|
|
|
|
টেন্ডারে অনিয়ম, থমকে রাস্তার কাজ |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
টেন্ডারে অনিয়মের অভিযোগ ওঠায় দার্জিলিং জেলার সীমান্তে এলাকা উন্নয়ন প্রকল্প (বিএডিপি)-র কাজে ১২টি রাস্তা তৈরির প্রক্রিয়া থমকে গিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সম্প্রতি শিলিগুড়ি মহকুমা পরিষদে একটি নোটিশ টাঙিয়ে ওই দরপত্র ডাকা হয়। সব মিলিয়ে প্রায় ৫ কোটি টাকার কাজ ওই দরপত্রের মাধ্যমে করানোর কথা। ৪৮ ঘণ্টার মধ্যেই দরপত্র গ্রহণ করে কাজ বিলির প্রক্রিয়া শুরু হয়ে যায়। তার পরেই বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হন ঠিকাদারদের একাংশ। তাঁরা দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তোলায় জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা সমস্যার সমাধানে উদ্যোগী হন। তার পরেই কাজ বিলির প্রক্রিয়া সাময়িক ভাবে স্থগিত করে দেয় প্রশাসন। ইতিমধ্যে ঘটনার খবর পৌঁছয় উত্তরবঙ্গের বিভাগীয় কমিশনার অমরেন্দ্র কুমার সিংহের কাছেও। কমিশনার বিশদে খোঁজখবরের নির্দেশও দিয়েছেন। কমিশনার বলেন, “যথাযথ ভাবে টেন্ডার হয়নি বলে শুনেছি। অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়েছে। দার্জিলিঙের জেলাশাসক ছুটিতে রয়েছেন। তিনি ফিরলে খোঁজ নেব।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিএডিপি প্রকল্পে শিলিগুড়ি মহকুমার সীমান্তবর্তী ১২টি রাস্তা তৈরির টেন্ডার করা হয় জেলাশাসকের দফতর থেকে। ১২টি কাজের মধ্যে শিলিগুড়ি মহকুমা পরিষদ ৮টি কাজ করবে। বাকি চারটি কাজ ব্লকের দায়িত্বে। গত ২৮ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদকে নোটিশ দিয়ে টেন্ডারের কথা জানানো হয়। জেলাশাসকের দফতর বা মহকুমা পরিষদ কোনও দফতর থেকেই টেন্ডারের বিষয়টি যথাযথ ভাবে হয়নি বলে অভিযোগ।
এই অবস্থায় ১২ জুলাই মহকুমা পরিষদের নোটিশ বোর্ডে দরপত্রের বিজ্ঞপ্তি টাঙানো হয়। তাতে লেখা হয়, ১৩ জুলাই দরপত্র সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, নেপালি কবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষ্যে ওই দিন দার্জিলিং জেলায় সরকারি অফিস ছুটি ছিল। ঠিকাদার তরফে কয়েকজন জানান, ছুটির মধ্যে টেন্ডারের দরপত্র সংগ্রহের দিন ধার্য হওয়ায় অনেকেই তা সংগ্রহ করতে পারেননি। শুধু তাই নয়, দরপত্র সংগ্রহের পরদিনই তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং ওই দিনই দরপত্র খুলে তা বিলি করা হয়। বিষয়টি জানাজানি হতেই ঠিকাদারদের পক্ষ থেকে নানা মহলে অভিযোগ জানানো হয়। ৩ দিনের মধ্যে দরপত্র গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ করার আড়ালে কোনও বিশেষ উদ্দেশ্য সাধনের চেষ্টা হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন অভিযোগকারী ঠিকাদাররা। তার পরেই দরপত্র অনুযায়ী কাজ শুরুর প্রক্রিয়া থমকে যায়।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ঠিকাদারদের তরফে কয়েকজন গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন। ক্ষুব্ধ ঠিকাদারদের পক্ষ থেকে কমিশনারের দফতরের জানানো হয়েছে। কয়েকজন ঠিকাদার জানান, আজ, রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের কাছেও সবিস্তারে বিষয়টি জানানো হবে। জেলা প্রশাসন সূত্রের খবর, কেন ছুটির দিনে দরপত্র বিলির নোটিশ টাঙানো হয়েছে তা নিয়ে সবিস্তারে তদন্ত শুরু হয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা জানান, দরপত্র প্রক্রিয়ায় যুক্ত সকলের ভূমিকাই খতিয়ে দেখা হচ্ছে। যে সব অবিযোগ উটেছে তার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের ওই কর্তা জানিয়েছেন। |
|
|
|
|
|