ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর |
রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর। সোমবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার মেচেদা ও নন্দাইগাজন স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। জীবন রাম (৪৩) নামে মৃত রেলকর্মী কি-ম্যান পদে কর্মরত ছিলেন। এ দিন সকাল ৭টা নাগাদ রেললাইনে ক্লিপ লাগানোর সময় পাঁশকুড়া থেকে হাওড়াগামী একটি লোকাল ট্রেন তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মেচেদা রেল আবাসনে থাকতেন ওই কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁর সহকর্মীরা। নিরাপত্তার দাবি তুলে দেহ আটকে বিক্ষোভ দেখান তাঁরা। কিছুক্ষণ পরে স্থানীয় রেলের আধিকারিক ও পুলিশ গিয়ে নিরাপত্তার আশ্বাস দিলে বিক্ষোভ থামে।
|
সিপিএমের রামনগর জোনাল কমিটির সম্পাদক পদে বহাল রইলেন আশিস প্রামাণিক। রবিবার রামনগরে সিপিএমের জোনাল কমিটির সম্মেলন হয়। সম্মেলনে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক দাশগুপ্ত, প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ, জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য নির্মল জানা, প্রশান্ত পাত্র, জেলা পরিষদের বিরোধী দলনেতা নিরঞ্জন সিহি প্রমুখ উপস্থিত ছিলেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও সারের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলা হয় সভায়। সম্মেলন শেষে জোনাল কমিটির সম্পাদক পদে আশিসবাবু ছাড়াও ১৬ জন জোনাল সদস্য নির্বাচিত হন।
|
খুনের অভিযোগে ধৃত মহিলা-সহ ৩ |
খুনের অভিযোগে একই পরিবারের এক মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। এগরা থানা এলাকার বাতাসপুর গ্রামের ধৃত কার্তিক প্রধান, সীতা প্রধান ও কমল প্রধানকে সোমবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর ২২ মে ওই গ্রামেরই বাসিন্দা প্রণবকুমার মাইতির ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি গাছ থেকে। তখন কোনও অভিযোগ না জানালেও ২৬ নভেম্বর মৃতের স্ত্রী দেবী মাইতি গ্রামের প্রধান পরিবারের তিন জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটর সাইকেল আরোহীর। সোমবার বিকালে মারিশদার কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত দেবকুমার জানা (২১) ও রাজকুমার পয়ড়্যার (২৪) বাড়ি মারিশদারই কালীনগরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবকুমার ও রাজকুমার মোটর সাইকেলে চেপে কাঁথির দিকে যাচ্ছিলেন। মারিশদায় রাস্তার ধারে একটি স্কুলগাড়ি দাঁড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে একটি ভ্যান রিকশা আচমকা চলে এলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুলগাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দেবকুমারের মৃত্যু হয়। রাজকুমারকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে সেখানেই মৃত্যু হয় তাঁর।
|
নন্দকুমারের দ্বারিকানাথ ও মোক্ষদা কুইতি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় রবিবারের কোয়ার্টার ফাইনালের খেলায় জয়ী হল কলকাতার সাদার্ন সমিতি। নন্দকুমার ফুটবল ময়দানে আয়োজিত এই খেলায় ৫-১ গোলে চন্দ্রকোনা স্পোর্টিং ক্লাবকে হারায় তারা। তমলুক কোচিং সেন্টার ৪-১ গোলে রাজস্থান ক্লাবকে হারিয়ে দিয়েছে। এ দিকে, মহিষাদল রাজ ময়দানে বিশ্বনাথ প্রধান স্মৃতি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মহিষাদলের কসমস ক্লাব। রবিবার ২৫ রানে হলদিয়ার দ্বারিবেড়িয়া ক্রিকেট ক্লাবকে হারায় তারা। |