লিওনেল মেসির খেলার স্মৃতি এখনও টাটকা এখানকার ফুটবলপ্রেমীদের। এ বার বিশ্বকাপের একঝাঁক প্রাক্তন মহাতারকাকে খেলতে দেখা যাবে কলকাতায়। সব ঠিকঠাক এগোলে ১৫ জানুয়ারি যুবভারতীতে এই স্বপ্নের ম্যাচে রোনাল্ডো-ফিগো-মালদিনি-কাফুদের মুখোমুখি হবেন ভাইচুং ভুটিয়া-জন আব্রাহামরা।
যে স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা এই ম্যাচটি করতে চলেছে তাদের প্রধান কর্তা সুনীল হামাল আইএফএ-র কাছে এই ম্যাচের জন্য প্রাক্তন বিশ্বকাপারদের যে তালিকা দিয়েছেন তাতে মার্সেল দেশাই, খুলিত-সহ এমন সব প্রাক্তন সুপারস্টারের নাম আছে, যাঁরা কখনও ভারতে আসেননি। তালিকাটিতে দলের অধিনায়ক দেখানো হয়েছে ২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের অধিনায়ক কাফু-কে। রুদ খুলিতের আসার কথা কোচ হিসাবে। প্রতিপক্ষ টিমে ভারতের তারকা ফুটবলার এবং বলিউড-সেলিব্রিটিদের মিশ্র দল। ফিগোদের বিরুদ্ধে অধিনায়ক সম্ভবত ভাইচুং ভুটিয়া। রেনেডি সিংহ, দীপেন্দু বিশ্বাসদের মতো আই লিগ খেলছেন দলে না, এ রকম নামীরাও থাকবেন দলে। বলিউড তারকাদের মধ্যে জন আব্রাহাম, দিনো মারিয়ারা খেলতে পারেন ভাইচুংয়ের টিমে। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “ফেডারেশন জানিয়েছে ফিফা-নথিভুক্ত ফুটবলার না হলে কারও খেলতে কোনও সমস্যা নেই। ম্যাচ করা যেতে পারে। সেটা ওই ম্যানেজমেন্ট কোম্পানিকে জানিয়ে দিয়েছি।” |
রোনাল্ডো-ফিগো: এ বার শহর মাতাবেন |
মেসির আর্জেন্তিনা ম্যাচের মতোই এ বারও রোনাল্ডো, মালদিনিদের সঙ্গে ম্যাচের উদ্যোক্তাদের চুক্তি দেখতে চেয়েছে আইএফএ। উৎপলবাবু বললেন, “ওঁরা কয়েক দিনের মধ্যে চুক্তি নিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলবেন। সব ঠিকঠাক থাকলে সব রকম সাহায্য করব। আমি আশাবাদী জানুয়ারিতে এখানকার ফুটবলপ্রেমীরা আরও একটা বড় ঘটনার সাক্ষী হতে পারবেন।”
জেপিআর নামে যে স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা এই ম্যাচের সংগঠক, তারা মূলত আন্তর্জাতিক মাপের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। নেপালে ব্রায়ান অ্যাডামসের অনুষ্ঠান করেছে। কলকাতার পর নেপালেও একটি ম্যাচ খেলার কথা রোনাল্ডোদের। যুবভারতীতে উদ্যোক্তারা ভেবেছিলেন বিশ্বতারকা একাদশের বিরুদ্ধে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্লেয়ারদের খেলানোর। আপত্তি তোলে আইএফএ। উদ্যোক্তাদের জানিয়ে দেন, প্রতিপক্ষ বাছার ক্ষেত্রে রাজ্য সংস্থার মতামত নিতে হবে। |