টুকরো খবর |
|
বাগান থেকে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
আমবাগান থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির দেহ। শনিবার সকালে চাঁচলের দিয়াগঞ্জে মহানন্দা বাঁধের পাশে একটি আমবাগানে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম বিশ্বনাথ দাস (৪৫)। ঘটনাস্থল থেকে বিশ্বনাথবাবুর বাড়ি এক কিলোমিটারের মধ্যে। স্ত্রী, বড় মেয়ে ছাড়াও তাঁর দু’টি ছোট ছেলে এবং এক মেয়ে আছে। এ দিন বাড়ি থেকে বেরনোর বেশ কিছুক্ষণ পর আমবাগানে দেহটি দেখা যায়। অভাবের সংসারে স্বামীর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন মৃতের স্ত্রী বিন্দিদেবী। তিনি বলেন, “ভাল করে খেতে পাই না। মেয়ের বিয়ের দিতে গিয়ে ধারদেনা হয়েছে। সব সময় দুশ্চিন্তায় থাকত। এখন কী করব বুঝতে পারছি না।” ওই ঘটনার তদন্ত করে বিডিওকে রিপোর্ট দিতে বলেছেন অতিরিক্ত জেলাশাসক তরুণ সিংহ রায়। তিনি বলেন, “সঠিক কী হয়েছে তা দেখে বিডিওকে রিপোর্ট দিতে বলা হয়েছে।” জেলা পুলিশ সুপার ভুবন মণ্ডল বলেন, “একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”
|
দু’টি দুর্ঘটনায় মৃত এক
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
কোচবিহার-দিনহাটা সড়কে দু’টি দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ১৬ জন। শনিবার দুপুরে প্রথম দুর্ঘটনাটি দিনহাটার মাসানকুড়া এলাকায়। পুলিশ জানায়, দিনহাটা থেকে কোচবিহারগামী একটি যাত্রী বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জলাশয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। জখম ১১ জনকে দিনহাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিকেলে কোচবিহার-দিনহাটা রাস্তায় হরিণচওড়া এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের একটি যাত্রী ভর্তি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এনবিএসটিসির বাস চালক সহ ৫ জন যাত্রী কোচবিহার জেলা হাসপাতালে জখম হয়েছেন। ওই ঘটনার জেরে বিকেল তিনটে থেকে প্রায় এক ঘন্টা কোচবিহার-দিনহাটা রুটে বাস চলাচল ব্যাহত হয়।
|
প্রতারণায় অভিযুক্ত শিক্ষক সাসপেন্ড
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
প্রতারণার অভিযোগে ধৃত প্রধান শিক্ষককে সাসপেন্ড করল স্কুল পরিচালন সমিতি। মালদহের চাঁচলের খবর এগ্রিল হাইস্কুলের ওই প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। মহম্মদ হোসেন আলি নামে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ রয়েছে। ৩০ জুলাই সস্ত্রীক গ্রেফতার করা হয়েছিল ওই শিক্ষককে। পুলিশ ওই প্রধান শিক্ষকের কম্পিউটার, ল্যাপটপও বাজেয়াপ্ত করে। আদালতে তোলার পর ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয় প্রধান শিক্ষককে।
|
ন্যায্য দামের দাবি
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
নাম না করে চাষিদের স্বার্থে আন্দোলন বিমুখতার অভিযোগ তুলে সিপিএমকে আক্রমণ করল ফরওয়ার্ড ব্লক। শনিবার দিনহাটার নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে অগ্রগামী কিষান সভার কনভেনশনে ফরওয়ার্ড নেতারা ওই অভিযোগ তোলেন। দলের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “চাষিরা পাটের দাম পাচ্ছেন না। অথচ তা নিয়ে বাম নেতারা ভাবছেন না। বিধানসভা নির্বাচনে মানুষ আমাদের শিক্ষা দিয়েছে। তা থেকে আগামী দিনে চলার পথ ঠিক করতে হবে। কৃষক স্বার্থে লাগাতার আন্দোলন করব।” এ দিনের কনভেনশনে পাটের নায্য দামের দাবিতে ১৬ অগস্ট বিডিও অফিসগুলিতে বিক্ষোভ, ২৩ অগস্ট জেলা জুড়ে এক ঘন্টার পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে।
|
