কোন দফতরে হাজিরা কত? কে আসেনি অফিসে? অনুসন্ধান কেন্দ্রে কর্মী নেই কেন?
শনিবার আচমকা শিলিগুড়ি পুরসভা পরিদর্শনে গিয়ে হাজিরা খাতা যাচাই শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রী বলেন, “এখন দেখছি কর্মীরা ঠিক মতোই পুরসভায় আসছেন। বিভিন্ন দফতরে গিয়ে হাজিরা খাতা দেখেই তা বুঝলাম। তবে অনুসন্ধান কেন্দ্রে কোনও কর্মী ছিলেন না। সাধারণ মানুষ বিভিন্ন কাজ নিয়ে পুরসভায় যান। যাতে সবাই পরিষেবা পান, তা দেখতেই এই পরিদর্শন।” |
পুরসভা সূত্রের খবর, বহু দিন থেকেই শিলিগুড়ি পুরসভার কর্মীদের একাংশ নিয়মিত হাজিরা দিচ্ছেন না। পুরসভায় ক্ষমতা পরিবর্তন হওয়ার পর প্রথম দিকে বিষয়টি নিয়ে হইচই হয়। মেয়র গঙ্গোত্রী দত্ত বিষয়টি নিয়ে নজরদারি চালান। পরে ‘কর্মসংস্কৃতি’র অনেকটাই পরিবর্তন হয়। সম্প্রতি কর্মীদের একাংশকে নিয়ে একই ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে। মন্ত্রীর কাছেও অভিযোগ পৌঁছয়। সে কারণেই মন্ত্রী এ দিন দুপুর ১২টা নাগাদ আচমকা পরিদর্শনে যান। তিনি পুরসভার বিল্ডিং সেল, জন্ম ও মৃত্যু নথিবদ্ধ করণের বিভাগ, বস্তি উন্নয়ন, জঞ্জাল সাফাই বিভাগ, ট্রেড লাইন্সেস বিভাগে পরিদর্শনে যান। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “পুরসভার কর্মীরা এখন নিয়মতি অফিসে আসছেন। কাজকর্ম ভাল হচ্ছে। মন্ত্রী তা দেখেছেন। বেশ কিছু বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।” |