঘোষ ৩২ রান করে। রবীন্দ্রভারতীর উদয় মোদক ৪০ রানে ২ উইকেট দখল করেন। জবাবে রবীন্দ্রভারত ২০.১ ওভারে করে ১১৬। সর্বোচ্চ সঞ্জীব যাদবের ২৭। কলকাতার বাপি মান্না ২৩ রানে ২ ও সুজয় দাস ২৪ রানে ২ উইকেট দখল করেন। এ দিনের ম্যাচের সেরা অভিরূপ। এই নিয়ে পরপর দু’টি ম্যাচে জিতল কলকাতা। এ দিকে, মোহনবাগান মাঠে বর্ধমান চার রানে হারিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে। বর্ধমান প্রথমে ব্যাট করে ৪২.৪ ওভারে করে ২০৭। দলের সুরজিৎ দাস ৭৮ বলে করেন ৬৫। সৌম্যজিৎ কর্মকার করেন ৪৬। বিদ্যাসাগরের সৌম্যদেব অধিকারী ৪২ রানে ২টি উইকেট দখল করেন। জবাবে বিদ্যাসাগর করে ৪৪ ওভারে করে ২০৩। দলের অমিত সাগর ৬৩ ও দেবরানা ঘোষ ৩৬রান করেন। বর্ধমানের সুহাস ভট্টাচার্য ৩৫ রানে দু’টি ও দীপ্তরূপ পাল ৩০ রানে দু’টি উইকেট দখল করেন। সুরজিৎ এই ম্যাচের সেরা।

দুর্গাপুরে হার তানসেনের
নিজস্ব চিত্র
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল লিগে মঙ্গলবারের খেলায় জয়ী হল সিটি অ্যাথলেটিক ক্লাব। এএসপি মাঠে এ দিন তারা ১-০ গোলে তানসেন অ্যাথলেটিক ক্লাবকে হারায়। প্রথমার্ধের ১৮ মিনিটে একমাত্র গোলটি করে অসীম হালদার। প্রসঙ্গত, বেশ কয়েক বছর পরে এ বারই সিটি অ্যাথলেটিক ক্লাব লিগে খেলছে।

ভলিবল লিগ
বর্ধমান সদর প্রথম ডিভিশন ভলিবল লিগের দু’টি ম্যাচে জিতেছে নবোদয় সঙ্ঘ ও রতন স্মৃতি সঙ্ঘ। নবোদয় ৩-০ সেটে জাতীয় সঙ্ঘকে ও রতন একই ফলে হারায় অনাদি মালখণ্ডীকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.