|
|
|
|
পাহাড়ে রেলের উন্নতি |
রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মোর্চা নেতারা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দার্জিলিঙের বিভিন্ন রেল প্রকল্পের কাজে গতি আনতে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব।
আজ রেল ভবনে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন মোর্চার সভাপতি বিমল গুরঙ্গ-রোশন গিরিরা। দার্জিলিং টয় ট্রেন রুটের বিভিন্ন স্টেশনের আধুনিকীকরণ-সহ একাধিক বিষয়ে আজ দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তল ও উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার কেশব চন্দ্রও। বৈঠক শেষে গুরঙ্গ বলেন, “টয় ট্রেন রুটে বেশ কিছু স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। সেই বিষয়টি রেলমন্ত্রীকে বলা হয়েছে। এ ছাড়া দার্জিলিং থেকে চংটং পর্যন্ত যে আড়াই কিলোমিটার রোপওয়ে লাইনের মাধ্যমে মাল বহন করা হয়, তা যাতে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়, সে বিষয়েও মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।” প্রসঙ্গত ওই রোপওয়েটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে রেলমন্ত্রক।
চলতি বাজেটে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিঙে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস)-এর তত্ত্বাবধানে একটি সফ্টওয়ার কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছিলেন। সেই কাজ দ্রুত শুরু করা হবে বলেও আজ রেলমন্ত্রকের পক্ষ থেকে মোর্চা নেতৃত্বকে আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই বাজেটে কার্শিয়াংয়ে একটি কর্মী প্রশিক্ষণ কেন্দ্র খোলার কথাও ঘোষণা করা হয়েছিল। মন্ত্রক সূত্রের খবর, দু’পক্ষের মধ্যে ওই বিষয়টি নিয়েও কথা হয়েছে। দীনেশ বলেন, “বাজেট প্রতিশ্রুতি রক্ষা করা হবে। দার্জিলিঙে রেলের যে ছাপাখানা রয়েছে, তা-ও আগামী দিনে চালু থাকবে। এ ছাড়া যা সমস্যা রয়েছে, তা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে বলেও মোর্চা নেতৃত্বকে আশ্বস্ত করা হয়েছে।”
পাশাপাশি আজকের বৈঠকে পাহাড়বাসীর জন্য রেলের টিকিটে যে ‘কোটা’র ব্যবস্থা ছিল, তা-ও ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মোর্চা নেতৃত্ব। বৈঠকে উপস্থিত রেলের এক শীর্ষ কর্তা বলেন, “রেলের টিকিট সংরক্ষণ কম্পিউটারের মাধ্যমে শুরু হওয়ার আগে ওই এলাকার মানুষের জন্য একটি নির্দিষ্ট সংখ্যায় টিকিট সংরক্ষিত থাকত। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সংরক্ষণ শুরু হওয়ার পর থেকেই ওই ব্যবস্থা উঠে যায়। পুনর্বহালের দাবি যুক্তিসঙ্গত কি না, তা বিবেচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
মোর্চা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি আজ রেলমন্ত্রী বৈঠক করেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গেও। মন্ত্রক সূত্রের খবর, রেলের বেশ কিছু প্রকল্প এখনও যোজনা কমিশনের ছাড়পত্র পায়নি। বৈঠকে ওই ছাড়পত্রের বিষয়টি নিয়ে কথা হয়েছে। এ ছাড়াও যাত্রী নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে মন্ত্রক যে রেলওয়ে সেফটি বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে, সেটির রূপরেখা কী হবে, তা নিয়েও দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। |
|
|
|
|
|