দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রতিদিন’-এর দফতরে রবিবার ভোরে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় দফতরের একটি অংশ। সেখানেই ছিল ওই সংবাদপত্রের বার্তা বিভাগও। সন্ধ্যায় ওই সংবাদপত্রের দফতর পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বলেন, “এক সপ্তাহ আগেই ওই অফিসে নতুন ওয়্যারিং করানো হয়েছে। সাত দিনের মধ্যে আগুন লাগল কেন, তা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। পুলিশকে তদন্ত করতে বলেছি।”ওই সংবাদপত্রের কর্তৃপক্ষের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ প্রফুল্ল সরকার স্ট্রিটে দফতরের তেতলায় ভোরে আগুন দেখা যায়। বার্তা বিভাগ, রিপোর্টিং, জেলা ডেস্ক, খেলা, সিস্টেম-সহ কয়েকটি জরুরি বিভাগ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে। |
সংবাদপত্রের দফতর পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার। —নিজস্ব চিত্র |
বিমানে বেআইনি ভাবে আনা ১১০ বোতল বিদেশি মদ আটক করল আবগারি দফতর। রবিবার, দমদম বিমানবন্দর চত্বরে একটি ঝোপ থেকে। এই ঘটনায় এক জন গ্রেফতার হয়। আবগারি দফতরের সহকারী কমিশনার দিলীপ দে বলেন, “তাইল্যান্ড থেকে বিমানে কয়েক লক্ষ টাকার ওই মদ আসে।” এ দিনই ঘোলা ও বিরাটির কিছু ভাটি থেকে তিন হাজার লিটার চোলাইয়ের পাউচ আটক হয়েছে।
|
কলকাতা মেডিক্যাল কলেজে ‘গণতান্ত্রিক’ পরিবেশ ফেরানোর দাবিতে রবিবার থেকে রিলে অনশন শুরু করলেন ডেমোক্র্যাটিক স্টুডেন্ট্স অ্যাসোসিয়েশন (ডিএসএ)-এর সদস্যেরা। তাদের প্রার্থীদের ছাত্র-নির্বাচনে দাঁড়াতে দেওয়ার দাবিতে মঙ্গলবার থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের মতবিরোধ চলছে। মেডিক্যালের অধ্যক্ষ, সুপার ও কিছু শিক্ষককে ঘেরাও করে রাখেন তাঁরা। মেডিক্যালে ছাত্র-নির্বাচন ২৫ তারিখ। তার প্রাথমিক প্রার্থী-তালিকা তৈরি হয়ে গিয়েছিল। তালিকা চূড়ান্ত করার সময়ে ডিএসএ-র ১৮ জনের নাম বাদ দেয় কলেজের বিশেষ কমিটি। তা থেকেই গোলমালের শুরু।
|
মানিকতলার মোড়ে রবিবার বিকেলে এক ট্রাফিক সার্জেন্ট ও মোটরবাইক চালকের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ জানায়, ওখানে ডিউটি করছিলেন মনোজ সাউ নামে এক সার্জেন্ট। অভিযোগ, নাজিম আজমল নামে এক ব্যক্তি তখন মোটরবাইক নিয়ে ট্রাফিক আইন ভাঙেন। মনোজবাবু তাঁকে থামালে কথা কাটাকাটি শুরু হয়। হাতাহাতি হয় বলেও অভিযোগ। |