দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে সুশান্ত ঘোষের জেল হেফাজতের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়ল। সোমবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজিরা ছিল সুশান্তবাবু-সহ ১৬ অভিযুক্তের। ভারপ্রাপ্ত সিজেএম ১৬ জনেরই জেল হেফাজতের মেয়াদ ১৪ দিন বাড়িয়ে ১২ ডিসেম্বর ফের হাজিরার দিন নির্দিষ্ট করেন।
এই মামলায় ৫৮ জনের নামে চার্জশিট দিয়েছে সিআইডি। ১৯ জন এখনও পর্যন্ত ধরা পড়েছেন। সোমবার যে ১৬ জনের হাজিরার দিন ছিল তার বাইরে অন্য তিন বন্দিমদন সাঁতরা, বৈদ্যনাথ সাঁতরা এবং শিবরাম সিংহকে আদালতে হাজির করার কথা ৯ ডিসেম্বর। এই তিন বন্দিই এর আগে গোপন জবানবন্দি দিয়েছেন আদালতে। মদন-বৈদ্যনাথকে আবার ‘রাজসাক্ষী’ করতেও চেয়েছে সিআইডি। |
‘ফেরার’ ৩৯ জন অভিযুক্তের নামে হুলিয়া জারি করে ২৫ নভেম্বরের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু কেউই হাজির হননি। সিআইডি সূত্রের খবর, এ বার ‘ফেরার’দের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানানো হবে আদালতে। সোমবার সিজেএম আদালতে হাজির হওয়া অভিযুক্তদের অন্যতম, সুশান্তবাবুর এক সময়ের আপ্ত-সহায়ক দেবাশিস পাইনের আইনজীবী শাক্য মাইতি অভিযোগ করেন, সিআইডি তাঁদের চার্জশিটের সব কাগজপত্র দেয়নি। সরকারপক্ষের আইনজীবী অর্ধেন্দু সাহা দাবি করেন, সব কাগজই দেওয়া হয়েছে। বিচারক এ নিয়েও ১২ ডিসেম্বর শুনানির দিন নির্দিষ্ট করেন। |