যিনি বাংলার স্পিন আক্রমণকে বছরের পর বছর নেতৃত্ব দিয়ে এসেছেন। উৎপল চট্টোপাধ্যায়ের পর যিনি বাংলার সেরা স্পিন আবিষ্কার। বাংলা দলে সেই সৌরাশিস লাহিড়ির ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গেল। হরিয়ানা ম্যাচে প্রথম এগারো থেকে বাদ পড়েছিলেন। তামিলনাড়ুর বিরুদ্ধে ইডেনে মরণবাঁচন ম্যাচের ষোলো জনের স্কোয়াড থেকেই ছেঁটে ফেলা হল অভিজ্ঞ অফস্পিনারকে। এ ছাড়া দলে বদল বলতে ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিমান ধরতে চলা ঋদ্ধিমান সাহার জায়গায় এসেছেন শুভময় দাস। যিনি দিন কয়েক আগেই ইস্ট-মোহন ডার্বি ম্যাচে সেঞ্চুরি করেছেন। সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব বাইশ দলের পেসার বীরপ্রতাপ সিংহও।
সৌরাশিসের অশনি সঙ্কেত এসেছিল রঞ্জি মরসুমের শুরুর দিকেই। গুজরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র একটা উইকেট নেওয়ার পরে। বাংলা নির্বাচকদের যা মনোভাব, তাতে এর পরে দিল্লির বিরুদ্ধেও সৌরাশিসের প্রত্যাবর্তনের তেমন সুযোগ দেখা যাচ্ছে না। সৌরাশিস অবশ্য ভেঙে পড়ছেন না। এই মরসুমের প্রায় পুরোটা বাংলা আবার দলে ফেরা নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। “একটা ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়াটাকে আমি খুব বড় করে দেখছি না। বারো বছর বাংলার হয়ে খেলছি। আরও কয়েক বছর ক্রিকেট খেলার ক্ষমতা আছে আমার,” বলার পাশাপাশি এটাও জানিয়ে রাখছেন যে, দলে ফেরার লড়াইটা তিনি এখন থেকেই শুরু করে দিচ্ছেন। “এখন কিছু দিন ক্লাবের কোনও ম্যাচ নেই। তবে আমি সোমবার থেকেই মোহনবাগান প্র্যাক্টিসে নেমে পড়ছি।” সঙ্গে বাংলার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থদের শুভেচ্ছাও জানিয়ে রাখছেন। “আমি চাই বাংলা এই ম্যাচটা থেকে পুরো পয়েন্ট তুলে নিক। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করব সবাই দুশো শতাংশ দেবে।” বাংলা নির্বাচকদের মতে, ইরেশ সাক্সেনার পারফরম্যান্স এখন এমন জায়গায় যে, তাঁকে বাদ দিয়ে সৌরাশিসকে দলে নেওয়ার প্রশ্নই ওঠে না। রোহতাকের ঘাসের উইকেটেও ইরেশ ভাল করেছেন। দু’ইনিংস মিলিয়ে পাঁচটা উইকেটও নিয়েছেন। হরিয়ানা ম্যাচে সৌরাশিসকে দলে রাখা হয়েছিল কারণ সেখানকার উইকেট কেমন হবে আগে থেকে জানা ছিল না। ইডেনে সে রকম ব্যাপার নেই। তাই ষোলো জনের দলেও আর রাখা হল না সৌরাশিসকে।
সৌরাশিস বাদ পড়লেও রণদেব বসুর পারফরম্যান্স নিয়ে আপাতত খুশি নির্বাচকেরা। বিশেষ করে হরিয়ানার দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং দেখে মনে করা হচ্ছে, উইকেট না পেলেও তাঁর বল আবার আগের মতো সুইং করছে। শনিবার দুপুরে ফোনে দল বাছাই পর্ব সারা হয়ে যায়। কথা হয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও। |