কায়রো ইসলামাবাদ ঢাকা জেনিভা লন্ডন/তেহরান |
• মিশরের ছয় দশকের মধ্যে প্রথম ভোটপর্ব সমাপ্ত। প্রবল উৎসাহের মধ্যে ভোট দিলেন মানুষ। মোট কত জন প্রার্থী হয়েছেন, তারই কোনও হিসেব নেই। ফলাফল বার হওয়ার আগেই জোর গুজব, ইসলামিক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডই নাকি এগিয়ে। নাগরিকদের অনেকেই বলছেন, ‘সকলকেই তো চান্স দিলাম, শরিয়া আইনকে এক বার চান্স দিয়ে দেখা যাক না কেন!’ তারই মধ্যে আবার তহরির স্কোয়্যারে প্রতিবাদের ঝড়, গত সপ্তাহে পুলিশের গুলিতে ৪২ জন নাগরিকের মৃত্যুর প্রতিবাদে।
• বাংলাদেশে সরকার শেষ পর্যন্ত শত্রুসম্পত্তি প্রত্যর্পণ আইন পাশ হল। হাসিনা সরকারের সাহসী সিদ্ধান্ত অনুসারে হিন্দুদের রাষ্ট্র-অধিকৃত সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে।
• সিরিয়ার আল-বাশার সরকারের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায়? রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার গোষ্ঠী জরুরি বৈঠক বসাল। সিরিয়ার বিষয়ে রাষ্ট্রপুঞ্জের মধ্যে আশ্চর্য ঐকমত্য এখনও পর্যন্ত। আমেরিকা, ইউরোপের দেশগুলির সঙ্গে সম্পূর্ণ একমত আরব দুনিয়ার দেশগুলিও। বিপ্লব শুরু হওয়ার পর থেকে ৪০০০-এরও বেশি মানুষ যে রাষ্ট্রীয় হিংসায় নিহত হয়েছেন, তার বিরুদ্ধে সকলে সরব। লিবিয়ার পর এ বার কি তবে সিরিয়া?
• গত মঙ্গলবার তেহরানে ব্রিটিশ দূতাবাসের উপর হামলার পর ইরান থেকে ব্রিটেন তাদের কূটনৈতিক কর্মীদের দ্রুত সরিয়ে নিচ্ছে।
|
• ‘মার্কিন বিমানবাহিনী যাতে পাকিস্তানের কোনও নাগরিকের এক বিন্দু রক্তও না ঝরাতে পারে, সেটা নিশ্চিত করব।’ বক্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। মার্কিন হামলায় জনা-পঁচিশ পাক সেনার মৃত্যুতে প্রবল প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে কড়া কথাটি বললেন তিনিই। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের ভূমিকাকে খাটো করে দেখানো চলবে না, ক্রুদ্ধ হিনার বক্তব্য। |
|
ঐতিহাসিক সফর শেষ করে বাড়ি ফিরলেন হিলারি ক্লিন্টন। প্রায় পঞ্চাশ বছরের অচ্ছুত দেশ মায়ানমার (নাকি বার্মা? যে সামরিক সরকার মায়ানমার নামটি দিয়েছে তাকে স্বীকৃতি দেয় না আমেরিকা ও ব্রিটেন, তাই মায়ানমার নামটিতেও তাদের আপত্তি) সফরে গিয়ে এ বার তিনি প্রেসিডেন্ট থেন সিয়েনকে সংস্কারের মাত্রা এমন ভাবেই বাড়াতে অনুরোধ করলেন, এবং, দীর্ঘ অন্তরিন অবস্থা থেকে মুক্তি লাভ করা বিরোধী নেত্রী অং সান সু চি-র সঙ্গে ইয়াঙ্গন শহরের এক রেস্তরাঁয় হার্দ্য কথোপকথনে বসলেন। পাশের ছবিটি সেই মিলন-মুহূর্তের। সু চি এবং ক্লিন্টন, দুই জনই গণতন্ত্রের পথে আবশ্যিক পদক্ষেপ হিসেবে রাজনৈতিক বন্দি মুক্তির বিষয়টিতে বিশেষ ভাবে জোর দিতে চান। |
উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ (ছবি) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে এক হাত নিয়েছেন। নির্ভীক সাংবাদিকতার জন্য অ্যাসাঞ্জ এ বছরের ‘ওয়াকলি’ পুরস্কার পেয়েছেন। সাংবাদিক ও আলোকচিত্রীদের একটি প্যানেল এই পুরস্কার দেয়। সেই পুরস্কার গ্রহণ উপলক্ষে প্রেরিত ভাষণে অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ বলেছেন, অস্ট্রেলিয়ার নাগরিক ও সাংবাদিকরা স্বাধীনচেতা, সাহসী, কিন্তু প্রধানমন্ত্রী গিলার্ড যে ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে নতিস্বীকার করে উইকিলিকস’কে দমন করছেন, তা কাপুরুষোচিত। সুইডেনের দুই মহিলাকে ধর্ষণের অভিযোগে অ্যাসাঞ্জ এখন ব্রিটেনে গৃহবন্দি। |
সম্প্রতি মঙ্গলগ্রহে নতুন অভিযান পাঠাল নাসা। মহাকাশযানে করে ‘কিউরিয়সিটি’ নামে একটি রোভার (অনুসন্ধানকারী রোবট) ওই গ্রহে নামবে ২০১২ সালের অগস্ট মাসে। অবশ্য যদি সব ঠিক থাকে তবেই..। কারণ এর আগে অনেক অভিযানই খুব একটা ‘মঙ্গলজনক’ হয়নি নাসার পক্ষে। অধিকাংশ মহাকাশযানই অক্ষত অবস্থায় নামতে পারেনি ওই গ্রহের বুকে। তাই এ বার রীতিমতো আঁটঘাট বেঁধেই নেমেছে নাসা। এখনও পর্যন্ত যতগুলি যান পাঠানো হয়েছে মঙ্গলগ্রহে তার মধ্যে নাকি সবচেয়ে আধুনিক ও শক্তপোক্ত এই রোভার। এক বার সাবধানে মঙ্গলের মাটিতে নামতে পারলেই কাজ শুরু করে দেবে রোবটটি। গ্রহের মাটি ও পাথর খুঁটিয়ে দেখবে সেখানে কোনও প্রাণের অস্তিত্ব পাওয়া যায় কি না। |
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল। বিরোধীরা বলছে, এই নির্বাচন প্রহসনমাত্র বিপুল রিগিং হয়েছে। আফ্রিকার এই দেশটির পরিস্থিতি ভয়াবহ, ধর্ষণ ও মানবাধিকার লুণ্ঠনের ঘটনা এখানে অকল্পনীয় সংখ্যায় ও মাত্রায় ঘটে। সমাজ ও অর্থনীতির প্রাথমিক পরিকাঠামোও নামমাত্র। নির্বাচনের সময়েও প্রবল হিংসাত্মক কার্যকলাপ দেখা গেল। |
পৃথিবীর প্রথম শৃঙ্গার শিক্ষার প্রতিষ্ঠান। অন্তত তেমনটাই দাবি করছেন ইলভা-মারিয়া টমসন। সুইডেনের স্কুলশিক্ষিকা ভিয়েনাতে খুলেছেন ‘দি অস্ট্রিয়ান ইন্টারন্যাশনাল সেক্স স্কুল’। প্রাপ্তে তু ষোড়শে বর্ষে যে কেউ সেখানে ভর্তি হতে পারে, শিখে নিতে পারে কী ভাবে আরও ভাল প্রেমিক বা প্রেমিকা হওয়া যায়। ফি ১৪০০ পাউন্ড। ইলভা-মারিয়া জানিয়েছেন, তাঁর স্কুলের কোর্সে থিয়োরি কম, প্র্যাকটিস বেশি। নিয়মিত হোমওয়ার্কও দেওয়া হবে। বাড়ির পড়া কোথায় তৈরি করবে ছাত্রছাত্রীরা? ডরমিটরিতে, সেখানেই থাকতে হবে তাদের। হ্যাঁ, ডরমিটরি অবশ্যই কো-এড। বাৎস্যায়ন আশীর্বাদ করতেন। ভারত গত পরশু যা ভেবেছিল, ইয়োরোপ আজ তা ভাবছে। |