টুকরো খবর |
সিপিএমের দোষে ভরাডুবি, বলছে সিপিআই
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বিধানসভা নির্বাচনে ভরাডুবির জন্য সিপিএমকে দায়ী করল বামফ্রন্টের অন্যতম শরিক সিপিআই। শনিবার দলের দু’দিনের কোচবিহার জেলা সম্মেলনে বিলি করা রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদনে ওই অভিযোগ করা হয়েছে। শরিক দলের বক্তব্যে ক্ষুব্ধ জেলা সিপিএম নেতৃত্ব। দলের জেলা সম্পাদক পার্থপ্রতিম সরকার বলেন, “বামফ্রন্টের ত্রুটি কাটানোর জন্য প্রতিবেদনে খোলামেলা আলোচনা করা হয়েছে। কারণ আমরা চাই উন্নততর বামফ্রন্ট গড়ে উঠুক।” সিপিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের (বামফ্রন্ট) এত দিন যারা সমর্থন করেছেন গরিব কৃষক, খেতমজুর, মধ্যবিত্ত তাঁদের একটি বড় অংশ তিতিবিরক্ত হয়ে সরে দাঁড়িয়েছে। নিচুতলার সিপিএম নেতাদের ফুলে ফেঁপে ওঠা, মিথ্যাচার, দুর্নীতি, দাম্ভিকতা, দলবাজি ছিল। মানুষের নিত্যদিনের ওই সব অভিজ্ঞতা বামফ্রন্টের অনেক ইতিবাচক কাজকে ম্লান করেছে।’ প্রতিবেদনে বলা হয়েছে, দলের বাইরে অন্য দল বা ব্যক্তিকে অবহেলা করার প্রবণতা ছিল। নিজেদের ত্রুটি দেখার অক্ষমতাও ছিল বড় শরিকের।’ শরিকদলের ওই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জেলা সিপিএম নেতৃত্ব। উল্টে তাঁরা সিপিআই-র বিরুদ্ধে দায়বদ্ধতার প্রশ্ন তুলেছেন। দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বেণুবাদল চক্রবর্তী বলেন, “শুধুমাত্র অন্যের সমালোচনা করে বামফ্রন্টকে শক্তিশালী করা সম্ভব নয়। ওঁরা আগে আত্মসমালোচনা করুন। নিজেদের দুর্বলতা খুঁজে বার করুন। মর্যাদা না-পাওয়ার কথা এতদিনে মনে পড়ল! গত ৩৫ বছরে বলেননি কেন!” |
শিলিগুড়িতে উদ্বোধন নাট্যমেলার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কলকাতার মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজ্যের সমস্ত জেলায় নাট্যমেলা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি। শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পশ্চিমবঙ্গ নাট্যমেলার দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ওই কথা জানান নাট্য অ্যাকাডেমির সদস্য বিভাস চক্রবর্তী। তিনি জানান, নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় পশ্চিমবঙ্গ একাদশ নাট্য মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলার দ্বিতীয় পর্যায় হিসেবে শিলিগুড়িতে ৫ দিন ধরে অনুষ্ঠান হবে। তিনি বলেন, “পরের বছর থেকে রাজ্যের সমস্ত জেলায় নাটামেলা ছড়িয়ে দেওয়া হবে।” এদিন মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “শিলিগুড়িতে বহুদিন ধরে নাট্যচর্চা চলছে। প্রচুর দর্শক রয়েছেন। সেদিকে লক্ষ্য রেখেই নাট্যমেলার আয়োজন করা হয়েছে।” এ দিন নাট্যমেলার উদ্বোধন করেন হরিমাধব মুখোপাধ্যায়। বাদল সরকারের উপরে একটি প্রদর্শনীও উদ্বোধন করা হয়। ৭ ডিসেম্বর পর্যন্ত নাট্যমেলা চলবে। নয়ে নাটুয়া’র ‘বড়দা বড়দা’ নাটক দিয়ে নাট্যমেলা শুরু হয়। সাতটি নাটক মঞ্চস্থ হবে। পাশাপাশি আজ, রবিবার সকাল ১১টায় রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে ‘পশ্চিমবঙ্গে নাট্যচর্চাঃ বর্তমান ও ভবিষ্যত’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিভাস চক্রবর্তী, হরিমাধব মুখোপাধ্যায় এবং দেবেশ চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন,। এদিনের অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত উপস্থিত ছিলেন। |
টিটি-তে যোগ দিতে কেরলে প্রতিযোগীরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সাব জুনিয়র এবং ক্যাডেট জাতীয় টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে যোগ দিতে শনিবার শিলিগুড়ি থেকে রওনা হলেন উত্তরবঙ্গের প্রতিযোগীরা। ৮-১৩ ডিসেম্বর কেরলের কোচিনে খেলা হবে। নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের হয়ে উত্তরবঙ্গের প্রতিযোগীরা যোগ দেবেন। সাব জুনিয়র ছেলেদের বিভাগে অংশ নিচ্ছেন চাণক্যমণি গগৈ, শুভদীপ ঘোষ, আকাশ নাথ, সৈকত সিংহ। মেয়েদের ওই বিভাগে সাগরিকা মুখোপাধ্যায়, রক্তিমা পাল, অঙ্কিতা বিশ্বাস, পূজা পাল। ক্যাডেট বিভাগে ছেলেদের মধ্যে রয়েছে আকাশ নাথ, সুমন বন্দ্যোপাধ্যায়, জিদান কুমার গগৈ, সুজিত চট্টোপাধ্যায়। মেয়েদের মধ্যে ওই বিভাগে যোগ দেবে মহিমা চৌধুরী, আথেয়া ঘোষ, স্নেহা সাহা, দিশা দে। ব্যক্তিগত বিভগে আরও দু’জন অংশ নেবেন। তাঁরা হলেন সাবজুনিয়র বিভাগে শুভম দাস এবং ক্যাডেটে সৌমি ঘোষ। বার্ষিক অনুষ্ঠান। বৈকুন্ঠপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রথম বার্ষিক অনুষ্ঠান হল শনিবার। শালুগাড়ায় ওই স্কুলে অনুষ্ঠানের সূচনা করেন শিলিগুড়ির বিধায়ক ও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। |
