|
|
|
|
এখনও বর্ধিত বেতন পাচ্ছেন না বহু আংশিক সময়ের শিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলেজ-বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল বাম আমলেই। সে বিষয়ে একটি নির্দেশিকা বেরোয় গত বছর অক্টোবরে। কিন্তু সেই নির্দেশের ১০ মাস পরেও তাঁরা বর্ধিত হারে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করলেন কলেজের আংশিক শিক্ষকদের একাংশ।
বর্তমানে রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় আট হাজার আংশিক সময়ের শিক্ষক রয়েছেন। শনিবার তাঁদের একটি সংগঠন জানিয়েছে, সপ্তাহে এই শিক্ষকদের ১০টি করে ক্লাস নিতে হয়। বিনিময়ে মাসে দু’-তিন হাজার টাকা বেতন পান তাঁরা। ওই নির্দেশিকা বেরোনোর পরে তাঁরা আর একাধিক কলেজে শিক্ষকতা করতে পারেন না। নতুন নির্দেশে আর্থিক ভাবে ক্ষতি হচ্ছে ওই শিক্ষকদের।
সংগঠনের তরফে গৌরাঙ্গ দেবনাথ এ দিন বলেন, “ছাঁটাই হওয়া আংশিক সময়ের শিক্ষকদের পুনর্বহাল করার আশ্বাসও দিয়েছিলেন প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী। কিন্তু অনেক ক্ষেত্রেই তা কার্যকর হয়নি।” নিজেদের সমস্যার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন এই শিক্ষক-শিক্ষিকারা।
নির্দেশ বেরোনোর এত দিন পরেও এই শিক্ষকেরা কেন বর্ধিত হারে বেতন পাচ্ছেন না?
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কেন পাচ্ছেন না, তা তাঁর জানা নেই। এখনই এ ব্যাপারে খোঁজখবর নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি মনে করেন না। অন্য দিকে প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায়চৌধুরী জানান, নির্দেশিকা বেরোনোর পরে বিভিন্ন কলেজের থেকে প্রয়োজনীয় কাগজ চেয়ে পাঠানো হয়। তিনি বলেন, “নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগে ৭৫টি কলেজ উচ্চশিক্ষা দফতরে কাগজপত্র জমা দিয়েছিল। তাদের বর্ধিত বেতনের টাকাও দিয়ে দেওয়া হয়। বাকিদের কাছে দ্রুত কাগজপত্র চাওয়া হয়েছিল।” |
|
|
|
|
|