রাজবাঁধে খুনের অভিযোগে ধৃত |
রাজবাঁধের ভুত বাংলো এলাকায় খুনের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রতন সরকার। শুক্রবার গভীর রাতে বাড়ির উঠোনে খুন হন দিলীপ মল্লিক (৪৬) নামে এক ব্যক্তি। তিনি এলাকায় ঘুরে ঘুরে গাছের চারা বিক্রি করতেন। তাঁর স্ত্রী অঞ্জলিদেবী পুলিশকে জানান, গভীর রাতে কোনও প্রয়োজনে দিলীপবাবু বাইরে বেরিয়েছিলেন। হঠাৎ আতর্নাদ শুনে বাইরে বেরিয়ে দেখেন তাঁর স্বামী লুটিয়ে পড়ে আছেন উঠোনে। চার দিক রক্তে ভেসে যাচ্ছে। ভোজালি হাতে এক জনকে ছুটে পালাতে দেখেন বলেও দাবি করেন তিনি। রবিবার সকালে পুলিশ কুকুর নিয়ে গিয়ে তদন্ত করে কাঁকসা থানার পুলিশ। তবে প্রাথমিক ভাবে তেমন কোনও সূত্রে মেলেনি। এর পরে এ দিন সন্ধ্যায় রতন সরকারকে গ্রেফতার করা হয়। |
বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতার নাম কান্তাদেবী (৫০)। তাঁর বাড়ি রানিগঞ্জেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটে নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে একটি নার্সিংহোমের সামনে রাস্তা পার হওয়ার সময়ে আসানসোল-রানিগঞ্জ রুটের একটি মিনিবাস তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে তিনশো মিটার দূরে বাসটি দাঁড় করিয়ে চালক পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালান। কান্তাদেবী আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। তিনি ওই নার্সিংহোমে অনুব্রতীর কাজ করতেন।
|
প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৯৫তম জন্মদিন পালিত হল আসানসোল খনি শিল্পাঞ্চলে। আসানসোলের বিএনআর মোড়ে প্রিয়দর্শিনী পার্কে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করল আসানসোল শহর কংগ্রেস। রানিগঞ্জের জেকে নগরে আইএনটিইউসি-র উদ্যোগে এ দিন সকালে মোটরবাইক র্যালির আয়োজন করা হয়। জামুড়িয়ার শ্রীপুরে ইন্দিরা গাঁধীর মূর্তিতে মাল্যদান করেন আসানসোলের মেয়র তথা তণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের জেলা কমিটির সম্পাদক তরুণ গঙ্গোপাধ্যায় প্রমুখ।
|
ইসিএল আবাসনে দখলদার উচ্ছেদ |
দখল করে রাখা ইসিএলের আবাসন খালি করার কাজ শুরু করল প্রশাসন। শনিবার থেকে এই কাজ শুরু হয়েছে ডিসেরগড়, সাঁকতোড়িয়া এলাকায়। ইসিএল সূত্রে জানানো হয়েছে, শনি ও রবিবার বেশ কিছু আবাসন স্বেচ্ছায় খালি করে দিয়ে গিয়েছেন বাসিন্দারা। এই সব আবাসনে প্রশাসনের তরফে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। শনিবার আসানসোল পুলিশ ও ইসিএলের শিল্প নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালায়।
|
সিপিএমের ‘সন্ত্রাস’, মিছিল তৃণমূলের |
‘সিপিএমের সন্ত্রাস’-র বিরুদ্ধে মহামিছিল করল জামুড়িয়া ব্লক ২ তৃণমূল। রবিবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড় থেকে খাস কেন্দা পর্যন্ত মিছিল হয়। চিচুঁড়িয়া মোড়ের কাছে একটি জনসভায় তৃণমূলের প্রদেশ কমিটির সদস্য মুকুল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ শালডাঙা ঝাটিবনের তামর মুর্মু-সহ ৭২টি পরিবার তৃণমূলে যোগ দেয়। ব্লক সভাপতি তাপস চক্রবর্তী জানান, সন্ত্রাসের বিরুদ্ধে লাগাতার মিছিলের পরিকল্পনা নেওয়া হয়েছে।
|
এডিসিপি ভি সুলেমানের নেতৃত্বে রবিবার জামুড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ গাড়ি ও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভি সুলেমান জানান, একটি গাড়ি ছিনতাই চক্রের হদিস মিলেছে বলে মনে করা হচ্ছে। জেরায় এই দুই ধৃতের কাছ থেকে চক্রের সঙ্গে যুক্ত অনেকের নাম মিলেছে। |