বেতনের দাবি, বিক্ষোভ সিটু-র
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বেতনের দাবিতে শনিবার সিটুর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বালুরঘাট ডিপোর কর্মীরা। সকালে ডিপো থেকে বাস চললেও বিক্ষোভের জেরে দুপুরের পর থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সিটুর এনবিএসটিসি কর্মী ইউনিয়নের সম্পাদক শিশির দে-র অভিযোগ, “নিগমের ম্যানেজিং ডিরেক্টর আশ্বাস দিয়েছিলেন ৩ ডিসেম্বর বেতনের টাকা ঢুকবে। অথচ অক্টোবর-নভেম্বর দু’মাসের বেতন ও পেনশন কর্মীরা এখনও পাননি। চরম দুরবস্থার মধ্যে দিন কাটছে।” বালুরঘাট ডিপোর কর্মীদের এই আন্দোলনের বিরোধিতা করেনি ইনটাকও। তবে এনবিএসটিসি বোর্ড ডিরেক্টরের সদস্য ও জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি বিপ্লব খাঁ বলেন, “ব্যাঙ্কে চেক ঢুকে গিয়েছে। আগামী সোমবার কর্মীরা তাঁদের বেতন পেয়ে যাবেন।” |
কমিটি গঠন নিয়ে অসন্তোষ সিপিএমে
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আলিপুরদুয়ার শহর ২ নম্বর লোকাল কমিটির সম্মেলনে কমিটি গঠন নিয়ে কর্মীদের অসন্তোষে অস্বস্তিতে পড়েছেন সিপিএম নেতারা। শুক্রবার আলিপুরদুয়ার বাবুপাড়ায় সিপিএমের দলীয় কার্যালয়ে ওই সম্মেলনে পঞ্চমবার লোকাল কমিটির সম্পাদক হয়েছেন অনুজ মিত্র। সিপিএমের একাংশ নেতা-কর্মীরা জানান, নেতারা দলে নতুন মুখ আনতে চাইছেন। অথচ টানা ১২ বছর সম্পাদক থাকার পরে অনুজবাবুকে ফের ওই লোকাল কমিটির সম্পাদক করা হয়েছে। বিষয়টি নিয়ে দলের ক্ষুব্ধ সদস্যরা জোনাল কমিটির নেতাদের কাছে অভিযোগ জানিয়েছেন। অনুজ মিত্র বলেন, “৮৬ জন সদস্যের উপস্থিতে বিদায়ী কমিটির তরফে একটি প্যানেল পেশ করা হয়। সবর্সম্মতিক্রমে নতুন কমিটি গঠন হয়েছে।” |
ভ্যান উল্টে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পিকআপভ্যান উল্টে মৃত্যু হয়েছে ১ জনের। শনিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে নকশালবাড়ি থানার বুদকরণ এলাকায়। পুলিশ জানায়, মৃতদের নাম মহম্মদ মুস্তাফা (৩৮)। বাড়ি নকশালবাড়ির তোতারামজোতে। ১ জনকে গুরুতর অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিন ওই ২ জন একটি পিকআপভ্যানে চারটি মোষ নিয়ে বুদকরণের দিকে যাচ্ছিল। সেই সময় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। ১ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৩টি মোষও মারা যায়। ঘটনাস্থলে যান নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে।” |
দুর্ঘটনায় মৃত শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। শনিবার ঘটনাটি ঘটে প্রধাননগর থানার দার্জিলিং মোড়ে। নাম আমির রাই (৩০)। বাড়ি প্রধাননগরে। দাগাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা নাগাদ আমিরবাবু মোটরবাইক নিয়ে স্কুলে রওনা হন। দার্জিলিং মোড়ে পেছন থেকে আসা একটি স্কুল বাস তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাসটি পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা বাসের নম্বর পুলিশের হাতে তুলে দেন। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “বাসের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” |
অধ্যক্ষ ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পানীয় জল এবং শৌচাগারের দাবিতে শনিবার কলেজের অধ্যক্ষকে ঘেরাও করল শিলিগুড়ি কমার্স কলেজের ছাত্র সংসদের সদস্যরা। এ দিন বিকেল ৫ টা থেকে ৪ ঘন্টা অধ্যক্ষকে তারা ঘেরাও করে রাখেন। পরে অধ্যক্ষ সমস্যার কথা জানিয়ে মহকুমা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করলে ঘেরাও তোলা হয়। |
|