দলীয় সদস্যদের ভোটে অপসারিত কংগ্রেস প্রধান |
দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ এনে কংগ্রেসের প্রধানকে সরাল দলেরই দুই পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার মুরারই ২ পঞ্চায়েত সমিতির পাইকর ১ পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা ধর অপসারিত হন। বিডিও অরূপ দত্ত বলেন, “খুব শীঘ্রই ওই পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচন করা হবে।” পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ১০টি আসনের মধ্যে কংগ্রেসের ৬, ফরওয়ার্ড ব্লকের ৩, সিপিএমের ১টি আসন রয়েছে। ১৫ নভেম্বর প্রধান কৃষ্ণা ধরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন দুই কংগ্রেস সদস্য ও চার জন বামফ্রন্ট সদস্য। ২৯ নভেম্বর ভোটাভুটিতে ৬-৪ ফলে প্রধান অপসারিত হন। অনাস্থার ব্যাপারে এ দিন উচ্চ আদালতে মামলা খারিজ হয়। কংগ্রেসের দুই সদস্য হাসমাইল মণ্ডল ও মদেশ্বর হোসেনের দাবি, “প্রধানের দুর্নীতিমূলক কাজকর্মে আপোষ করিনি। তাই অনাস্থা এনেছিলাম।” অপসারিত প্রধান অবশ্য বলেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। দলীয় সদস্যরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বামফ্রণ্টের সদস্যদের সঙ্গে হাত মিলিয়েছেন।” এলাকার ফব নেতা মহম্মদ হান্নান বলেন, “দলের প্রধানের দুর্নীতির প্রতিবাদ করে ওই দুই কংগ্রেস সদস্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। শত্রু বধ করতে এরকম সহায়তা দরকার পড়ে।”
|
৩০৫টি ডিটোনেটর, ৬৭৫টি জিলেটিন স্টিক-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে মুরারই থানার রাজগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতেরা হল মুরারইয়ের রাজগ্রামের হোসেন রাজা ও ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা শেখ ফিরোজ। তাদের কাছ থেকে আরও ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরকও উদ্ধার হয়েছে। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, “মূলত ঝাড়খণ্ডে অবৈধ ভাবে চলা পাথর খাদান এলাকায় ওই বিস্ফোরকগুলি পাচার করা হচ্ছিল। ধৃতদের জেরা করা হচ্ছে।”
|
বোলপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার মনোনয়নপত্র যাচাই ও প্রত্যাহারের শেষ দিন ছিল। কলেজের অধ্যক্ষ তথা ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার শিবহরি দত্ত বলেন, “বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেয়নি। তাই তাদেরকে জয়ী ঘোষণা করা হয়েছে।”
|
সাঁওতালি ভাষার সার্টিফিকেট পাঠক্রমের ভর্তির পরীক্ষায় ত্রুটি রয়েছে বলে দাবি করে শুক্রবার ওই বিভাগে তালা দিলেন বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের অভ্যন্তরীণ পড়ুয়াদের একাংশ। তাঁদের দাবি, গোটা পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে। ১৪ ও ১৫ নভেম্বর দু’দিনে ৩১৭ জন পরীক্ষা দিয়েছেন। বিশ্বভারতীর ভাষা ভবনের অধ্যক্ষ হরিশ্চন্দ্র মিশ্র বলেন, “তাদের দাবি ভিত্তিহীন। নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হয়েছে।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম সন্তোষ দেহারি (২০)। বাড়ি ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানা এলাকায়। পাথর শিল্পাঞ্চল এলাকার শ্রমিক বৃহস্পতিবার সকালে রামপুরহাট-দুমকা রাস্তা পারাপার করার সময়ে শিকারিপাড়া থানার সারাসডাঙার কাছে উল্টো দিক থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। প্রথমে তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে বর্ধমান নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
|
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম ফিরোজা বিবি (৪৫)। বাড়ি নলহাটি থানার খলিলপুরে। বৃহস্পতিবার রাতে তাঁকে অসুস্থ অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
ব্যাঙ্কে টাকা জামা দিতে এসে চুরি হয়ে গেল মোটরবাইক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের মহাজনপট্টি এলাকায়। থানায় ওই বাইকের মালিক অভিযোগ করেন। পুলিশ তদন্ত করছে। |