ঠিক ১০০ দিন পার করে মণিপুরে জাতীয় সড়ক অবরোধ তুলছে ইউনাইটেড নাগা কাউন্সিল (ইউএনসি)। কাল সকাল থেকেই উঠে যাচ্ছে এই অবরোধ। মণিপুরি নাগাদের বাদ দিয়ে মণিপুর সরকার কোনও প্রশাসনিক পুনর্গঠনের সিদ্ধান্ত নেবে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের কাছে থেকে এই আশ্বাস পাওয়ার পরেই অবরোধ তোলার বিষয়ে ইউএনসি নেতৃত্ব ভাবনা-চিন্তা শুরু করেন। আজ ইউএনসি সভাপতি আদানি অবরোধ তোলার কথা ঘোষণা করেন। তবে তিনি বলেন, মণিপুরি নাগাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়, এমন কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার নিলে তাঁরা আবার অবরোধের পথে ফিরে যাবেন।
মণিপুরের সদর হিলকে পৃথক জেলা হিসাবে গড়ার দাবিতে কুকিরা গত ১ অগস্ট থেকে অবরোধ শুরু করে। সদর হিল জেলা গড়ার আশ্বাস পেয়ে ৯২ দিন পরে, অর্থনৈতিক অবরোধ তুলে নিয়েছিল তারা। অন্য দিকে, নাগা অধ্যুষিত সেনাপতি জেলা ভেঙে সদর হিল জেলা গড়ার প্রতিবাদে ২১ অগস্ট থেকে ইউএনসি পাল্টা অবরোধ শুরু করে। কুকিরা অবরোধ তুললেও নাগারা অবরোধ তোলেনি। রাজ্যের তিনটি মূল ‘জীবন রেখা’---৩৯, ৫৩ ও ১৫০ নম্বর জাতীয় সড়কে অবরোধ চালিয়ে যাওয়ার ফলে রাজ্যবাসীর অবস্থা শোচনীয় হয়ে ওঠে। পেট্রোলের দাম লিটারপ্রতি ২০০ টাকা ছুঁয়েছে। ডিজেল বিকোচ্ছে ৯০ টাকায়। রান্নার গ্যাস ১৫০০ টাকায়। সড়ক অবরোধ কার্যত ‘অর্থনৈতিক অবরোধ’-এর চেহারা নেয়।
আগামী ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীর মণিপুর সফরে আসার কথা। তার আগে অবরোধ ওঠায় স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ। |