মনের মতো প্রশ্নপত্র আছে, শুধু পরীক্ষাটা ঠিকঠাক দিতে হবে।
হরিয়ানার যে বাইশ গজে আজ নামতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাংলা, তাতে ঘাস আছে। আছে সুইং বোলারদের মন ভাল করা পরিবেশ। সোজা বাংলায়, পেস বোলারদের আদর্শ পিচ। বাংলার হাতে আছেও তিন পেসার। রণদেব বসু, অশোক দিন্দা এবং সামি আহমেদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাঁরা পরীক্ষায় পাশ করতে পারবেন তো?
রঞ্জি ট্রফিতে আপাতত দু’টো ম্যাচ খেলা হয়ে গিয়েছে বাংলার। আর তাতে পেসারদের পারফরম্যান্সের খতিয়ানটা এ রকম:
রণদেব বসু ২ ম্যাচে ২ উইকেট।
অশোক দিন্দা ২ ম্যাচে ৫ উইকেট।
সামি আহমেদ ১ ম্যাচে ৫ উইকেট।
তৃতীয় জনকে নিয়ে কোনও সমস্যা নেই। এ বার রঞ্জিতে নেমেই আগুন ছুটিয়েছেন সামি। বাংলা পেস-আক্রমণের ভবিষ্যত-নেতা যে তিনিই হতে চলেছেন, সেটাও বলাবলি করছে স্থানীয় ক্রিকেটমহল। কিন্তু প্রথম দু’জনকে নিয়েই যত আশঙ্কার আবহাওয়া। বিশেষ করে, রণদেব। তাঁকে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচে রাখা হবে কি না, তা নিয়ে একপ্রস্থ ঝামেলা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নির্বাচকদের চাপে শেষ পর্যন্ত থেকে গিয়েছেন রণ। কিন্তু ঘটনা হচ্ছে, হরিয়ানা ম্যাচ বার না করতে পারলে রঞ্জি ট্রফির মূলপর্ব যেমন বাংলার থেকে আরও দূরে সরে যাবে, তেমনই রণ যদি এই ম্যাচেও ব্যর্থ হন তা হলে পরবর্তী তামিলনাড়ু ম্যাচে তাঁকে রাখা নিয়ে ফের কথা উঠবে। দীর্ঘ দিন ধরে বাংলা বোলিংকে টানা রণ-র সামনে এ বার কঠিন পরীক্ষা। দিন্দাও যে নির্বাচকদের ভরসা কুড়োচ্ছেন, এমন নয়। তবে তাঁর অবস্থাটা রণ-র চেয়ে তুলনায় ভাল।
|
বাংলা কোচ ডব্লিউ ভি রামন অবশ্য ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পেসারদের উপর অহেতুক চাপ তৈরি করতে রাজি নন। ঘাসের পিচ দেখে যা ঠিক হয়েছে, তাতে তিন পেসারের সঙ্গে একমাত্র স্পিনার খেলানো হবে ইরেশ সাক্সেনাকে। ব্যাটিং অর্ডারে তিনটে বদল। ওপেনিংয়ে ঢুকছেন রোহন বন্দ্যোপাধ্যায়। মিডল অর্ডারে ঋ
তম পোড়েল। আর জাতীয় দলের হয়ে খেলতে চলে যাওয়া মনোজ তিওয়ারির জায়গায় অভিষেক ঝুনঝুনওয়ালা। “পেসারদের আমি মাথা ঠান্ডা রেখে বল করতে বলেছি। পছন্দের উইকেট পেয়ে বেশি কিছুর চেষ্টা না করতে যাওয়াই ভাল। লাইন লেংথ রেখে বলটা করতে হবে শুধু,” সোমবার প্র্যাক্টিস শেষে সাংবাদিকদের বলেছেন রামন। এ দিন বাংলার এই তিন পেসারকে নেটে অনেকক্ষণ ধরে বোলিংও করানো হল। যা দেখেশুনে এক সিনিয়র ক্রিকেটার রোহতাক থেকে ফোনে বললেন, “যা পিচ দেখলাম, তাতে পেসারদের হাতেই সব কিছু। পাঁচ পয়েন্টের ম্যাচ হবে বলে মনে হচ্ছে।” নেতা সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিনের প্র্যাক্টিসে ছিলেন না। তিনি রোহতাক ঢুকেছেন রাতের দিকে।
বাংলা যদি তিন পেসারে যায়, তা হলে হরিয়ানা যাচ্ছে চার পেসারে। সঙ্গে থাকবেন লেগস্পিনার অমিত মিশ্র। ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা যাঁর ভাল রকম আছে। ব্যাটিং মন্দ কী? প্রথম তিন ব্যাটসম্যান যথেষ্ট শক্তপোক্ত। দুই ওপেনার নীতিন সাইনি এবং রাহুল দেওয়ান রান পাচ্ছেন নিয়মিত। তিন নম্বরে নামবেন সানি সিংহ, নাইট রাইডার্সে ট্রায়াল দেওয়ার অভিজ্ঞতা যাঁর আছে। আছেন বীরেন্দ্র সহবাগের ভ্রাতুষ্পুত্র প্রিয়াঙ্ক তেহলান। যিনি দিল্লির অনূর্ধ্ব ২২-এ রানের ফোয়ারা ছুটিয়ে আপাতত যোগ দিয়েছেন হরিয়ানায়।
যা দাঁড়াচ্ছে, রণ-দের পরীক্ষাটা সহজ হবে না। বিপক্ষ ব্যাটিং কিন্তু ফেলনা নয়।
|