মূল্যবৃদ্ধি নিয়ে যোজনা কমিশনের পূর্বাভাস মেলেনি। এ কথা কবুল করে মন্টেক সিংহ অহলুওয়ালিয়া বলেছেন, “মূল্যবৃদ্ধির হার সহ্যের মধ্যে নেমে আসার ব্যাপারে যে সময়সীমা দিয়েছিলাম, তা মেলেনি। আমরা ভেবেছিলাম, অনেক আগেই তা কমার মুখ নেবে।” এক সাক্ষাৎকারে যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান এ কথা জানালেও ২০১২-র মার্চের মধ্যে মূল্যবৃদ্ধি ৭-৭.৫ শতাংশে নেমে আসার ব্যাপারে তিনি আশাবাদী।
|
ভারতের পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করতে ব্ল্যাকবেরিতে ‘অ্যাপ্টিটিউড কম্পিটিশন ফর এক্সেলেন্স’ পরিষেবা আনছে ফোনটির নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম)। এ জন্য তারা জোট বেঁধেছে বিষয়বস্তু সরবরাহকারী আইপোমো ও মোবাইল পরিষেবা সংস্থা ভোডাফোনের সঙ্গে। পরিষেবাটি মিলবে বিনামূল্যে। রিম জানিয়েছে, নিজেকে যাচাইয়ের এই সুযোগ আপাতত পাওয়া যাবে কিছু পরীক্ষার জন্য। পরে তা বাড়বে। প্রথমে কর্নাটকে শুরু হলেও, আগামী বছর থেকেই সারা দেশে মিলবে পরিষেবাটি। অ্যাপ্টিটিউট টেস্টে ভাল ফল করলে এক লাখ টাকা পর্যন্ত বৃত্তির সুযোগও আছে।
|
ব্যবসা বাড়ানোর পথে হাঁটছে কলকাতার সংস্থা আস্দা অ্যাগ্রো প্রোজেক্ট। সংস্থার একাধিক পরিকল্পনার মধ্যে রয়েছে বীরভূমে বহুতল হিমঘর, বর্ধমানে চালকল, রাজবেড়িয়ায় পরিবেশ-বান্ধব পর্যটন কেন্দ্র নির্মাণ ইত্যাদি। ইতিমধ্যেই বাঁকুড়ায় সিমেন্ট কারখানা তৈরির কাজ চলছে। ২০১০-এ পানিহাটিতে চালু হওয়া এই সংস্থার মন্দারমণিতে রিসর্ট এবং বারাসতে মিনারেল ওয়াটারের বটলিং কারখানা রয়েছে। এ ছাড়া, আর্থিক পরিষেবা সংক্রান্ত ব্যবসার পাশাপাশি মাছ চাষও করে তারা।
|
চিপ্স, ওয়েফারের মতো তৈরি খাবার উৎপাদনে পার্লের সঙ্গে চুক্তি করল প্রিয়া গোষ্ঠী। তাদের জিপি ফুড্স পার্লের ফুলটস ব্র্যান্ডের এ ধরনের খাবার তৈরি ছাড়াও প্যাকেজিং এবং সরবরাহও করবে বলে জানিয়েছে। |