টুকরো খবর
কিষেনজিকে নিয়ে গগৈয়ের দুশ্চিন্তা নেই
মাওবাদী নেতা কিষেনজি যদি অসমে কোথাও লুকিয়েও থাকেন, তা নিয়ে ভাবিত নন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বরং তাঁর অভিমত, এ রাজ্যে যদি ধরা পড়ে যান কিষেনজি, সেটা একদিক থেকে ভালই হবে। সম্প্রতি গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই অসমে রয়েছেন কিষেনজি। সন্দেহ করা হচ্ছে, কোকরাঝাড় বা বঙ্গাইগাঁওয়ে লুকিয়ে রয়েছেন তিনি। অসমের মাটি থেকেই উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে জঙ্গি ঘাঁটি গড়ে তোলাই তাঁর উদ্দেশ্য। এ বিষয়ে মন্তব্য করতে গিয়েই গত কাল মুখ্যমন্ত্রী গগৈ বলেন, “কোটেশ্বর রাও বা কিষেনজির এখানে থাকাটা তেমন দুশ্চিন্তার বিষয় নয়। বরং আমার পক্ষে ভালই। আমি কিষেনজিকে ধরে ফেলতে পারলেই ল্যাঠা চুকে যায়।” গগৈয়ের মতে, কিষেনজি থাকুন বা না থাকুন, রাজ্যে মাওবাদীরা কাজকর্ম চালাবেই। পুলিশ ও অন্য নিরাপত্তাবাহিনীও তাদের উপরে কড়া নজর রাখছে। আলফা মাওবাদীদের আশ্রয় দিচ্ছে কি না জানতে চাইলে গগৈ বলেন, “মাওবাদী ও আলফা-একই নৌকার আরোহী। রাজ্যের পিছিয়ে থাকা এলাকার মানুষকে নিশানা করছে তারা। ঘাঁটি গাড়ছে দুর্গম এলাকায়। তাই, অনুন্নত এলাকার বিকাশ ও প্রত্যন্ত এলাকা অবধি যোগাযোগ পরিকাঠামো গড়ে তোলাই আমাদের প্রথম লক্ষ্য।”

শিল্পের জমি চাষির হাতে ফেরানোর দাবি বিহারে
শিল্পের জন্য নেওয়া জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার দাবিতে সিপিআই (এম এল) একটি পুস্তিকা প্রকাশ করল। রবিবার গাঁধী ময়দানের কাছে জয়প্রকাশ নারায়ণের মূর্তির পাদদেশে এই পূস্তিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। এই বই প্রকাশ অনুষ্ঠান থেকে ফের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া দাবি উত্থাপন করা হল। আগামী দিনে দল এ নিয়ে যে আন্দোলনের পথে যাবে, তারও ইঙ্গিত দিলেন দলের সাধারণ সম্পাদক। প্রায় ২০ বছর আগে বিহারের বিভিন্ন এলাকা থেকে শিল্পের নাম করে কয়েক হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। দলের পক্ষ থেকে অভিযোগ, এখনও পর্যন্ত সেই সব জমিতে কোনও শিল্প গড়ে তোলা হয়নি। দীপঙ্করবাবু বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ, শিল্পের জন্য নেওয়া জমিতে যদি শিল্প স্থাপন না হয়, তা হলে কৃষককে তা ফিরিয়ে দিতে হবে। নীতীশের আমলেও জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতি হয়েছে। শিল্পের জন্য দলের নেতাদের আত্মীয়দের ‘প্রথম আসার’ ভিত্তিতে জমি বন্টন নিয়ে দুর্নীতি করছে। নীতীশ কুমার মুখে দুর্নীতি হটানোর কথা বলছেন। অথচ দলীয় লোকদের তিনি অন্যায় ভাবে জমি পাইয়ে দিচ্ছেন।”

