রবিবার রাতে বাঁকুড়ার তালড্যাংরা থানার লদ্যা গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “দুই দলের ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকা এখন শান্ত।” পুলিশ জানিয়েছে, ওই দিন রাতে সংঘর্ষে দু’পক্ষের ১০ জন জখম হয়েছেন। যদিও দুই রাজনৈতিক দলের নেতৃত্ব দাবি করেছিলেন ১২ জন জখম হয়েছেন। তৃণমূলের জেলা সভাপতি তথা আবাসনমন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়ের অভিযোগ, “সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্র এত দিন বলে আসছিলেন শ্যামবাবু যে দিন বিষ্ণুপুরে থাকেন সেই দিনই মারামারি হয়। কিন্তু এখন তিনি কী বলবেন। তাঁর উপস্থিতেই তাঁদের দলের কর্মীদের হাতে মার খেলেন আমাদের কর্মীরা। গুরুতর জখম চার জনকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করতে হয়েছে।” অমিয়বাবুর পাল্টা দাবি, “আমাদের লোকাল কমিটির সম্মেলনে প্রচুর জনসমাবেশ দেখে ভয় পেয়েছেন। তাই মনোবল ভেঙে দিতে ওরাই আমাদের কর্মীদের উপরে প্রথম আক্রমণ করে। এক তরফা মার খাওয়ার পরে পাল্টা মার দিতে হয়েছে।” সোমবার বাঁকুড়া মেডিক্যালে গিয়ে দেখা গেল, জখম তৃণমূল কর্মীরা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তি হওয়া চার জনের অবস্থা আগের থেকে ভাল।
|
শহরের বাসযাত্রী প্রতীক্ষালয়গুলিতে শৌচাগার না থাকায় ক্ষুব্ধ যাত্রীরা। বাঁকুড়া শহরের ঘটনা। অবিলম্বে তাঁরা পুরুষ ও মহিলাদের জন্য শৌচাগার তৈরির দাবি জানিয়েছেন। যাত্রীদের একাংশের অভিযোগ, “প্রায়ই এ জন্য সমস্যায় পড়তে হয়। পুরুষদের থেকে বেশি সমস্যা হয় মহিলাদের। পুরসভার এ ব্যাপারে নজর দেওয়ার দরকার।” প্রতিদিন নানা কাজে জেলার বিভিন্ন এলাকা থেকে বাসিন্দারা বাঁকুড়া শহরে আসেন। তাঁদের অভিযোগ, কেরানিবাঁধ, লালবাজার, তামলিবাঁধ, লোকপুর, পাঁচবাগা প্রভৃতি বাসস্টপে শৌচাগার নেই। কয়েকটি জায়গায় শৌচালয় থাকলেও তা এমন জায়গায় রয়েছে যে যাত্রীদের নজরে আসে না। কয়েকটি জায়গায় শৌচাগার থাকলেও তা বন্ধ থাকে। বাঁকুড়ার পুরপ্রধান তৃণমূলের শম্পা দরিপা বলেন, “সমস্যাটি আমাদের নজরে রয়েছে। সংশ্লিষ্ট কাউন্সিলারদের সমস্যাটি নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আশাকরি বেশি দিন এ নিয়ে যাত্রীদের কষ্ট পেতে হবে না।”
|
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল ও কংগ্রেস। রবিবার হুড়ার লধুড়কা উচ্চ বিদ্যালয় ও ঝালদা ২ ব্লকের বামনিয়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচন হয়েছে। লধুড়কাতে ৬টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। গত বার এই স্কুলের পরিচালন সমিতি ছিল সিপিএমের দখলে। আর বামনিয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে কংগ্রেস, তৃণমূল, সিপিএম ৬টি আসনেই লড়াই করেছে। তবে ফরওয়ার্ড ব্লক ২টি আসনে প্রার্থী দিয়েছিল। এখানে ৬টি আসনে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। গত বার এই স্কুলের পরিচালন সমিতিতে কংগ্রেস ক্ষমতায় ছিল।
|
সোমবার থেকে পুরুলিয়ায় শুরু হয়েছে হোমগার্ড নিয়োগের মৌখিক পরীক্ষা। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোরো, বান্দোয়ান, বলরামপুর ও বাঘমুণ্ডিজঙ্গলমহলের এই চারটি থানা এলাকার যুবকেরা এই পদের জন্য আবেদন করেছিলেন। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ২,৫০০ জন উত্তীর্ণ হয়েছেন। ২৭০টি শূন্যপদ রয়েছে। জেলা পুলিশ লাইনে কাল বুধবার পর্যন্ত এই পরীক্ষা চলবে। |