টুকরো খবর |
তৃণমূলে এলেন কংগ্রেস সদস্য
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে সুতি-২ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য শিস মহম্মদ মহালদার রবিবার তৃণমূলে যোগ দেন। সুতির সুলতানপুর মাদ্রাসায় অনুষ্ঠিত তৃণমূলের একটি সম্মেলনে যোগও দেন তিনি। তিনি বলেন, “সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের ভূমিকা দ্বিচারিতামূলক। বাম বিরোধী হিসাবে তাই আমার তৃণমূলে যোগ দেওয়া।” ওই পঞ্চায়েত সমিতির কংগ্রেসের বিরোধী দল নেতা ওয়াজেদ আলি অবশ্য বলেন, “ওই সদস্য এখনও দলত্যাগের বিষয়ে আমাদের কিছু জানাননি। এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি।” তৃণমূলের ব্লক সভাপতি ও প্রাক্তন বিধায়ক শিস মহম্মদ বলেন, “বেশ কিছু দিন ধরেই ওই পঞ্চায়েত সদস্য তৃণমূলের হয়ে কাজ করছিলেন। রবিবার তিনি আনুষ্ঠানিক ভাবে তাঁর শতাধিক সমর্থককে নিয়ে তৃণমূলের সম্মেলনে উপস্থিত হয়ে দলত্যাগের কথা ঘোষণা করেন।”
|
পানীয় জল নেই, ক্ষোভ এলাকাবাসীর
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
পানীয় জলের সমস্যা আগেও ছিল। তবে গত ১০ দিনে তা বহুগুণ বেড়ে গিয়েছে। বেলডাঙার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় জল সরবরাহ অনিয়মিত। বেশির ভাগ কলেই জল পড়ছে না। একই অভিযোগ করলেন ১০ নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দাও। তাঁরা জানালেন, বেশির ভাগ কলেই জল সরবরাহ করছে না পুরসভা। আর বাকী ট্যাপ কল থেকে নামমাত্র জল পড়ছে। জলের অভাব মেটাতে তাই অনেক দূর থেকে জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত দিন দশেকের এই পানীয় জল সমস্যায় স্বভাবতই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবিনা বিবি বলেন, “কলে জল প্রায় আসছেই না। অনেক দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে।” পুরপ্রধান অনুপমা সরকার বলেন, “শহরের বেশ কিছু জায়গায় এই সমস্যা হচ্ছে। এটা নিতান্তই সাময়িক সমস্যা। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
|
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বালকের। মৃতের নাম আসিকুল শেখ (১২)। বাড়ি সুতির নুরপুরে। রবিবার সকালে বাড়ির সামনে খেলছিল আসিকুল। একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লরিটিকে আটক করেছে। অন্য দিকে, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল খালাসির। মৃতের নাম কালাম শেখ (৫০)। বাড়ি ফরাক্কার আন্ধোয়া গ্রামে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ফরাক্কার পেট্রোল পাম্পের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে।
|
সুতিতে বোমা উদ্ধার নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
১৯০টি বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সুতির মালোপাড়া গ্রামের একটি আমবাগান থেকে বোমাগুলি উদ্ধার হয়। ৬টা প্লাস্টিকের জারিকেনে ভরে ওই বোমাগুলো মাটির তলায় পুঁতে রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
|
অস্বাভাবিক মৃত্যু নিজস্ব সংবাদদাতা • কান্দি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কিশোরীর। শনিবার রাতে খড়গ্রামের জটারপুরে ঘটনাটি ঘটে। মৃতার নাম পরভিন খাতুন (১৭)। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। ওই রাতে পরভিনের দেহটি মাঠে পড়ে থাকতে দেখে তার বাড়ির লোকেরা খড়গ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতার দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
বাইক চুরি, ধৃত ২ নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মোটরবাইক চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে গেল দুই ছিনতাইকারী। শনিবার সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনেরই বাড়ি সুতির মধুপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন এক বাইক মিস্ত্রিকে মারধর করে তার কাছ থেকে ওই বাইকটি কেড়ে নেয় ছিনতাইকারীরা। পুলিশ এলাকায় টহল দেওয়ার সময়ে মিস্ত্রির চিৎকার শুনতে পায়। পুলিশ ওই দুষ্কৃতীদের ধাওয়া করে গ্রেফতার করে।
|
দুর্ঘটনায় মৃত্যু, জখম চার নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন ৪ জন। শনিবার রাতে নদিয়ার চাকদহে একটি ট্র্যাক্টরের ধাক্কায় কাদের মণ্ডল (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্য দিকে, রবিবার শিমুরালি চৌমাথা এলাকায় একটি গাড়ি ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন চার জন। তাঁদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতার নাম মায়ারানি মণ্ডল (৫০)। রঘুনাথগঞ্জের ধনপতনগরের বাসিন্দা মায়ারানিদেবী শনিবার দুপুরে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন। |
|