ভাঁওয়ারি দেবী মামলায় জড়ালেন কংগ্রেস বিধায়ক
ভাঁওয়ারি দেবী নিখোঁজ মামলায় রাজস্থানের প্রাক্তন জলসম্পদমন্ত্রী মাদেরনা ও তাঁর স্ত্রীর পাশাপাশি কংগ্রেসের বিধায়ক মালকান সিংহ বিষ্ণোইকেও আজ জেরা করল সিবিআই। গত কালই সিবিআইয়ের জেরার মুখে ভাঁওয়ারির দেবীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন মাদেরনা। আজ ফের ৬ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। মালকানই মাদেরনার সঙ্গে ভাঁওয়ারি দেবীর আলাপ করিয়ে দিয়েছিলেন। পুলিশের দাবি, মাদেরনার সঙ্গে রফা করতে চেয়েছিলেন ভাঁওয়ারি দেবী। তৎকালীন সাংসদ বদ্রী রাম ঝাকারের কাছেও গিয়েছিলেন তিনি। হাইকোর্টের নির্দেশে ভাঁওয়ারি দেবী নিখোঁজ মামলার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ১ সেপ্টেম্বর থেকে ভাঁওয়ারি দেবী নিখোঁজ। রাজস্থানের প্রাক্তন জলসম্পদমন্ত্রী মাদেরনাই তাঁর স্ত্রী ভাঁওয়ারি দেবীকে অপহরণ করেছেন, এই অভিযোগে স্বামী অমরচাঁদ রাজস্থান হাইকোর্টে মামলা করেন।

আজ থেকেই ২৪ ঘণ্টা আগে তৎকাল টিকিট
ট্রেনের টিকিটের কালোবাজারি ঠেকাতে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এ বার নতুন নিয়ম চালু হচ্ছে। আজ, সোমবার থেকেই ওই নতুন নিয়ম চালু করছেন রেল-কর্তৃপক্ষ। এত দিন ৪৮ ঘণ্টা আগে তৎকাল টিকিট কেটে ট্রেনে আসন সংরক্ষণ করা যেত। নতুন নিয়মে আর তা হবে না। ৪৮ নয়, এখন থেকে তৎকাল টিকিট পাওয়া যাবে মাত্র ২৪ ঘণ্টা আগে। তৎকাল টিকিট নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ উঠছিল। এক শ্রেণির দালাল আগে থেকে ওই টিকিট কেটে রেখে পরে তা চড়া দামে বিক্রি করছিল। তার পরেই রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী তৎকালের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নেন। নতুন ব্যবস্থা অনুযায়ী রেলের স্বীকৃত ট্রাভেল এজেন্ট, কোনও ভ্রমণ সংস্থা বা রেলের ট্রাভেল সার্ভিস আসন সংরক্ষণ কেন্দ্র থেকে নির্দিষ্ট দিনের প্রথম দু’ঘণ্টা তৎকাল টিকিট নিতে পারবে না। একসঙ্গে চার জনের জন্য ওই টিকিট কাটা যাবে। তৎকাল টিকিট সংরক্ষণের জন্য রেলের নির্দিষ্ট করা পরিচয়পত্রের যে-কোনও একটির ফোটোকপি আসন সংরক্ষণ কেন্দ্রে স্লিপের সঙ্গে দিতে হবে। সেটি টিকিটেও দেওয়া থাকবে। ভ্রমণের সময় ওই নির্দিষ্ট পরিচয়পত্রটি সঙ্গে রাখতে হবে, যাতে টিকিট পরীক্ষক চাইলে তা দেখানো সম্ভব হয়।

বৃহন্নলাদের জমায়েতে আগুন, মৃত ১৪
দিল্লির নন্দ নগরী এলাকার বৃহন্নলাদের একটি জমায়েতে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল এ কে শর্মা জানান, ওই ঘটনায় আহত হয়েছেন ৪৮ জন। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ওই কমিউনিটি সেন্টারের রান্নাঘরেপ্রথমে আগুন লাগে। পরে তা অন্য অংশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। কমিউনিটি সেন্টারে ঠিক কত বৃহন্নলা জমায়েত হয়েছিলেন তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। সেন্টারে উপস্থিত কয়েক জন জানিয়েছেন, বৃহন্নলাদের সংখ্যা দশ-বারো হাজারও হতে পারে। রবিবারই ছিল তিন দিন ব্যাপী এই জমায়েতের শেষ দিন।

