|
|
|
|
|
আরও ১ টাকা কমতে
পারে পেট্রোলের দাম
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
|
আরও এক টাকা কমতে পারে লিটারে পেট্রোলের দাম। চলতি সপ্তাহের ৩০ নভেম্বরই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এই সিদ্ধান্ত নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট শিল্পের এক শীর্ষ কর্তা। প্রসঙ্গত, গত ৩ নভেম্বর ১.৮২ টাকা দাম বাড়ানোর পর ১৫ নভেম্বরই পেট্রোলের দাম লিটারে ২.৩১ টাকা কমিয়েছিল তারা। ২০১০ সালের জুনে পেট্রোলের দামের উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ার পর সেই প্রথম দাম কমানো হয়। এ বার আরও এক টাকা দাম কমানোর ইঙ্গিত মিলল। বিশ্ব বাজারের দামের সঙ্গে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত নিতে পারে তেল সংস্থাগুলি। প্রতি দু’সপ্তাহ অন্তর তেলের দাম খতিয়ে দেখে তিন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম। সংশ্লিষ্ট সূত্রের খবর, সংস্থাগুলি দাম কমাতে পারে লিটারে ৮৫ পয়সা। তবে করের অঙ্ক হিসেব করার পর তা দাঁড়াবে ১.০২ টাকার মতো। শিল্পমহল আরও জানিয়েছে, সিঙ্গাপুরে পেট্রোলের দাম কমে যাওয়ার জেরেই দাম কমানো সম্ভব হবে। সিঙ্গাপুরে পেট্রোলের গড় দাম ব্যারেলে ১১৪.১৩ ডলার থেকে ১০৮.৭৬ ডলারে নেমে এসেছে বলে একটি পরিসংখ্যানে জানানো হয়েছে। ফলে টাকার দাম কমায় আমদানির খরচ বাড়া সত্ত্বেও তা পুষিয়ে গিয়েছে বলেই ইঙ্গিত। উল্লেখ্য, এর আগে টাকার দাম কমার কারণেই পেট্রোলের দাম বাড়িয়েছিল তেল সংস্থাগুলি। |
|
|
|
|
|