মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আরএ গুটগুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় বিজয়ী হল আড়াডাঙা এমবিজি। কালাঝড়িয়া মাঠের খেলায় তারা ধেনুয়া নেতাজি সঙ্ঘকে ৬-১ গোলে হারায়। হ্যাটট্রিক করেন আবীর রায়।
|
উদয় সঙ্ঘ আয়োজিত জিতেন্দ্রনাথ ও পাঁচকড়ি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল খাঁদরা সবুজ সমিতি। কুমারডিহি মাঠে তারা রামনগর এসি-কে ২-০ গোলে হারায়। ফাইনালের সেরা জয়ী দলের সুস্মিত বাউরি। আয়োজক সংস্থার পক্ষে সুকান্ত চট্টরাজ জানান, ৫৩তম বর্ষের এই প্রতিযোগিতায় ১২টি দল যোগ দিয়েছে।
|
রসুই তরুণ সঙ্ঘের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জিতল ভাতার একাদশ। রবিবার তারা ২-১ গোলে কাটোয়ার ন’নগর অম্বুজা স্পোর্টিংকে হারিয়ে দেয়। ভাতার একাদশের হয়ে গোল দু’টি করেন স্যামুয়েল কড়ি ও সুরজিৎ শীল। ন’নগরের হয়ে একমাত্র গোলটি করেন সনাতন দাস। ম্যাচের সেরা হন স্যামুয়েল কড়ি।
|
সোমবার কেতুগ্রামের বালুটিয়া শ্রীদুর্গা পাঠাগারের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে কাটোয়া ফুল সমিতিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল উদ্ধারণপুর ফুটবল ক্লাব। পুরস্কার বিতরণী সভায় ছিলেন স্থানীয় বিধায়ক শেখ সাহানেওয়াজ।
|
অনূর্ধ্ব ১৬ ও ১৯ মহকুমা ক্রিকেট দল গঠনের জন্য বাছাই পর্ব হল বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে। দু’টি দলের ১৬ জন করে মোট ৩২ জনকে বাছাই করা হয়েছে। প্রতিযোগিতা হবে ডিসেম্বরে। অনূধ্বর্র্ ১৪ দল গঠনের ট্রায়াল ৪ ডিসেম্বরের বদলে ১৩ ডিসেম্বর হবে। ৪ ডিসেম্বর রাধারানি মাঠে অজয় ঘোষ ট্রফির খেলা থাকায় দিন বদল হয়।
|
কাঁকসা ২ চক্রের প্রাথমিক ও শিশুশিক্ষা কেন্দ্রগুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হরিকি মাঠে। মোট ২৪০ জন পড়ুয়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে যোগ দেয়। উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়।
|