তরুণী-হত্যায় প্রাণদণ্ড
সৌম্যা-হত্যা মামলায় অভিযুক্ত গোবিন্দস্বামীকে মৃত্যুদণ্ড দিল ফাস্ট ট্র্যাক আদালত। এ বছরের পয়লা ফেব্রুয়ারির ঘটনা। চলন্ত ট্রেনের কামরায় একা পেয়ে ২৩ বছরের সৌম্যার সঙ্গে অভব্য ব্যবহার করে সে। এর পর ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তাঁকে। তার পর মারাত্মক আহত সৌম্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। ৬ ফেব্রুয়ারি হাসপাতালে মারা যান সৌম্যা। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, গোবিন্দস্বামীর অপরাধ ক্ষমার অযোগ্য। মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে গোবিন্দস্বামীর কাছে।

দুর্ঘটনা এড়াল কালকা
চালকের তৎপরতায় মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়াগামী কালকা মেল। ট্রেনটির ইঞ্জিনে কোনও ভাবে আগুন ধরে গিয়েছিল। ডেহরি স্টেশনে পৌঁছনোর কিছু আগে হঠাৎই ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন চালক। সঙ্গে সঙ্গে তিনি ডেহরি স্টেশনে ঘটনাটি জানান। এর পর সতর্ক ভাবে ট্রেনটি ডেহরি পর্যন্ত চালিয়ে নিয়ে আসেন তিনি। ডেহরির স্টেশন ম্যানেজার আদিল খলিফা জানান, মুঘলসরাই থেকে নতুন ইঞ্জিন এনে লাগানোর পর হাওড়ার দিকে রওনা হয় ট্রেনটি। চালকের তৎপরতার জন্য তাঁর প্রশংসা করেন খলিফা। আগুন কী ভাবে লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ট্যাঙ্কার ফেটে মৃত্যু শ্রমিকের
আজ সকালে কিষানগঞ্জের চনামনা গ্রামে গ্যাস কাটার দিয়ে তেলের ট্যাঙ্কার কাটার সময়ে বিস্ফোরণে মারা গেলেন এক শ্রমিক। আহত তিন জন। মৃত ব্যক্তির নাম সুধীর মিশ্র। তিনি শিলিগুড়ির বাসিন্দা ছিলেন। আহতদের শিলিগুড়ির হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ২৮ সেপ্টেম্বর একটি তেলবাহী মালগাড়িতে আগুন লাগায় ১৯টি ট্যাঙ্কার পরিত্যক্ত অবস্থায় ওই এলাকায় রেল লাইনের ধারে রাখা ছিল। পরে রেল কর্তৃপক্ষ ওই ট্যাঙ্কারগুলি বাতিল লোহা হিসেবে বিক্রি করে দেয়। আজ সেই ট্যাঙ্কারগুলি সরাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

গহলৌতের কপ্টারের জরুরি অবতরণ
যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করাতে হল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের হেলিকপ্টার। রবিবার চন্দকোটি গ্রামের একটি মাঠে কপ্টারটি অবতরণ করে। তবে গহলৌত জানিয়েছেন, কপ্টারের সব যাত্রীই সুরক্ষিত রয়েছেন। আজ কপ্টারে করে গহলৌত নাগালবাড়ি গ্রামে দু’টি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তখন এই ঘটনা ঘটে। চন্দকোটি থেকে গাড়িতে করে নাগালবাড়িতে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী।

প্রশ্ন ফাঁস, চার জনের যাবজ্জীবন
সিবিএসসি-র প্রশ্নপত্র ফাঁসের দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল পোর্ট ব্লেয়ারের এক বিশেষ আদালত। এক জনকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার বিচারক দেবীপ্রসাদ দে এই রায় দিয়েছেন। নিজের সন্তানদের সুবিধার জন্য চলতি বছরের গোড়ায় সিবিএসসি বোর্ডের একটি স্কুলের বারো ক্লাসের প্রশ্নপত্র ফাঁস করেছিল এই চার জন। মার্চে একটি স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি সামনে আসে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.