ভার্নাবাড়ি নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ভার্নাবাড়ি চা বাগানের সমস্যা নিয়ে আগামী মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকল কালচিনির বিডিও। বৃহস্পতিবার টাকা কেটে নেওয়ার প্রতিবাদে এক সিনিয়র ম্যানেজার-সহ ৭ জন ম্যানেজারকে বাগান থেকে বার করে হাঁটিয়ে হাঁসিমারা আউটপোস্ট নিয়ে যান বাগানের শ্রমিকেরা। তারপর থেকে বন্ধ রয়েছে ভার্নাবাড়ি চা বাগান। কালচিনির বিডিও থেনডুপ শেরপা জানান, ভার্নাবাড়ি চা-বাগান সরকারিভাবে বন্ধ হয়নি। শ্রমিকদের দাবি করেছেন, এক জন সিনিয়র ম্যানেজার ও এক সহকারি ম্যানেজারকে তারা বাগানে ঢুকতে দেবেন না। কিন্তু ওই চা-বাগানে কর্তৃপক্ষের কেউ না-থাকায় শুক্রবার থেকে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা। বিষয়টি দ্রুত মেটাতে আগামী মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। আদিবাসী বিকাশ পরিষদের শ্রমিক নেতা প্রসাদ হরিজন জানান, বাগানটি দ্রুত খোলার জন্য সহকারি শ্রম আধিকারিকে চিঠি পাঠানো হয়েছে।
|
পুর-অন্তর্ভুক্তির দাবি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আলিপুরদুয়ার পুরসভা লাগোয়া আলিপুরদুয়ার জংশন রেল এলাকা ও কয়েকটি পঞ্চায়েত পুরসভয় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন স্থানীয় বিধায়ক দেবপ্রসাদ রায়। এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জেলার কাছে চেয়ে পাঠিয়েছেন রাজ্যের যুগ্ম সচিব। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় জানান, বিধায়ক পুরসভা সংলগ্ন কয়েকটি পঞ্চায়েত ও আলিপুরদুয়ার জংশন রেল এলাকা পুরসভার সাথে যুক্ত করার দাবি তুলেছেন। তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন মৃতের ছেলে ও অষ্টম শ্রেণির পড়ুয়া এক ছাত্রীও। শনিবার দুপুরে দিনহাটার জোরপাখুরি এলাকায় ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম জহত আলি (৪০)। ভ্যান নিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। আহত হয়েছে তাঁর নাবালক পুত্রও।
|
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ কাঞ্চন সাহা (২৪) বাড়ি ইসলামপুর থানার পুরাতনপল্লি এলাকায়। ওই রাতেই ইসলামপুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
|
জল কমছে ফুলহারে
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
জল কমছে ফুলহারের। শনিবার মালদহের ফুলহার নদীতে আরও ২৫ সেন্টিমিটার জল কমেছে। তবে সংরক্ষিত এলাকায় এখনও হলুদ সীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে নদী বইছে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে।
|
স্মারকলিপি |
তিস্তা সেচ প্রকল্পে জমি অধিগ্রহণ হলেও মালবাজারের মৌলানি পঞ্চায়েতের ১৫০ পরিবার ক্ষতিপূরণ পাননি বলে দাবি। শুক্রবার সেচমন্ত্রী মানস ভুঁইয়ার কাছে তারা স্মারকলিপি দেন। |
|
স্কুলে বিক্ষোভ |
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ দেখাল রায়গঞ্জের ১০ নম্বর মাড়াইকুড়া অঞ্চল কংগ্রেস কমিটি। অভিযোগ, স্কুল পরিচালন সমিতির ভোট হচ্ছে না। অভিভাবকদের ভোটার তালিকা প্রকাশ হয়নি। মিডডে মিলের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। বেআইনি ভাবে কম্পিউটার ‘ফিজ’ নেওয়া হচ্ছে। শনিবার সংগঠনের পক্ষ থেকে মাড়াইকুড়া ইন্দ্রমোহন বিদ্যাভবনের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে। পরে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
বৃদ্ধা খুনে ধৃত |
এক আদিবাসী বৃদ্ধাকে দা দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম সুধীর ওঁরাও। শুক্রবার সন্ধ্যায় শামুকতলার কোহিনুর চা বাগানের গোদে লাইনে ঘটনাটি ঘটে। লাল ভীমসারি ওঁরাও (৭০) ওই দিন উঠোনে বসেছিলেন। আচমকা পিছন থেকে দা দিয়ে তাকে কোপায় ওই যুবক। |
|