|
|
|
|
|
ফের ১৬ হাজারের ঘরে ফিরল সেনসেক্স
সংবাদসংস্থা • মুম্বই |
|
এক সপ্তাহ বাদে ফের ১৬ হাজারের ঘরে সেনসেক্স। ডলারে টাকার দামও ছুঁল গত এক সপ্তাহে সর্বোচ্চ অঙ্ক। সোমবার বাজার বন্ধের সময়ে তা ছিল ১৬,১৬৭.১৩ পয়েন্টে। শুক্রবারের তুলনায় প্রায় ৪৭২ পয়েন্ট বেশি। সূচকের উত্থান কিছুটা হলেও টাকাকে টেনে তুলেছে বলে বাজার সূত্রের ইঙ্গিত। দিনের শেষে ডলারে টাকার দাম ৩০ পয়সা বেড়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫১.৯৫/৯৬ টাকা।
বাজার ঘুরে দাঁড়ানোর যে সমস্ত কারণ কাজ করেছে, তার মধ্যে রয়েছে:
• বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির দরজা খুলে দেওয়া • এশীয় বাজারে চাঙ্গা ভাব
• ইউরোপীয় সঙ্কট কাটা নিয়ে নতুন আশা
বহু ব্র্যান্ডের রিটেল সংস্থাকে দেশে প্রবেশাধিকার দিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত আর্থিক সংস্কারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ারই ইঙ্গিত ধরে নিয়েই উৎসাহিত বাজার। আপাতত এ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চললেও শেষ পর্যন্ত সঙ্কট কেটে যাবে ধরে নিয়ে লগ্নিকারীরা নতুন করে শেয়ার কিনতে আগ্রহী। তবে বিদেশি আর্থিক সংস্থাগুলি এখনও তেমন ভাবে বাজারে ফেরেনি।
অন্য দিকে, ইউরোপের ঋণের সঙ্কট কাটতে পারে, এই আশাতেই এশীয় বাজারের প্রায় সব সূচকই সোমবার ছিল ঊর্ধ্বমুখী। খোলার পর উঠেছে মার্কিন সূচকও। বিশেষ করে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) ইতালির ত্রাণ প্যাকেজ খাতে অর্থ জোগাতে পারে, এই আশায় ভর করেই বাড়তে থাকে বাজার। পরে অবশ্য আইএমএফ ইঙ্গিত দিয়েছে, তারা ইতালির আর্থিক সঙ্কট পরিত্রাণে অর্থ জোগাবে না। এ দিন বৈদেশিক মুদ্রার বাজারে রফতানিদের ডলার বিক্রির জেরে বাড়তে থাকে ডলারের জোগান। ইউরোপীয় সঙ্কটের জেরে ডলারের দাম আরও পড়তে পারে, এই আশঙ্কাতেই লাভ ধরে রাখতে বিক্রি বাড়িয়ে দেন রফতানিকারীরা। বিশ্ব বাজারেও ডলারের চাহিদা কমায় সব মিলিয়ে বিভিন্ন বৈদেশিক মুদ্রার তুলনায় পড়তে থাকে ডলারের দাম। ফলে ডলারে টাকার দাম বেড়ে যায় প্রায় ০.৫৭%। |
|
|
|
|
|