টুকরো খবর |
মিলল ছিনতাই হওয়া লরি |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
নিউ টাউনশিপ থানা এলাকায় জাতীয় সড়ক থেকে ছিনতাই হওয়া একটি লরি উদ্ধার করল পুলিশ। আসানসোলের ডিসেরগড় এলাকা থেকে লরিটি উদ্ধার হয়। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বিহারের হাজিপুর থেকে কলকাতাগামী একটি আটার বস্তা বোঝাই লরি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাস্তার পাশের জঙ্গলের একটি গাছে গাড়ির চালককে বেঁধে রেখে যায় তারা। পরে চালক থানায় গিয়ে বিষয়টি জানান। গাড়িতে থেকে যাওয়া চালকের দু’টি মোবাইলের টাওয়ার ধাওয়া করে শেষ পর্যন্ত রবিবার রাতে পুলিশ লরিটি উদ্ধার করে। গাড়ির মধ্যে পাওয়া যায় জখম খালাসিকেও। তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
|
সিটি সেন্টারে দোকানে আগুন |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
চলছে আগুন নেভানোর কাজ। সোমবার তোলা নিজস্ব চিত্র। |
সিটি সেন্টারের একটি বাজারের দু’টি দোকানে আগুন লাগে রবিবার বিকালে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকাল ৪টে নাগাদ বাজারের একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকানে প্রথম আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি বাজির দোকানেও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। পৌঁছয় পুলিশও। পাশেই একটি বন্ধ দোকানে কাঠের সামগ্রী থাকায় দমকলের কর্মীরা আরও একটি ইঞ্জিন আনার ব্যবস্থা করেন। দমকলের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
|
খনিতে বিক্ষোভ কুনস্তরিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এইচএমএস আইএনটিইউসি, কেকেএসসি ও কেএমসি কয়েক ঘণ্টা কোলিয়ারির এজেন্ট, ম্যানেজার ও এরিয়া ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল সোমবার। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার কুনস্তরিয়া কোলিয়ারিতে। শ্রমিক সংঠনগুলির অভিযোগ, ২০০৯ সালে ২৪ অক্টোবর ভূগর্ভে আগুন লাগার জেরে কোলিয়ারি বন্ধ হয়ে যায়। তারপর ৭০ কোটি টাকা খরচ করে আগুন নিভিয়ে ফের উৎপাদন শুরু হয়েছিল। এরই মধ্যে ভূগর্ভে জল ঢুকে যাওয়ায় শ্রমিকদের অন্যত্র স্থানান্তরিত করতে চাইছেন কর্তৃপক্ষ। কোনও ভাবেই তাঁরা এই সিদ্ধান্ত মানবেন না। অবিলম্বে জল তুলে ফেলে উৎপাদন চালু করার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান। এজেন্ট অরুণ হালদার জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
|
অন্ডালে অনশন |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
অন্ডালে প্রস্তাবিত বিমাননগরীর কার্যালয়ের সামনে রিলে অনশন। |
বামফ্রন্ট নেতৃত্বের তৈরি শিল্পাঞ্চল যৌথ সংগ্রাম কমিটির রিলে অনশন শুরু হল সোমবার। অন্ডালের প্রস্তাবিত বিমাননগরী কার্যালয়ের সামনে এ দিন ৪০ জন অনশনে বসেন। কমিটির পক্ষে সিপিএমের জেলা কমিটির সদস্য তুফান মণ্ডল জানান, বেকারদের নিয়োগ করতে হবে। নির্মাণ কাজে নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে। বর্গাদারদের ক্ষতিপূরণ এখনও পর্যন্ত দেওয়া হয়নি। জমির মালিকদেরও অনেকে টাকা পাননি। এ সবের প্রতিকারের দাবিতে এ দিন অনশন শুরু হয়।
|
রাজস্থানের কিশোরী উদ্ধার দুর্গাপুরে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রাজস্থানের জয়পুর থেকে নিখোঁজ এক কিশোরীর খোঁজ মিলল দুর্গাপুরের বেনাচিতির নতুনপল্লিতে। ওই কিশোরীর বাড়ি জয়পুরের শ্যামনগর থানার পার্বতীনগর গ্রামে। তাঁর বাবা পেশায় রাজমিস্ত্রী। গত ২২ জুন থেকে সে নিখোঁজ ছিল। দিন তিনেক আগে ওই কিশোরী বাড়িতে ফোন করে জানায়, সে দুর্গাপুরের নতুনপল্লিতে রয়েছে। রাজস্থান পুলিশ এ রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে কে বা কারা তাকে এখানে নিয়ে আসে। বাড়ির মালিকেরও সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। |
কৃষকসভার দাবি |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, সারে ভর্তুকি, ধান-পাট সহ কৃষিজাত সামগ্রীতে ভর্তুকি, ডিজেল ও বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিতে রানিগঞ্জ ব্লক অফিসে বিক্ষোভ দেখাল সারা ভারত কৃষকসভার রানিগঞ্জ জোনাল কমিটি। বিক্ষোভ শেষে বিডিও হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। বিডিও সুবোধ ঘোষ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।
|
উদ্ধার শিশুকন্যা |
চার মাস বয়সী এক শিশুকন্যাকে উদ্ধার করেছে অন্ডাল পুলিশ। সোমবার অন্ডালের সিঙ্গারণ নদীর পাড় থেকে শিশুটিকে উদ্ধার করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে তাকে দুর্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। |
|