রাস্তা রয়েছে। আগে লোকজন যাতায়াতও করতেন। কিন্তু এখন যাতায়াতেও সমস্যা হচ্ছে। রাস্তাটি চলাচলের যোগ্য করার জন্য বার বার স্থানীয় কাউন্সিলর থেকে পুরপ্রধান--প্রত্যেককেই জানানো হয়েছে। কিন্তু রাস্তাটি চলাচলের যোগ্য করার ব্যাপারে কেউই উদ্যোগী হননি বলে অভিযোগ। অথচ, সামান্যই কাজ। কাজ বাকি কেন? মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসুর বক্তব্য, “সমস্যাটি মেটানোর জন্য পুরপ্রধান-পারিষদকে বলেছিলাম। কেন কাজ হয়নি তা খোঁজ নিয়ে বিষয়টি মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।” |
পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো রোড থেকে গেটবাজার যাওয়ার রাস্তাটির কিছু অংশ প্রশস্ত। তার পর রাস্তাটি ছোট হতে হতে হারিয়ে যেতে বসেছে। যে পথ দিয়ে রেললাইন পেরিয়ে সোজা রাঙামাটিও পৌঁছে যাওয়া যায়। বিশেষত, রেললাইনের ওপারের অর্থাৎ রাঙামাটি এলাকার মানুষজন রেললাইনের ওই পারে সাইকেল, মোটর সাইকেল রেখে সহজেই এ পারে বাজার করতে আসতেন। তাতে উড়ালপুল হয়ে ঘুরে যাতায়াতের ঝক্কি থাকে না। তা ছাড়াও রাস্তা লাগোয়া বেশ কয়েকটি বাড়িও রয়েছে। যাঁদের কাছে যাতায়াতের জন্য ওই রাস্তাটিই একমাত্র ভরসা। এত দিন সেই পথে যাতায়াতও করা হত। সম্প্রতি রাস্তার পাশের নিকাশি নালা সংস্কারের পর স্ল্যাবটি তুলে দেওয়া হয়। পরে স্ল্যাবটি নালার উপরে ফেলা হয়েছে ঠিকই, কিন্তু ঠিক ভাবে না রাখার জন্য সাইকেল, মোটর সাইকেল নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। তা ছাড়াও নিকাশি নালার পাশাপাশি রাস্তার মাঝামাঝি জায়গায় একটি জলের কলও রয়েছে। স্থানীয় মানুষের দাবি, ওই জলের কলটি একটু সরিয়ে, স্ল্যাবটিকে ঠিক মতো রেখে দিলেই সবার সমস্যা মিটে যায়। এই নিয়ে দীর্ঘ দিন ধরেই স্থানীয় মানুষ দাবি জানিয়েছেন। কাজ হয়নি। অবশেষে পুরপ্রধানের দ্বারস্থ হয়েছেন। তাতেও সুফল মেলেনি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সমস্যা বুঝে পুরসভা যেন এই সামান্য কাজ একটু দ্রুত করে। |