শুক্রবার রাতে সিউড়ি পুরসভার লিজ দেওয়া ডরমিটরিতে থাকা একটি ট্রাক্টরের ইঞ্জিন চুরি হয়ে গিয়েছে এই মর্মে শনিবার সন্ধ্যায় থানায় অভিযোগ করেছেন পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়। পুরপ্রধান জানান, ১৫ নম্বর ওয়ার্ডে ওই ডরমিটরিটি প্রায় দু’বছর আগে একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হয়। কিন্তু সেখানে পুরসভার ট্রাক্টরের ইঞ্জিন থেকে যায়। তবে সেটি পরিত্যক্ত। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বেরনো ছাইকে কাজে লাগাতে উদ্যোগী হয়েছে সংশ্লিষ্ট দফতর। সম্প্রতি বিশ্বভারতীর সঙ্গে ‘মউ’ স্বাক্ষরিত হয়েছে। ছাই, জৈব আবর্জনা ও কেঁচো দিয়ে কেঁচো সার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবনের কৃষি বিজ্ঞানী গুণীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “বিশ্বভারতীর সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। সার তৈরি করব।”
|
দীর্ঘদিন পরে বামফ্রন্টকে সরিয়ে রামপুরহাট কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের পরিচালন সমিতি দখল করল কংগ্রেস। শনিবার পরিচালন সমিতির চেয়ারম্যান পদের নির্বাচনে জয়ী হয় কংগ্রেসের আবদুর রহিম। ভাইস চেয়ারম্যান হন কংগ্রেসের সাইদুল ইসলাম। ৯ সদস্যের বোর্ডের ৭ জন কংগ্রেসের ও ২ জন বামফ্রন্টের সমর্থিত প্রার্থী। বামফ্রন্টের প্রার্থীরা অবশ্য এ দিন গরহাজির ছিলেন। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ অক্টোবর এখানকার পরিচালন সমিতির নির্বাচন হয়। কংগ্রেস-তৃণমূল জোটের ২৩ জন ও বামফ্রন্টের ১৭ জন জয়ী হন। এরপরে বামফ্রন্ট আদালতের দ্বারস্থ হয়। ব্যঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি মামলাটির ফয়সালা হয়। গত ২৩ অক্টোবর পরিচালন সমিতির বোর্ড গঠন করার জন্য নির্বাচন হয়। সেখানে কংগ্রেসের ৭ জন ও বামফ্রন্টের ২ জন দয়ী হন।
|
ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি’র রাজ্য সম্মেলন হল। বোলপুরে শনি ও রবিবার এই সম্মেলন হয়। সংগঠনের সম্পাদক অশোককাঞ্চন গঙ্গোপাধ্যায় বলেন, “র্দীর্ঘদিন চুক্তির ভিত্তিতে এই সংস্থায় কর্মরতদের স্থায়ীকরণ করার দাবি তোলা হবে।” রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “সংগঠনের নায্য দাবিগুলি বিবেচনা করা হবে।” |