টুকরো খবর
এআই চাঙ্গা করতে ৩০ হাজার কোটি
এয়ার ইন্ডিয়া (এআই)-কে চাঙ্গা করতে দশ বছর মেয়াদি ৩০ হাজার কোটি টাকার ত্রাণ প্রকল্পের ইঙ্গিত দিল কেন্দ্র। সোমবার এ নিয়ে এক খসড়া পরিকল্পনা পেশ করল ১৪টি ঋণদাতা ব্যাঙ্কের কনসোর্টিয়ামও। সরকারি সূত্রে ইঙ্গিত, সংস্থাটির ৪,৫০০ কোটি টাকা ক্ষতি পুষিয়ে দেওয়া এবং আগামী ১০ বছর ধরে অতিরিক্ত শেয়ার মূলধন খাতে ৬,৭৫০ কোটি লগ্নি করতে পারে তারা। এ ছাড়া বিমান কিনতে দেওয়া হবে ১৭ থেকে ১৮ হাজার কোটি টাকা। সোমবার বিমান মন্ত্রক, সংস্থা ও কনসোর্টিয়ামের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ওই সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনে বিষয়টি নিয়ে মন্ত্রক বিবৃতি তৈরি করবে। এর পরই মন্ত্রিসভায় এই প্রস্তাব পেশ করা হবে।

ধর্মঘটে ব্যবসায়ীরা
খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির প্রতিবাদে সামিল হচ্ছে মেদিনীপুর চেম্বার অব কমার্স। খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ভারতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বৃহস্পতিবার ধর্মঘট ডেকেছে। তার সঙ্গে মেদিনীপুর চেম্বার অব কমার্স এবং তাদের সঙ্গে যুক্ত জেলার বিভিন্ন প্রান্তের শাখা সংগঠনগুলিও ধর্মঘটে সামিল হবে বলে জানিয়েছেন সম্পাদক রাজা রায়। সোমবার মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকে রাজাবাবু বলেন, “সরকারের এই সিদ্ধান্তের ফলে খুচরো ও পাইকারি সমস্ত ব্যবসায়ী চরম ক্ষতিগ্রস্ত হবেন। তাই এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার আমাদের সংগঠনভুক্ত সমস্ত দোকান বন্ধ থাকবে।”

সহারার আমানত নিয়ে
সহারার দু’টি সংস্থার আমানত প্রকল্পে গ্রাহকদের সুদ-সহ ১৭,৪০০ কোটি টাকা ফেরত দেওয়া নিয়ে সেবি-র আপিল আদালত (স্যাট)-এর নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ৮ জানুয়ারি পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে লগ্নিকারীদের স্বার্থ রক্ষায় দুই সংস্থা সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট ও সহারা হাউসিং ইনভেস্টমেন্ট কী ব্যবস্থা নিচ্ছে, তা নিয়ে হলফনামা দাখিলেরও নির্দেশ দিয়েছে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.