দেশের মাটিতে সাফ ফুটবল শুরুর ঠিক আগে নিজের দলকে দেখে নেওয়ার সুযোগ স্যাভিও মিদেইরার সামনে।
আজ মঙ্গলবার মারগাওয়ে জাম্বিয়ার সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে নামার আগে ফুটবলারদের এই লক্ষ্যের কথাই বলছেন জাতীয় কোচ। সোমবার বিকেলে গোয়ায় ফোনে ধরা হলে স্যাভিও বললেন, “সামনে সাফ গেমস। ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে দেখতে চাই জাম্বিয়া ম্যাচকে। দিল্লিতে মাঠে নামার আগে আমরা এখন ঠিক কোন জায়গায় আছি, কী অবস্থায় আছি তা-ও দেখে নিতে চাই। ফিফা র্যাঙ্কিংয়ে জাম্বিয়া আমাদের চেয়ে এগিয়ে আছে। কিন্তু আমরা একতাবদ্ধ হয়ে লড়াই করলে অনেক কিছুই হতে পারে। জেতার জন্যই খেলব। আমি আশাবাদী।” মালয়েশিয়ার বিরুদ্ধে আগের দুটি প্রদর্শনী ম্যাচে যথেষ্ট ভাল খেলেছিলেন নবি-সুনীল-গৌরমাঙ্গিরা। জিতেওছিলেন। সেটাই সম্ভবত স্যাভিওকে যথেষ্ট আশাবাদী করেছে।
মালয়েশিয়ার চেয়ে জাম্বিয়া অনেক ভাল দল। গোয়ায় প্রথম ম্যাচে আর্মান্দো কোলাসোর গোয়া একাদশকে বড় ব্যবধানে হারিয়েছে জাম্বিয়া। গোয়ার টিমে র্যান্টি মার্টিন্সের মতো ফুটবলার খেলেছিলেন। গোলও করেছিলেন। স্যাভিওর দল শক্তিশালী হলেও গোলের মধ্যে থাকা টিমের দুই তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রী ও জেজেকে পাচ্ছে না ভারত। আজ ভারত যখন মারগাওতে খেলবে তখন দু’জনেই গ্লাসগো রেঞ্জার্সের হয়ে হয়তো হামবুর্গের বিরুদ্ধে খেলছেন। দু’জনেই ট্রায়াল দিতে গিয়েছেন স্কটল্যান্ডের বিখ্যাত ক্লাবে। স্যাভিও অবশ্য সুনীল-জেজের না থাকার বিষয়টাকে বড় করে দেখতে নারাজ। বললেন, “এটা ঘটনা যে, সাম্প্রতিক কালে জাতীয় দলের হয়ে দু’জনই যথেষ্ট ভাল খেলেছে। কিন্তু যারা কাল নামবে তাদের সামনেও তো নিজেদের দেখানোর সুবর্ণ সুযোগ। শুধু ওদের দু’জনই নয়, শেখার সুযোগও সবারই।” তিনি যা ইঙ্গিত দিলেন তাতে সুশীল-জেজের জায়গায় স্ট্রাইকারে হয়তো শুরু করবেন বলজিৎ সাইনি এবং জোয়াকিম আব্রাঞ্চেস।
স্যাভিও কোচ হয়ে আসার পর ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়ক করছেন। কলকাতায় মালয়েশিয়ার বিরুদ্ধে রহিম নবিকে অধিনায়ক করে দিয়েছিলেন। কিন্তু আজ কাকে দেওয়া হবে দায়িত্ব। শোনা যাচ্ছে সমীর নায়েক বা স্টিভেন ডায়াস পাবেন ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড। স্যাভিও অবশ্য বললেন, “এখনও ঠিক করিনি। কাল সকালের টিম মিটিংয়ে সবার সঙ্গে কথা বলে নাম ঘোষণা করব।”
লেনের কপাল খুলছে: কলকাতা লিগেও অ্যালান গাও-কে নামানোর কথা ভাবছেন ট্রেভর মর্গ্যান। প্রথমে শোনা গিয়েছিল গাও না কি ঘরোয়া লিগে খেলতে চাইছেন না। কিন্তু মর্গ্যান সোমবার ঘনিষ্ঠ মহলে যা ইঙ্গিত দিয়েছেন তাতে পয়লা ডিসেম্বর সাদার্ন সমিতির বিরুদ্ধে গাও মাঠে নেমে পড়তেই পারেন। এ দিকে, মেহতাব হোসেন, সুনীলকুমারের সঙ্গে ঘরোয়া লিগে খেলা প্রতিশ্রুতিমান লেনকেও আই লিগে নথিভুক্ত করা হতে পারে। |