টুকরো খবর
সহবাগকে দেওয়া কথা রাখলেন রোহিত
প্রথম ম্যাচের পর কথা দিয়েছিলেন অধিনায়ককে। অক্ষরে অক্ষরে পালন করলেন সে কথা। দু’নম্বর ম্যাচে নিজের ৯০ রানের পাশে ‘নট আউট’ শব্দ দুটি রেখে কুড়িয়ে নিলেন অধিনায়ক বীরেন্দ্র সহবাগের প্রশংসাও। একদিনের ম্যাচে ফিরে আসার সিরিজে রীতিমতো ব্যাটিং উপভোগ করছেন রোহিত শর্মা। কটকের প্রথম ম্যাচে যখন প্যাভিলিয়নের দিকে মিছিল শুরু করে দিয়েছিলেন বাকি ব্যাটসম্যানরা, তখন বাঁচিয়ে ছিলেন রোহিতই। কিন্তু ৭২ করে আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিলেন টেল-এন্ডাররা। রূদ্ধশ্বাস জয়ে এলেও ঠকঠকানি ধরে গিয়েছিল। বিশাখাপত্তনমে নামার আগের দিনই নাকি সহবাগকে কথা দিয়েছিলেন রোহিত, উইকেট ছুঁড়ে দিয়ে আসবেন না। বীরুর কথায়, “ম্যাচের আগের দিন রোহিত আমাকে বলেছিল, ম্যাচ শেষ করে তবেই ফিরব। ও ঠিক সেটাই করে দেখাল। আমি ভীষণ খুশি।” সহবাগের খুশি হওয়ার আর একটি কারণ মিডল অর্ডারের পরিণত ব্যাটিং। যা ওপেনারদের ব্যর্থতা ঢেকে দিয়েছে। বিরাট কোহলি (১১৭) এবং রোহিতের চতুর্থ উইকেটের পার্টনারশিপে উঠেছে ১৬৩ রান। সহবাগ বলছিলেন, “কোহলি আর রোহিত এমন খেলছিল মনে হচ্ছিল দু’জনে মিলে ২০০টা ওয়ান ডে খেলে ফেলেছে। আসলে সংখ্যাটা ষাট-সত্তর।”

আবার ড্র পৈলানের
আই লিগের আটটি ম্যাচ খেলা হয়ে গেল। জয় এখনও অধরাই থেকে গেল পৈলান অ্যারোজের। শনিবার যুবভারতীতে মুম্বই এফ সি-র সঙ্গে ১-১ ড্র করল পৈলান। এই নিয়ে আট ম্যাচে চারটি ড্র পৈলানের। মা মারা যাওয়ায় চিরাগ কেরল ম্যাচের পরেই বাড়ি ফিরে গিয়েছেন সুখবিন্দর সিংহ। তাঁর অনুপস্থিতিতে এখন দলের দায়িত্ব সামলাচ্ছেন সুজিত চক্রবর্তী। ম্যাচের পর বলছিলেন, “অনভিজ্ঞতার জন্যই গোল খেয়ে গেলাম। ছেলেরা খুব খারাপ খেলেনি।” বিরতির পর মিলন সিংহের গোলে এগিয়ে যায় পৈলান। তার মিনিট কুড়ি পরেই অবশ্য ১-১ করে দেন মুম্বইয়ের ফ্রাইডে। কান্নুরে অন্য ম্যাচে চিরাগ ইউনাইটেড কেরলের সঙ্গে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল সালগাওকরকে। মার্কাসের গোলে ম্যাচ শুরুর আধ ঘণ্টার মধ্যেই এগিয়ে যায় করিম বেঞ্চারিফার দল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে অনিল কুমারের গোলে ১-১ করে ফেলে চিরাগ। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন সালগাওকর আট ম্যাচে জিতেছে মাত্র দুটিতে। আই লিগে নয় পয়েন্ট নিয়ে তারা আট নম্বরেই রইল।

সেরা জীবন
পুণের পরে কলকাতা থেকেও আইটিএফ ফিউচার্স খেতাব তুলে নিলেন জীবন নেদুচেঝিয়ান। চেন্নাইয়ের (এখন বসবাস গাঁধীনগরে) ২৩ বছর বয়সি বাঁ-হাতি টেনিস প্লেয়ারের প্রিয় সারফেস ক্লে কোর্ট হলেও শনিবার সল্টলেকে জয়দীপ মুখোপাধ্যায় টেনিস অ্যাকাডেমির হার্ডকোর্টে জীবন তাঁর রাজ্যেরই শ্রীরাম বালাজিকে উড়িয়ে দিলেন। তামিলনাড়ুর দুই অবাছাইয়ের ফাইনালে জীবন জিতলেন ৬-২, ৬-১ ঘণ্টাখানেকের সামান্য বেশি সময়ে। শুরুতে ০-২ পিছিয়ে পড়ার পর পাল্টা জ্বলে উঠে জীবন প্রতিদ্বন্দ্বীকে গোটা ম্যাচে আর মাত্র দুটো গেম দেন। এক মাসের মধ্যে পেশাদার টেনিস জীবনের প্রথম দুটো আইটিএফ খেতাব জিতে জীবন ভারতীয় ডেভিস কাপ টিমে ঢোকারও দাবিদার হয়ে উঠলেন।

