টুকরো খবর |
মেদিনীপুরে জেলা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ইউনিফায়েড অনুমোদিত এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজ ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুরে। রবিবারই শেষ হয়েছে এই সম্মেলন। শহরের ফিল্ম সোসাইটি হলে শনিবার এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক অসীম রায়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ। এ বারের জেলা সম্মেলনে সব মিলিয়ে ১৮৭ জন প্রতিনিধি যোগ দেন। জলসম্পদ দফতরে কর্মরতদের নানা সমস্যা-দাবি নিয়েই মূলত আলোচনা হয়। সম্মেলন শেষে নতুন একটি জেলা কমিটিও গঠন করা হয়। কমিটির সভাপতি ও সম্পাদক হয়েছেন যথাক্রমে অনুপ মান্না ও বীরেন্দ্রনাথ গিরি। অন্য দিকে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের বিভাগীয় সম্মেলনও শনিবার গড়বেতার ধাদিকায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইউনিফায়েডের জেলা সম্পাদক অরুণকান্তি প্রতিহার, ফরেস্ট সার্ভিসের রাজ্য সম্পাদক অমল সিংহ প্রমুখ। |
স্কুলে লটারি শুরু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লটারির মাধ্যমেই ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হল মেদিনীপুরে। শনিবার লটারির মাধ্যমেই মেদিনীপুর টাউন স্কুলে ভর্তি নেওয়ার জন্য ছাত্রদের নাম বিবেচিত হয়। সংরক্ষণ বিধি মেনে সব মিলিয়ে ২৫০ জন ছাত্রের নাম ঘোষণা করেন স্কুল কর্তৃপক্ষ। এরাই এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। লটারির সময় জেলা বিদ্যালয় পরিদর্শকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক মলয় দত্ত, স্কুল পরিচালন সমিতির সম্পাদক সুভাষচন্দ্র কুন্ডু প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী বলেন,“ রাজ্য সরকারের সিদ্ধান্তকে উপযুক্ত মর্যাদা দিয়েই ভর্তি প্রক্রিয়া শুরু হল। সুষ্ঠ ভাবেই লটারি হয়েছে।”
|
প্রতিবাদ সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল চালু রাখা, উচ্চশিক্ষার অর্ডিন্যান্স বাতিল-সহ বেশ কিছু দাবিতে সভা হল মেদিনীপুরে। রবিবার বিকেলে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে মেদিনীপুর শহরে এই সভা হয়। উপস্থিত ছিলেন সুজিত প্রতিহার, গৌতম মান্না, তপন দাস প্রমুখ। সমিতির নেতৃত্বের অভিযোগ, বর্তমান রাজ্য সরকার সিলেবাস কমিটির সুপারিশ, শিক্ষক সংগঠনগুলি ও পরিবর্তনকামী জনগনের মতামতকে অগ্রাহ্য করে শিক্ষাক্ষেত্রে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে।
|
ল’ ক্লার্কদের অবস্থান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য বিচারকের শূন্যপদ পূরণ-সহ বেশ কিছু দাবিতে অবস্থান কর্মসূচি করল পশ্চিমবঙ্গ ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশন। সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি শনিবার জেলা দায়রা বিচারককে স্মারকলিপি দেয়। অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক কমল পাত্র বলেন, “আদালত চত্বরে পানীয় জল ও শৌচাগারের তেমন ব্যবস্থা নেই। ল’ ক্লার্কদের জন্য ওয়েলফেয়ার ফান্ডও চালু হয়নি। এই বিষয়গুলি নিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছি।”
|
জন্মদিবস পালন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ইন্দিরা গাঁধীর জন্মদিন পালন হল মেদিনীপুরে। শনিবার এই উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চুরচকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আবার বার্জটাউনে ইন্দিরা গাঁধী মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে রক্তদান শিবিরের পাশাপাশি রক্তদাতাদের সংবর্ধনা, গরিবদের শীতবস্ত্র দেওয়া হয়। অনুষ্ঠানে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান প্রণব বসু, তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় ছিলেন।
|
কোথায় কী |
শুক্র-রবিবার
পটমায়া: পিংলার নয়ায় পট চিত্র মেলা। পটের রঙ তৈরি, পট আঁকা-সহ
নানা কর্মশালা রয়েছে মেলায়। মেলা প্রাঙ্গণে রাত্রিবাসের ব্যবস্থাও রয়েছে। |
|