সাব্বিরই কোচ
আগের দু’বারের মতোই সাব্বির আলিকে ফের কোচ করে সন্তোষ ট্রফি জয়ের হ্যাটট্রিকের সুযোগ দিতে চায় আইএফএ। কোচেদের কমিটির সভায় সাব্বিরের নাম সর্বসম্মত ভাবে পাস হয়েছে শনিবার। সন্তোষের সূচি এবং টুর্নামেন্ট অনূর্ধ্ব ২৩ হবে কি না সেই সিদ্ধান্ত জানায়নি ফেডারেশন। সাব্বিরের সঙ্গে কথা বলে তাঁর সম্মতি নেবেন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। সাব্বির হায়দরাবাদে। ফোনে বললেন, “অনূর্ধ ২৩-এর হলেও বাংলার দায়িত্ব নিতে আমার সমস্যা নেই। আমার কাছে প্রথমে দেশ। তার পরই রাজ্য।”

শীর্ষে সায়ন্তন-অভ্র
দ্য টেলিগ্রাফ স্কুল দাবায় ছ’নম্বর রাউন্ডের শেষে ছয় পয়েন্ট পেয়ে শীর্ষে সায়ন্তন দাস এবং অভ্রপ্রতিম মান্না। সপ্তম রাউন্ডেই রবিবার মুখোমুখি হচ্ছে সায়ন্তন এবং অভ্রপ্রতিম। শনিবার পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ডের খেলা ছিল আলেখিন চেস ক্লাবে। দুই রাউন্ডেই সহজে জিতল সায়ন্তন। প্রথমে হারায় ত্রিপুরার সাইনি দাসকে। ছ’নম্বর রাউন্ডে কৌস্তুভ কুণ্ডুকে। ঋতব্রত গঙ্গোপাধ্যায় অঘটন ঘটিয়েছে তার থেকে অনেক বেশি রেটিং পয়েন্টে থাকা সায়ন বসুকে হারিয়ে। পঞ্চম রাউন্ডে অভ্রপ্রতিম মান্না হারাল সৌরভ আনন্দকে।

মারা গেলেন লক্সটন
১৯৪৮-এর ইংল্যান্ড সফরে ডন ব্র্যাডম্যানের অপরাজিত অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য স্যাম লক্সটন মারা গেলেন। তাঁর বয়স হয়েছিল ৯০। ১৯৪৮-এ ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে ৮০ রান করেছিলেন লক্সটন। ১৯৪৮ থেকে ১৯৫১ অস্ট্রেলিয়ার হয়ে ১২টি টেস্ট খেলেন তিনি। ১৯৭২-১৯৮১ জাতীয় নির্বাচকও ছিলেন। ‘ফেয়ারওয়েল টু ক্রিকেট’ বইতে লক্সটনকে নিয়ে ব্র্যাডম্যান লিখেছিলেন, “ওর পুরো মনোভাবে একটা অবাধ্যতা ছিল। ও যখন বল মারত তখন মনে হত সেটা যেন হাতুড়ির কঠিন সঙ্গীত।”

ক্লার্কের সেঞ্চুরি
মাইকেল ক্লার্ক টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব পাওয়ার পর থেকে ব্যাটেও দুরন্ত ফর্মে। নেতৃত্বের বোঝা এতটুকু তাঁর ব্যাটে চাপ তৈরি করতে পারেনি বোঝাতে অধিনায়ক ক্লার্ক ষষ্ঠ টেস্টে তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন শনিবার উলুন গাব্বায়। শ্রীলঙ্কা সফরে কলম্বো, দক্ষিণ আফ্রিকা সিরিজে কেপ টাউনের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই ক্লার্ক করলেন ১৩৯ রান। সব মিলিয়ে ৭৫ টেস্টে ১৭তম শতরান। সঙ্গে রিকি পন্টিংয়ের ৭৮ এবং ব্র্যাড হাডিনের ৮৯ রানে সৌজন্যে অস্ট্রেলিয়া ৪০৭ তুলে প্রথন ইনিংসে ১৩২ রানে এগিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১০-১।

মেয়রস কাপ জিতল সাউথ ইস্টার্ন রেল
মেয়রস কাপ ওয়াটারপোলো চ্যাম্পিয়ন হল সাউথ ইস্টার্ন রেল। ক্যালকাটা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই শনিবার সাউথ ইস্টার্ন ৮-৭ গোলে হারাল ইস্টার্ন রেলকে। সাউথের বিশ্বজিৎ দে এবং তনভির আলম দু’টি করে গোল করলেন। চারটি গোল করলেন ইস্টার্নের রবিন বল দে। তৃতীয় হয়েছে বিবেকানন্দ সুইমিং অ্যাসোসিয়েশন।

রবিবার
আই লিগ ফুটবলে

প্রয়াগ ইউনাইটেড : এয়ার ইন্ডিয়া (যুবভারতী, ২-০০)
ডেম্পো : চার্চিল (মারগাও)
পুণে এফ সি : হ্যাল (পুণে)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.